প্রাইভেট মেসেজিং এলো সচলায়তনে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১৬/০৯/২০০৭ - ৩:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে সদস্যরা নিজেদের মধ্যে প্রাইভেট মেসেজ আদানপ্রদান করতে পারবেন। এতে করে মডুদের নিজেদের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন। তাছাড়া আপনারাও নিজেদের মধ্যে ইমেইল ছাড়াই টুকটাক কথা আদান প্রদান করতে পারবেন।

আশা করি এটা সচলায়তনে আপনার আনন্দময় সময় কাটাবার আরেকটি কারন হিসেবে কাজে আসবে।

মেসেজ লিখতে যে কারো ব্লগে গিয়ে "লেখককে মেসেজ" ক্লিক করুন। বা নিজের ইনবক্সে গিয়ে নতুন মেসেজ লিখুন।


মন্তব্য

এস্কিমো এর ছবি

ভালই...

সমাবেশে সাইট টক......

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

মুহম্মদ জুবায়ের এর ছবি

আহা বেশ! হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বেশ ভালো। প্রথম মেসেজটা আরিফকে করি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি

আমি এই মেসেজিং নতুন সিস্টেমের তীব্র প্রতিবাদ জানাই।
কারণ, আজ লগইন করেই আমি দূদক সম্পাদকের কাছ থেকে মেসেজ পেয়েছি। মন খারাপ



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নিজের একাউন্ট > সম্পাদনায় গিয়ে অপশন বাছাই করা যায়
১। মেসেজ পেতে চান কিনা
২। মেসেজ আসলে ইমেইল পেতে চান কিনা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ।

"অনলাইনে যারা" মডিউলের লিষ্টে নামের উপর রাইট ক্লিক করে মেসেজ লিখুন টাইপ ব্যবস্থা করতে পারলে আরও ভালো হয়।


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

করা হইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

অনেক অনেক ধন্যবাদ মা.মু ভাই।

কমেন্টকারীর নামের পাশে একটা মেসেজ বাক্স দিয়ে দিতে পারলে ষোলকলা পূর্ণ হয়। তাহলে যাকে মেসেজ পাঠাতে চাই সেই ব্যক্তি অনলাইন, অফলাইন, রেল লাইন-যেখানেই থাকুক না কেন মেসেজ পাঠাতে কোন সমস্যা হবে না।


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

করা হইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

ষোলকলা পূর্ণ হইল মামু ভাই।


কি মাঝি? ডরাইলা?

মৃন্ময় আহমেদ এর ছবি

খুব ভালো হইছে।।

বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আরিফ জেবতিক এর ছবি

আমি এই মেসেজ সিস্টেমের প্রেমে পইড়া গেছি।
মারাত্মক জিনিষ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আতংকে লোকজন লগইন করা বন্ধ রাখবে হাসি

আরিফ জেবতিক এর ছবি

হা:হা:হা।

মৃত্যুঞ্জয়_ এর ছবি

প্রাইভেট ম্যাসেজ সিস্টেমটা ভালোই হয়েছে। এতে যোগাযোগ রাখা যাবে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।