মুখফোড় আইছে রে..

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ১১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:
মুখফোড় আইছে । চা-বিড়ি র সাপ্লাই যা লাগে, দিতাছি । --- তক্তা ধইরা পেরেক মারা শুরু করেন দাদা ।

মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি
সাধক শন্কুর চিলিম লাগবো। নইলে ভাব আইব কেম্বায়?
সৌরভ এর ছবি
মুখা, তাড়াতাড়ি ..আসেন । চিলিমের সাপ্লাই লিমিটেড ! ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

আসাদুজ্জামান রুমন এর ছবি
আমার কথা সেইটা না, আমার কথা হইলো মুখফোড় আর শোমচৌদা একলগে ক্যামনে আইলো? - ধুসর গোধূলি
ভাস্কর এর ছবি
স্বাগতম মুখফোড়! আমি আর প্রজাপতি পাশাপাশি চলি শাখায়; শঙ্কায়...

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

দ্রোহী এর ছবি

মুখফোড় - শমচৌদা, দুজনে দু'জনার!! হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

ভাস্কর লিখেছেন:

আমি আর প্রজাপতি পাশাপাশি চলি শাখায়; শঙ্কায়...

আমাদের প্রজাপতি তিথির কথা বলছেন? কনফু আপনারে খাইছে। Just Kidding!! হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।