পডকাস্ট এলো সচলায়তনে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ২৫/০৮/২০০৭ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে সচলায়তনে পডকাস্ট করতে পারবেন। তাছাড়া সরাসরি এমপিথ্রি পোস্ট করতে পারবেন। এবিউজ রোধে আপাতত লিমিটেড এক্সেস দেয়া হল।

কিভাবে কি করতে হবে সেটা জানতে পারবেন এখান থেকে

দেশের দুর্দিনে-সুদিনে লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

শোমচৌ'দার কাছ থেকে এখন নিয়মিত খরব আশা করতে পারি নিশ্চই?


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমার কাছ থেকে কেন?
মাহবুব আজাদকে স্টাফ নিউজ কাস্টার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
খবর তো ঢাকায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দ্রুত, একটা চমত্কার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।
পডকাস্টের অনেক সৃজনশীল ব্যবহার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। আগ্রহীরা পরিকল্পনা তৈরি করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অমিত আহমেদ এর ছবি

আপনিও দেন। আপনারটা খবব হবে না, হবে প্রাপ্ত খবরের বিশ্লেষণ। আমরা প্রবাসীরা যারা বিবিসি, সংবাদপত্র আর ব্লগের উপর নির্ভরশীল হয়ে আছি, আমাদের খবর বিশ্লেষণ কিন্তু যাঁরা দেশে আছেন তাঁদের চেয়ে আলাদা হবে। সেভাবে আমাদের ভাবনাটা আপনি সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবেন।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অমিত আহমেদ এর ছবি

আর আমদের পডকাস্ট হয়তো দেশে যারা আছে তাঁদের জানতে সাহায্য করবে আমরা কি ভাবছি, কি জানতে চাইছি আর আমাদের বিভ্রান্তি গুলো। সে হিসেবে তাঁরাও হয়তো তাঁদের খবরে আমাদের চাহিদা গুলো পূরণের চেষ্টা করবেন।

সব শেষে এইটা ছোট ভাই হিসেবে দাবি, আপনিও দেন না শোমচৌ ভাই! দিতেই হবে!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঠিক আছে ঠিক আছে হবে।
তবে এখন পরিস্থিতি হচ্ছে ঢাকা কেন্দ্রিক খবর জানা।
কাল রাতে মাহবুব আজাদই দায়িত্ব নিয়ে প্রথম সচল পডকাস্টার হয়েছেন। তবে আমি বা অন্যদেরও পডকাস্ট করার সুযোগ রয়েছে। নতুন প্রযুক্তি হিসেবে একটু টেস্ট রান করতে হবে, এই আর কি।
শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ জিনিস তো। বিস্তারিত জানার লিংক এবং সেটার FAQ যিনি তৈরী করেছেন, তাকে (তাদেরকে) ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন্তব্যের জবাব হিসেবে মন্তব্য আসলে আর এডিট করা যায় না। @ আরিফ জেবতিক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ান এর ছবি

অডাসিটি সত্যিই ভাল একটি টুল। এটির বড় সুবিধা হচ্ছে এডিট করা। ধরুন বলতে বলতে জড়িয়ে গেল কোন শব্দ তাহলে শব্দটি আবার বলুন এবং চালিয়ে যেতে থাকুন। পরে ঐ স্থানে গিয়ে জড়ানো অংশটুকু ডিলিট করে দেয়া যাবে।

×××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিলেক্ট করে ডিলিট বাটন চাপলাম, ডিলিট হয় না। পুরা ম্যানুয়াল পড়তে হবে নাকি?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রেজওয়ান এর ছবি

আপনার প্লেয়ারটি বন্ধ ছিলোতো? ওয়েভগুলোর সিলেক্টেড অংশ ডিলিট করা যায়। মেনুতে মাইক্রোফোনের পাশে কাঁচির চিহ্ন আছে ওটিও ব্যবহার করতে পারেন।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

আরিফ জেবতিক এর ছবি

বিগ সি'র পডকাস্ট কবে পাবো?

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।