আর এক ঘন্টা পর বাংলাদেশে সময় রাত ২ টা থেকে সচলায়তনের "next" অংশ ছেঁটে ফেলার কাজ শুরু হবে। এতে ৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনি লিখতে থাকেন তাহলে সেইভ করে ফেলুন। অনুগ্রহ করে নতুন কিছু লেখা শুরু করবেন না।
এই পরিবর্তনের পর টুকটাক ভুল ভ্রান্তি থাকলে অনুগ্রহ করে জানাতে ভুলবেন না। আর একটি রিডাইরেক্টর ব্যবহার করে আগের লিংকটি সচল রাখার ব্যবস্থা করা হবে শীঘ্রই।
মন্তব্য
সম্পূর্ণ লিংকটাও দিয়ে দেবেন এখানে? socholayoton.com আর sachalayatan.com দুটোই তো, না?
জ্বী ঠিক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তাইতো বলি, next দিলে যায় না কেন!!! আমার বুকমার্ক বদলাতে হবে দেখছি!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন