আমি বরং অগুন্তি স্মৃতির জন্ম দেব। নতুন ঝকঝকে এক একটা দিন আঁকা হবে চিরস্থায়ী কালিতে। আকাশে থাকবে ভিন্ন সাতটা রঙের রঙধনু, অসংখ্য চাঁদ আর দেড়টা সূর্য। ইচ্ছে মত সূর্য আর চাঁদের আলো পালটে দেওয়া যাবে। কোন কোন রাত আমার খুব প্রিয় হবে; তুষার পড়বে সে রাতে। কোন কোন রাতে সূর্য উঠবে, দিন ভেসে যাবে জোছনায়। কোন কোন দিন বৃষ্টি উড়ে যাবে উপরে মেঘ হয়ে। আমি অচেনা রাস্তায় বহুদূর হেঁটে যাব; পথ হারাব না। দেড়টা সূর্যের রোদ পিচ গলিয়ে দেবে ভ্যানিলা ফ্লেভারে। অপেক্ষায় না থেকে চাইলেই ঘরে ফেরা যাবে যে কোন বাস ধরে।
মাঝেমাঝে ভাবি, এইরকম করে যদি লিখতে পারতাম। এই ছেলেটার মতো করে। কবিতার মতো করে বলে যাওয়া সব গল্প, কখনো হালকা নৈরাশ্যমাখা আবার কখনো নিরাশার মাঝে উঁকি দেওয়া আলোটাই বড় হয়ে ওঠে। উহু, আলোটাই বেশি স্পষ্ট ওর লেখায়, ওর কবিতায় আর কবিতামাখানো গদ্যে অন্যরকম একটা জোর থাকে, যেটা স্পর্শ করে যায় হৃদয়ের গভীরে, নাড়া দিয়ে যায় দুর্বল চিত্তকে।
অথবা বৃষ্টিমাখা দিন আর তিতকুটে জ্বরের মাঝে ওর লেখা এইসব ব্লগরব্লগর।
সূর্য না থাকলেও বাইরে নরম আলো, হালকা ঝিরঝিরে বৃষ্টির সাথে জোর ঠান্ডা হাওয়া বইছে গতরাত থেকেই। মাথার পাশে জানালাটা খোলা ছিল সারারাত। শেষরাতে কাঁপাকাঁপি জ্বর এলো। আমার কাঁথা-লেপ সব লকারে তোলা। খাট থেকে নেমে আবার লকার খুলতে হবে, এত পরিশ্রম করতে ইচ্ছা করছিল না। অতএব সাধু কাঁপিতেই থাকি! ফলাফল, ভোরে জেগে দেখি, গলা দিয়ে ফাঁসফাঁস আওয়াজ বেরোচ্ছে, বুক জমে আছে কফে, আর টনসিলজোড়া পুরনো ব্যাথাটা নিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে নির্ভয়ে।
বাক্যের অদ্ভূত বুননে মুগ্ধ হই, আনকোড়া সুরে গেয়ে যাওয়া আটপৌরে গান শুনে নিজেও এইসব অনুভববোধে আক্রান্ত হই।
যার কথা বলছিলাম। তারেক রহিম। যার প্রিয় ব্যান্ড মহীনের ঘোড়াগুলি, আমার সাথে মিলে যায়। অন্য ব্লগে পরিচয় পুরনো সচলদের সবার সাথেই। খানিকটা নিভৃতচারী। আমার খুব প্রিয় একজন। প্রিয় তারেক, দেরি হয়ে গেলো জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
শুভ জন্মদিন, তারেক। সবসময় ভালো থেকো।
আজকের দিনের উপহার হিসেবে গান শোনো একটা..
মহীনের ঘোড়াগুলি র ঝরা সময়ের গান অ্যালবাম থেকে ..
"তোমায় দিলাম"
মন্তব্য
''শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে...
বৃষ্টির বিশ্বাস...
তোমায় দিলাম আজ''
টেলিগ্রাফের তারে বসা ফিঙেদের লেজে আজ লেখা আছে...
শুভ জন্মদিন তারেক ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন, প্রিয় তারেক রহিম ।
তারেইক্ক্যা, বুড়া হইয়া গেলি তো... আমি অবশ্য ভুলে গেসিলাম... ভাগ্যিশ, সৌরভ ভাই মনে রাখসেন...
তারেক রহিম নামের পোলাটার লগে আমার পরিচয় অনেক পুরানো... শুরুতে ওরে ছাত্রদের মাঝে দেখসিলাম... পরে একি কোচিং সেন্টারে পড়াইসি অনেকদিন... তারপরে বুয়েটে দেখা... আমি যে রুমটাতে মাঝে মাঝে ঘুমাইতে যাইতাম শিহাবগো লগে, তার দুই ফ্লোর উপরেই থাকতো... তারপর, বহুদিন যোগাযোগ নাই... বন্ধু তানভীরের সূত্রে আবার সাক্ষাত হইলো... তারপর মেসেঞ্জারে নিয়মিত আড্ডা দিতে থাকলাম। জানলাম সেও সাহিত্যের রোগে আক্রান্ত... সে আমারে ব্লগ জিনিসটা কি ওইটা বুঝাইলো... প্রায় সময়েই লিঙ্ক পাঠাইতো - জিফরান ভাই, এইটা পইড়া দেখেন, কঠিন লিখসে... আমি পড়তাম, কিন্তু ব্লগ ফ্লগে আবার সাহিত্য হয় নাকি, এই টাইপ নাক-সিঁটকানি তখনো ছিল... একদিন হে আমারে সুমন রহমানের লিখা দেখাইলো... ওইটা পড়ার পর তো আমি টাশকি... এর মাঝে হে আমার অনেক কবিতা পইরা ফেলার খারাপ ভাগ্য অর্জন করসে... তো, আমারে ধরলো এক রাতে... বললো, জিফরান ভাই, আপনার কবিতা গুলা দেন, একটা জায়গায় ছাপায় দিই... তারপর দেখলাম, কিসুক্ষণ পর আমারে একটা ইউসারনেম আর একটা পাসওয়ার্ড দিল... কইল, লগইন করেন... আর এক্ষুণি লিখা দেন, নাইলে মাথা ফাটামু... তারপর থেকে এইতো... আমি খবর দিলাম ধ্রুব হাসানরে, তারপর এরশাদ আলমগোর, তারপর নিঝুম মামা, ... তারেকের উসিলাতেই কিন্তু... হাহা...
মাইয়া টাইয়া ছাড়া যার লগে আমার নেটে বহুক্ষণ কথা হয়, সে হইল এই তারেক ... সারাক্ষন কয় - জিফ্রান ভাই, কি করেন, কিসু ভাল্লাগে না... পাগল হয়া যাইতেসি এবং আরো ইতং বিতং কথা... বাসায় মা চিল্লায় বলে নেট নাই... দিনকাল খারাপ যাইতেসে পোলাটার...
আমার যার লিখা পড়তে কখনো ক্লান্তি লাগে না, আর যে আমার লিখার ব্যাপারে দৃষ্টিকটুরকমের পক্ষপাতীত্ব করে, সেই তারেকরে শুভ জন্মদিন জানাই... ভাল থাক তারেইক্ক্যা...
জিফরানকেই আশা করছিলাম এই পোস্টে।
থ্যাংকু।
আবার লিখবো হয়তো কোন দিন
তারেক ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন তারেক। অসাধারণ সাবজেক্টিভিটির জন্যও...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আহারে , ছেলেটা বুড়ো হয়ে যাচ্ছে ...কয়দিন পরেই বিয়ে থা করে সংসারী হয়ে যাবে ..আহারে...।
সেটাই।
পিচ্চিগুলো বড় হয়ে যাচ্ছে, পিচ্চিগুলো কয়েকদিন পরে নিজেরাই বিয়েথা করে পিচ্চিদের আব্বু-আম্মু হয়ে যাবে
আবার লিখবো হয়তো কোন দিন
জ্বী! আমারো দেরকম ইচ্ছা। দোয়া রাখবেন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন ।
শুভ জন্মদিন তারেক।ভালো হোক।মঙ্গল হোক।
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
তারেক নামের সবাই দেখি খুব ভাল লিখে।
মুগ্ধ পাঠকের তরফ থেকে শুভ জন্মদিন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তারেক নামের সবাই ভালো লেখে।
তাতে তোমার কী?
তুমি তো আর তারেক না, কনফুসিয়াস।
আবার লিখবো হয়তো কোন দিন
ঠিক বলছো সৌরভ, ভাবতেছি নতুন কইরা আকীকা দিয়া ফেলমু নাকি একটা? নিজের নামে কেউ চিনে না, বড়ই জ্বালায় আছি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভিন্ন সাতটা রঙের রঙধনু,
অসংখ্য চাঁদ আর দেড়টা সূর্য আজ বলছে,
শুভ জন্মদিন, তারেক!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তারেক ভাইয়ের উপমার কথা কি বলতাম!! অসাধারণ টু দি পাওয়ার ইনফিনিটি। আমার অতি পছন্দের একজন লেখক...
শুভ জন্মদিন তারেক ভাই
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
তারেক নামের লোকেরা ভালো হয় জানতাম, যদিও মারাত্মকরকম ব্যতিক্রম কিছু আছে, যারা দেশ-জাতির পোঙা মেরে দেয় মারাত্মকভাবে। আশা করি তারেকবাবু বড় হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে। আপাতত জন্মদিনে শুকনা কাথা দেয়া হলো।
হাঁটুপানির জলদস্যু
ঠিক কথা। ইতনা ইতর লেড়কা হামসে নেহী দেখে গা...।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ব্লগের বিবেকের কাছে প্রশ্নঃ হিমু ভাই এত কাঁথা কই পায়?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন, তারেক!
শুভ জন্মদিন তারেক
তারেক ভাই,
নাও যদি পান পাঁচ তারকা
আপনি তবু আজ তারকা।
শুভ জন্মদিন
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন, তারেক।
তারেক রহিমের ব্লগ কেন জানি সবসময় চোখ এড়িয়ে গিয়েছিল! কয়েকটা লেখা তাই এখন পড়ে ফেললাম। দারুণ তো! সৌরভকেও অনেক ধন্যবাদ।
=============
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে"
শুভ জন্মদিন। ভাল থাকবেন ... বার্ধক্য ভয় পাবেন না ...
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ভয়ের কী আছে? একদিন আমিও জুবায়ের ভাইয়ের মত গল্পদাদু হব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন, তারেক রহিম।
এতো কম লেখেন কেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এমনি। বাসায় নেট থাকলে ব্লগেই লেখা হয় খালি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভ জন্মদিন তারেক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শুভ জন্মদিন তারেক ভাই।
~রেনেট
শুভ জন্মদিন তারেক ভাই...।
-নিরিবিলি
ছোট্ট তারেক,পিচ্চি তারেক-শুভ জন্মদিন ।
ভালো থাকিস
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বড় হাসান, বুড়া মোরশেদ ভাই - ভালো থাকিব।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন তারেক রহিম।
অনেক অনেক শুভেচ্ছা।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুভ জন্মদিন
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- ফিঙের ল্যাজওয়ালা তারেকের জন্য তার জন্মদিনে ধুসর গোধূলি'র আস্তিন হতে হাজার বরষা রাতের শেষে ভোরের অপার্থিব আলোর প্যাকেট মোড়া রাশি রাশি শুভেচ্ছা।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, আপনার আস্তিনের স্বাস্থ্য কামনা করি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমি স্বার্থপরের মত অজস্র মানুষের ভালবাসা গ্রহণই করে গেলাম শুধু। প্রিয় মানুষদের ভালবাসা প্রতিদানের অপেক্ষায় থাকে না সেটাই যা স্বস্তির। অনেকগুলো প্রিয় মানুষ যাদেরকে আমি কখনোই বলতে পারবো না কতটা পছন্দের তাঁরা... তাদের শুভকামনা সাথী হয়ে রইল। প্রিয় সৌরভ ভাই, এত চমৎকার একটা লেখা আমার জন্মদিনের সেরা উপহার হয়ে থাকলো। নিতান্ত অভাজন আমি, এই ভালবাসার প্রত্যুত্তর কীভাবে জানাতে হয় আমার জানা নাই। সুখের উপলক্ষ্য আমার তেমন আসে না তাই কৃপণের মত আপনাদের ভালোবাসাটুকু জমা করে রাখলাম। এইসব ঋণ পরিশোধ করতে হয় না... ভালোবাসার দাবী নিয়ে ঋনী হয়ে থাকার চাইতে সুখকর আর কিছুই নাই।
(বন্ধুর পিসি থেকে লিখতেছিলাম। আপাততঃ বিদায়। ক্লাস আছে।)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
'শুভ জন্মদিন' তারেক-কে। আর এই সুন্দর পোস্টের জন্য সৌরভকে ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জরমোদিন আরেকবার
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ জন্মদিন তারেক ভাই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন