ঢাকার জরুরী পরিস্থিতিতে, টেস্ট ভিত্তিতে অতিথিদের ব্লগ লেখার ক্ষমতা দেয়া হল। অতিথিদের লেখা মডারেশন প্যানেল ঘুরে প্রথম পাতায় আসতে পারে। অতিথির লগইন নাম: অতিথি লেখক, ইংরেজী লগইন নাম: guest_writer, পাসওয়ার্ড: guest।
যদি আপনার লেখা আধাঘন্টার মধ্যে প্রথম পাতায় প্রকাশিত না দেখেন তাহলে নীচের কোন একটি সম্ভাবনা ধরে নিন:
অনুগ্রহ করে মনে রাখবেন, সচলায়তন আপনার লেখা প্রকাশের গ্যারান্টি দেয় না। এব্যাপারে সচলায়তনের সিদ্ধান্তই চুড়ান্ত। কর্তৃপক্ষ কোন রকম জবাবদিহি করতে বাধ্য নয়।
লেখা প্রকাশ না হওয়া মানেই আপনার লেখা খারাপ তা নয়। আবার লেখা প্রকাশ হলেই আপনার মতামত সচলায়তন সমর্থন করে তাও নয়। এব্যাপারে আপনার সহযোগিতা কাম্য।
লেখা ছাড়াও সাময়িক ভাবে চ্যাটরুমে কথা বলার সুযোগ দেয়া হল।
মনে রাখবেন, যে কোন মুর্হুতে কোন কারন ব্যতিরেকে এই অপশনগুলি বন্ধ করে দেয়া হতে পারে। তাই সচলায়তনে প্রকাশের আগে নিজের লেখার একটি কপি রাখুন। তাছাড়া একই অ্যাকাউন্ট একাধিক লোক ব্যবহার করবে বলেও নিজের লেখা একটি কপি রাখুন। লেখা একবার প্রকাশিত হলে তা এডিট করতে পারবেন না বা এডিট করলে সেটা আবার মডারেশনে চলে যাবে।
লেগে থাকুন সচলায়তনেই।