ওপারে মেঘলা পৃথিবী, এপারে বিক্ষিপ্ত মন আর ক্লান্ত দেহ।
যান্ত্রিক শবের সাথে মাখামাখি।
মুঠোফোনের চিৎকারে যে দিনের শুরু হয়, তার শেষ বলে কিছু থাকেনা। পুরোটাই প্রবাহের মতো।
শুরুটা-শেষটা বোঝার উপায় নেই ।
ছুটতে ছুটতে হারিয়ে ফেলি নিজের শেকড়।
মাঝে মাঝে ভাবতে বসি আকাশ-পাতাল, ছাইপাশ। পুরো জগতটাই হয়ে ওঠে আমার ভাবনা-ঘর।
নিজেরেই শুধাই,
"আমার আমি, আর কতো?"
উত্তর পাই না ।
আসলে, উত্তর থাকেনা এসবের।
"উত্তর থাকতে হয় না" - বেশি বেশি সত্যবান হলে এমনটাই বলা উচিত।
তবুউউউ.. ঘরে ফিরতে মন চায়।
ঘরে।
---------------
ঘরে ফেরার গান,
মহিনের ঘোড়াগুলি
অথবা গান ডাউনলোড করা যেতে পারে
এখান থেকে
গানের লিরিক- (কৃতজ্ঞতা :: হযু দা )
মন্তব্য
আবার লিখবো হয়তো কোন দিন
আবার লিখবো হয়তো কোন দিন
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আবার লিখবো হয়তো কোন দিন
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাল আছি, ভাল থেকো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাল আছি, ভাল থেকো।
আবার লিখবো হয়তো কোন দিন
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আবার লিখবো হয়তো কোন দিন
শেকল তো ভাঙ্গতে হবে কাউকে না কাউকে। গানটা আগে শুনিনি। এখন শুনছি।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আল্লার কসম, আমি এই শিরোনাম চুরি করি নাই।
নতুন মন্তব্য করুন