"প্রিয় পোস্ট" যুক্ত হল সচলায়তনে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৪/০৯/২০০৭ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেভারিটস বা প্রিয় পোস্টের তালিকা রাখবার অপশন যুক্ত হলো সচলায়তনে। এখন থেকে যে কোন পোস্টে ঢুকে "প্রিয় পোস্টে যুক্ত কর" ক্লিক করে সেটা জুড়ে নিতে পারবেন নিজের তালিকায়। পরে সেই পোস্টে ঢুকে আবার সরিয়ে দিতে পারবেন নিজের তালিকা থেকে।

প্রথম পেইজে জায়গা সংকুলান হবে না বিধায় নিজের প্রিয় পোস্ট প্রথম পাতা বাদে যেকোন পোস্টে ঢুকলেই দেখতে পাবেন। এছাড়া কারও প্রোফাইলে ঢুকলে তার প্রিয় পোস্ট দেখার ব্যবস্থা করা হবে শীঘ্রি।

আশাকরি এটা আপনাদের কাজে আসবে। লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্ রে তেলেসমাতি...
আমি এই একটু আগে একটা খয়েশ জানাইলাম আর এরই মধ্যে প্রিয় পোষ্টের তরিকা বাৎলাইলো ? জটিলজ্... আপনে তো বস মুশকিল আছান টাইপ আছেন... কদমবুসি করন দরকার...
থ্যাঙ্কস বস

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলে বিপ্লব ভাই সহ আরো কয়েকজন এটার দাবী করেছিলেন। সময়ের অভাবে করা হচ্ছিল না। আপনি বলার পর করে ফেললাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্লব রহমান এর ছবি

গুড নিউজ। ...জয় হোক!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসিব এর ছবি
অতিথি লেখক এর ছবি

এবার জমবে মজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।