সবার জন্য পডকাস্ট

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ০২/০৯/২০০৭ - ৫:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পডকাস্টের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং আরো ক্রিয়েটিভ ইনপুটের জন্য পডকাস্ট সবার জন্য উন্মুক্ত হল। কিভাবে কি করতে হবে তার জন্য এই পোস্টটা দেখুন। লিমিটেশন গুলো হল:

১। সর্বোচ্চ ফাইল সাইজ ২ মেগা বাইট। ৩২ কিলোবাইট বা আরো কম kbps এ এমপিথ্রী করুন।

২। সবগুলো পডকাস্ট মডারেশন প্যানেল ঘুরে আসবে।

৩। নিজের রেকর্ড করা কিছু ছাড়া - যেমন কোন গান বা অন্য কোথাও প্রকাশিত অডিও - এখানে পোস্ট করবেন না। সেক্ষেত্র ব্লগ তৈরী করে তাতে লিংক হিসেবে প্রকাশ করুন। এসব পডকাস্ট হিসেবে পোস্ট করলে সাথে সাথে ডিলিট করা হবে।

৪। এটা টেস্ট ভিত্তিতে করা হচ্ছে এবং যে কোন সময় কোন কারন দর্শানো ছাড়া বন্ধ করে দেয়া হতে পারে।

৫। অডিও মেসেজ খুব দ্রুত ছড়ায় এবং খুব শক্তিশালী। তাই এটির ব্যবহারে যত্নবান হন। লেখা হিসেবে যা গ্রহনযোগ্য তা পডকাস্ট হিসেবে গ্রহনযোগ্য নাও হতে পারে। সেক্ষেত্রে কোন কারন দর্শানো ছাড়া যে কোন ব্যবস্থা নেয়া হতে পারে।

৬। সার্ভারের স্পেস বাঁচানোর জন্য যেকোন পডকাস্ট যে কোন সময় ডিলিট বা আনএপ্রুভ করা হতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত সেক্ষেত্রে।

নিজের কণ্ঠস্বর নিয়ে দ্বিধায় থাকবেন না। মাইক্রোফোন নিয়ে ক্রিয়েটিভ হয়ে উঠুন। আর লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

ভালো সংবাদ।
দেখি আমি একটা পডকাস্ট বানাতে পারি।আগে এর নিয়মকানুনগুলো শিখে নেই।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জনগন পডকাস্ট ছাড়ুন। জলদি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

পডকাস্ট কি বস্তু সেটাই বুঝতেছিনা!! দাড়ান আগে গুগল করে দেখি। কেউ অবশ্য কমেন্টের রিপ্লাইতে বলে দিতে পারেন। অথবা দিতেপারেন কিছু লিঙ্ক! ইয়ে, মানে...
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

প্রথমে পডকাস্ট কী জিনিস সেটা বুঝতে হবে। =(

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।