এবারের মতো শ্রীলংকাকে ছেড়ে দিলাম, পরের বার আর ছাড়বো না

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ১২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্টেডিয়ামে উপস্থিত শ্রীলংকার সুদর্শনা তরুণীদের সৌজন্যে এবারের মতোন আমরা শ্রীলংকাকে সৌজন্য বিজয় দিয়ে দিলাম।
পরেরবার আর এইরকম সৌজন্য দেখানো হবে না।
দেঁতো হাসি

আপডেট-৩
দশটা পড়লো। শেষেরটা রানআউট। কী আর করা।

আপডেট-২
ভেউ ভেউ। মাশরাফি গেলো। ইনসুইং বলে হালকা টাচ কইরা দিয়া কট বিহাইন্ড।
যাইগা, আর দেখপো না খেলা।

আপডেট-১
পোস্ট ডিলিইট দিমু। সাকিব বোল্ড হৈসে। মাশরাফি আসলো।
৪০৩/৭
ভেউ ভেউ... মন খারাপ


আসল ঘটনা

সাময়িক পোস্ট। বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট চলছে।
ফোর্থ ইনিংসে বাংলাদেশ এখন ৪০৩/৬ । ক্রিজে আছে সাকিব-রহিম জুটি। কিছুক্ষণ আগে পার্টনারশিপ ১০০ হলো দুজনের। মুশফিকুর রহিম ৫৫, সাকিব ৯৬ ।

টার্গেট ৫২১। ফোর্থ ইনিংসে রান চেস করে জেতার রেকর্ড ৪১৭ বা আশপাশে কিছু একটা হবে।

এখনো দরকার ১১৩ রান। পঞ্চম ও শেষ দিনে ওভার বাকি আছে ৫০ এর মতো।
বাংলাদেশ কি পারবে নতুন ইতিহাস গড়তে?


মন্তব্য

শান্ত [অতিথি] এর ছবি

পারবে। আমরা আছি ওদের সাথে।

পথে হারানো মেয়ে এর ছবি

সাকিব আউট মন খারাপ(

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি আসছেন?
দারুণ সুসংবাদ দিলেন।
তো, আজ কার সাপোর্টার?

সৌরভ এর ছবি

ভেউ ভেউ। মাশরাফি গেলো। যাইগা, আর দেখপো না খেলা।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কই যাইবেন?

সৌরভ এর ছবি

যেইদিকে দুই চউখ যায়। মন খারাপ


আবার লিখবো হয়তো কোন দিন

অবাঞ্ছিত এর ছবি

নিয়মমত সাকিব ৯৬ রানে আউট... আর হইলো না... ... দীর্ঘশ্বাস

তাও দেখাইসে বটে
__________________________
I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্যার!
পোস্ট কেনো দিসেন?
আজকে বাংলাদেশ হার্লে আপনার খবর আছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সাকিব আউট মন খারাপ
এখন খুব কঠিন হয়া গেল ব্যাপারটা!
সব্দোষ সৌরভের! তিনি পোস্ট দিলেন আর আউট!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমি আপনার সাথে একমত।

এই সৌরভ "ব্যাপক কারচুপি" করে কারসাজির পোস্টে বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে।

সুবিনয় মুস্তফী এর ছবি

৪০৯/৮

হইলো না আর এই যাত্রা মনে হয় মন খারাপ
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সৌরভ এর ছবি

আমার কোন দোষ নাই। আমি বাড়িত একলা চিল্লাইতে পারতেসি না। তাই ভাই-বেরাদরদের ডাকলাম। মন খারাপ

সব দোষ আশরাফুলের। ওই শালা সকালে আউট হইসে ক্যানো? মন খারাপ


আবার লিখবো হয়তো কোন দিন

মুস্তাফিজ এর ছবি

একটা রেকর্ড তো মনে হয় হবার লাগসে, হারুক আর জিতুক, ৪র্থ ইনিংস এ সবচাইতে বেশী রান।

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

সেইটাও মনে হয় গেলো

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

মন খারাপ

এই পোস্ট যে দিসে তারে ধইরা .......... রেগে টং

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।