মাউস টিপে লিখার পদ্ধতি যুক্ত হল সচলায়তনে। লেখার উপরে "মাউস দিয়ে বাংলা" ড্রপ ডাউনটি ক্লিক করুন এবং পছন্দমত ক্যারেক্টার ক্লিক করে ইনসার্ট করুন। প্রথাগত ইউনিকোড ম্যাপিং ফলো করা হবে। অর্থাৎ রেফ দিতে হলে অক্ষরের আগে এবং র-ফলা দিতে হলে অক্ষরের পরে ক্লিক করতে হবে।
এবং সেই সাথে কোড ফ্রীজ ঘোষনা করা হল। এখন থেকে আগামী ছয় মাস বা এক বছর আর কোন মেজর আপডেট করা হবে না। শুধুমাত্র বাগ ফিক্সিং থাকলে সেগুলো পারফর্ম করা হবে।
লেগে থাকুন সচলায়তনেই।
মন্তব্য
ক্যারি অন!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সেইরকম!!!
কি মাঝি? ডরাইলা?
পুরা তামশা!! ধইন্যাপাতা, ধইন্যাপাতা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন