লেখার আকার এবং ফন্ট পরিবর্তন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ২৯/০৯/২০০৭ - ১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

লেখার আকার পরিবর্তনের ব্যবস্থা যুক্ত হল সচলায়তনে। এখন থেকে প্রথম পেইজ বাদে যেকোন পোস্টে বা প্রোফাইলে গেলে হাতের ডানে উপরে "লেখার আকার" নামে একটা অপশন দেখবেন। সেখানে বাড়াও, কমাও আর স্বাভাবিক নামের তিনটি অপশনের যে কোন একটি অপশন সিলেক্ট করলেই টেকস্টের আকার বদলাতে থাকবে।

এতে করে বিভিন্ন রেজ্যুলেশনে কম্পিউটার ব্যবহারকারীরা এবং চোখের অসুবিধায় থাকা সদস্যরা নিজের সুবিধামত টেকস্টের আকারে সচলায়তন দেখতে পারবেন।

এছাড়া ঠিক ঐ জায়গাতেই বাংলা ফন্ট বাছাই করবার অপশন যোগ করা হল। এতে করে নিজের সুবিধামত যেকোন কম্পিউটারে পছন্দমত ফন্ট ব্যবহার করতে পারবেন।

সচলায়তন আপনাকে বাংলা লেখার বেস্ট এক্সিপিরিয়েন্স দেবার জন্য বদ্ধ পরিকর। লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

বাহ, চমৎকার হয়েছে এই ফিচারটা। ধন্যবাদ সচলায়তন টিম।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

হাসান মোরশেদ এর ছবি

আসলেই দারুন্স!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দরুণ হয়েছে ফন্ট পরিবর্তনের ব্যবস্থা দেখে। আমি মাঝে মাঝে অপনা ফন্টটি ব্যবহার করি।

অমিত আহমেদ এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

হুম।

বিপ্লব রহমান এর ছবি

ওয়েল ডান!

ক্ষীণদৃষ্টির এই আনাড়ি ব্লগারের জন্য সত্যিই এটি সুখবর। এখন থেকে চোখেরও আরাম হবে; বানান ভুলও অনেক এড়ানো যাবে। । হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শ্যাজা এর ছবি

সচলায়তন দিনে দিনে আরো সুন্দরী হয়ে উঠছে হাসি
(নাকি সুন্দর?)


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।