এইতো সেদিন! (ছেলেবেলা)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: শনি, ২১/০৬/২০০৮ - ১২:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. ময়ুর পালক
এইতো সেদিন! একটা ময়ুর পালক দিয়েছিল তানিয়া। বইয়ের মধ্যে রেখেদিলে একদিন নাকি সেটার বাচ্চা হবে! তারপর কেটে গেল অনেক দিন। বাচ্চা হলনা। তখন সে বলেছিল, শুধু মা দিয়ে তো হবে না। বাবাও লাগবে। অনেক খুজে পেতে একটা বাবা পালক জোগাড় করা হল। আবারো কেটে গেল অনেকগুলো দিন! তবুও বাচ্চা হল না। কেউ কেউ বলল, ময়ুর পালকটা বাজা। ‘বাজা’ মানে জানিনা। তানিয়া বলল, দেখিতো কোথায় রেখেছিস?
বই খুলে দেখালাম!
-এএ মা!! এ তো ধর্ম বই।
-তাতে কি?
-এইসব আরবী লেখার মধ্যে শুয়ে ময়ুর পালকরা বাচ্চা বানাবে কি করে? !!!
সমস্যাটা কোথায় বুঝিনা! তবে এরপর তাদের ঠাই হয় আমার বাংলা বইএ। যেখানে ষড় ঋতুর বর্ণনা দিতে দিতে থেমে গেছে বসন্তে! তারপর আবারো কাটে অনেক অনেক দিন...

ময়ুর পালকদের বাচ্চা হয়েছিল কিনা জানিনা। বসন্ত নয়, তাদের ঋতুতো বর্ষা। তবে তানিয়ার বিয়ে হয় একদিন। একদিন দুএকটা বাচ্চাও হয়ে যায় তার!

ওদের ঘরে মনে হয় কোন আরবী লেখা টানানো নেই...

২. ভোকাট্টা
বাড়িটা ছিল আমাদের একতলা। ভোকাট্টা ঘুড়ি গুলো তাই সব সময় আশে পাশের দু-তিন তলা বাড়ির ছাদে গিয়ে পড়ত। অথবা আটকতো কোন নারিকেল গাছে।

এইতো সেদিন! একটা ঘুড়ি ভুল করে আটকিয়েছিল আমাদের আন্টিনার বাশে। যেন একটা সত্যিকারের ঈদ ছিল সেটা!! সুতা ধরে টেনে নামাতে নামাতে সেই বিচ্ছিরী এন্টিনাটা ছিড়ে ফেলল ঘুড়িটাকে। সেদিন হাতে জড়ানো সুতার একাংশ ভিজে গিয়েছিল জলে। অশ্রু!

জানেন? আজ হুঠ করে আবার একটা ঘুড়ি পড়েছে আমাদের ছাদে! এই ঢাকা শহরে!! এইতো এখন পড়ে আছে পড়ার টেবিলে। কোথা থেকে উড়ে এসেছে কে জানে? কিন্তু কই? কিছুই তো মনে হচ্ছেনা! আসলে আমার ছেলেবেলাটাও হয়তো ভোকাট্টা হয়ে চলে গেছে কোথাও। এই ঘুড়িটার মতই...

৩. তৃতীয় চিঠি
এইতো সেদিন! আরবী শেখানোর জন্য এক হুজুর রাখল বাবা। সপ্তাহে ছয়দিন চলত দুজনের আপ্রান ব্যর্থ চেষ্টা! শেখানোর। আর শেখার। কিছুই শিখতে পারিনি সে সময়। তবে হুজুরের একটা কথা মনে আছে এখনো। চিঠির কথা!

মানুষকে নাকি সারা জীবনে চারটা চিঠি পাঠানো হয়। যেগুলো তাকে কিছু একটা মনে করিয়ে দেওয়ার কথা!! প্রথম চিঠিটা আসে যখন তার প্রতথম দাঁত ওঠে। পরের টা, যখন তার গোফ ওঠে। তৃতীয় চিঠি টা আসে যখন তার প্রথম চুল পাকে। আর চতুর্থ টা, যখন আবার দাত পড়ে যায়! হুজুরকে বলেছিলাম, মেয়েদের তো গোফ ওঠেনা তাদের কাছে কি চিঠি একটা কম আসে? সে বলেছিল, তাদের কাছেও চিঠি আসে। তাদের মত করে।

আজ সকালে হুঠ করে তৃতীয় চিঠিটা পেয়ে গেলাম!! বেসিনের আয়নার সামনে ঝুকে দাড়িয়েছি। হঠাৎ দেখলাম একটা পাকাচুল ব্রৃদ্ধ! ক্ষনিকের জন্য। তারপর কালো হয়ে গেল সব চুল। শুধু একটা বাদে। এটাই বোধ হয় সেই চিঠি।

বার্ধক্যের যে বীজ বুকে নিয়ে জন্ম হয়েছিল অনেক অনেক দিন আগে। আজ সেটা অঙ্কুরিত হল...




##
অফটপিকঃ নিঝুম কেমন আছে? কেউ জানেন? জানাবেন?


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

তৃতীয় চিঠি মনটা খারাপ করে দিল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

বুড়া হউয়া শুরু হইসে!! মনটাকে হয়তো বাচানো যাবে। তবে শরীর?? মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

১ নাম্বারেরটাতে ১০
২ নাম্বারেরটাতে ২০
৩ নাম্বারেরটাতে ০০০০০০০০০০০০০০০০০০ সহ ধন্যবাদ।
কারণ, আমার চুল পাকা আরম্ভ হয় ক্লাস ফাইভে থাকতে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

স্পর্শ এর ছবি

হা হা হা! তাইলে তো আপনি ২য় এর আগে ৩য় চিঠি পাইসেন!! দেঁতো হাসি
নাম্বার গুলার জন্য অনেক ধনব্যাদ! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

ইউনিক পোস্ট। চতুর্থ চিঠি আসার আগ পর্যন্ত এটা চলতে থাকুক।

আমাদের সবার বুকের ভিতরেই একটা করে শিশু ঘুমিয়ে আছে। যে কখনো বৃদ্ধ হবে না। ওই শিশুটিকে জাগিয়ে তুলতে পারলে মনে হয় আমাদের বহু ইহজাগতিক সমস্যা গলে যেতো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

হুম মনটা শিশুই আছে মনে হয়। হাসি

তবে শরীর... ইয়ে, মানে...
যদিও আমার বয়স কেবল ২৪ হইসে! খাইছে চুল পাকা নিয়ে চিন্তিত ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

প্রথমটা প্রথম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি


....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

উস্তাদ এইগুলা কি লিখছেন। আমি তো মুগ্ধ হইতে হইতে হার্টফেল খাইলাম।

এই লেখায় এতো ছুটু কমেন্ট এ কাজ হইতো না। ঘুম দিয়া আবার আরেকটা কমেন্ট লিখুম।

ও আইচ্ছা, আজকে আপনারে নিয়া একজনের সাথে অনেক কথা হইলো। হাসি

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্পর্শ এর ছবি

ঠিকাসে তাইলে! হাসি
ঘুম থেকে উঠে বড় করে কমেন্ট দিও। অপেক্ষায় থাকলাম!!

কার সাথে কি কইলা ? আমারে নিয়া !! অ্যাঁ
সুন্দরী মেয়ে দের সাথে কইলে অনেক গুলা ধইন্যা পাতা !! চোখ টিপি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

দিলেন তো একটা কাবজাব লাগাইয়া...

আমার সিগনেচারের নীচের লাইনটা খিয়াল করেন। আর সেইটা মাইনা চলার চেস্টা করেন। হাসি

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্পর্শ এর ছবি

এইডা কি তোমার বড় কমেন্টের নমুনা?? :-L
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

পুতুল এর ছবি

অসাধারণ। আর কিছু বলার নাই।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ! আপনার এই একটা শব্দই যথেষ্ট। হাসি

কিন্তু মাঝে ক'দিন শেরালী কে দেখিনি কেন?? চিন্তিত
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

susantho kaysar এর ছবি

janen apanar a lekha ta osadaron hoyachy.
susantho kaysar
gueast-writer

স্পর্শ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সুশান্ত কায়সার! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুশফিকা মুমু এর ছবি

ময়ুর পালক গল্পটা খুব কিউট দেঁতো হাসি
আসলেই ছোটবেলাটা কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল মন খারাপ
"আগে কি সুন্দর দিন কাটাইতাম"
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

হুম বুড়া হয়ে যাচ্ছি। মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফারুক ওয়াসিফ এর ছবি

স্পর্শ আপনার এ লেখাটা সত্যি স্পর্শ করে গেল। থ্যাঙ্কস!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

স্পর্শ এর ছবি

কমেন্টে জানানোর জন্য অনেক ধন্যবাদ। অনেক। হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

৩ নম্বরটা বেশি ভালো...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

আমার প্রিয় ১ম টা!
৩য় টা অপ্রিয় ! বুড়া হইতাসি!!! মন খারাপ ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

আমার অবশ্য চিন্তা নাই, চিরতারুণ্যের মত আমার তো আছে চিরবয়ঃসন্ধি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

দেখতে হবে না তোকে এই কথা কোন 'মহামনিষী' বলেছেন? চোখ টিপি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শৈশব থেকে শুরু করে এতো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া তো ঠিক হলো না। এটা আরো আরো লম্বা করা যেতো। লেখা ভালো লেগেছে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ! আসলেই প্রতিটা সেগমেন্টই হয়তো একটু বড় করে লেখা যেত। তবে আজকাল আর ধৈর্য থাকেনা। মুল কথাটা হুঠ করে বলে দিই। বুড়া হয়ে যাচ্ছিতো!! মন খারাপ

আর প্রতিটা সেগমেন্টেই আসলে প্রথমে পিচ্চি থেকে শুরু করে শেষে বুড়া হয়ে গেছি। খাইছে
তিন বার !! অ্যাঁ

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্নিগ্ধা এর ছবি

তিন নাম্বারটা মন খারাপ করে দেয়ার মত সুন্দর!

অফটপিকঃ নিঝুম কেমন আছে? কেউ জানেন? জানাবেন?

এখন আগের চাইতে একটু ভালো। ডাক্তার ওষুধ দিয়েছে, কাজ হলে আর সার্জারী লাগবে না।

স্পর্শ এর ছবি

স্নিগ্ধাপু ভালো লেগেছে জানানোতে আমি খুব খুশি।

নিঝুমের খবরটা জানানোর জন্য অনেক ধন্যবাদ! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইশতিয়াক রউফ এর ছবি

লেখাটা প্রকাশ হওয়ার পরপরই পড়লেও নিজের মন্তব্যটা লিখিনি ইচ্ছে করেই। আমি তো ভাই চতুর্থ চিঠিও পেয়ে গেছি ১০ বছর বয়সেই! হোক অ্যাক্সিডেন্টে, তবু তো ২ খান দাঁত খুইয়েছি! সেই অর্থে এটাকে চিঠি না বলে পিঙ্ক স্লিপও বলা যায় চাইলে।

স্পর্শ এর ছবি

আরে না না!! অইরকম খোয়ালে হবেনা। বুড়া হয়ে পড়া লাগবে। দেঁতো হাসি
আর মন্তব্য না লিখলে বুঝবো কি করে কেউ পড়ল কিনা!! মন খারাপ

সেই জন্য জরিমানা !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

প্রথমটা খুব ভালো লাগছে। দ্বিতীয়টাও ভালো লাগছে। কিন্তু তৃতীয়টা পড়ে মন খারাপ হয়ে গেলো।
-নিরিবিলি

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ নিরিবিলি! একই অনুভুতি আমারো ! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার সবচেয়ে বেশি ভালো লাগলো লেখার ভঙ্গিটা... খুব সুন্দর... স্পর্শ... আপনি কি কি হাবিজাবি এবিসিডি বানান... এইসব করতে করতে এত সুন্দর লেখেন কিভাবে?
শৈশবগুলো ফিরে ফিরে এলো... ভালো লেগেছে... এই সিরিজটা চালিয়ে যান... আরো বেশি করে মুগ্ধ হই...
ভালো থাকবেন।
নিঝুমের আপডেট জানানোর জন্য কৃতজ্ঞতা স্নিগ্ধার প্রতি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্পর্শ এর ছবি

কি যে বলেন !! ঐ সব এ,বি, সি,ডি হইলো চাপাবাজি ! খাইছে

লেখা ভাল লেগেছে জেনে আমি জারপরনাই খুশি! আপনাদের ভাল লাগবে সেটা ভেবেই লেখা। কথাটা কমেন্টে জানানোর জন্য অনেক ধন্যবাদ। উৎসাহ পাই! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবজান্তা এর ছবি

নাহ ! স্পর্শ ভাই দেখা যাচ্ছে একদম নোবেল বিজয়ী লেখকদের লেভেলে লেখা শুরু করে দিয়েছেন ! প্রথমটাই বেশি ভালো লাগলো , তবে শেষে এই লাইনটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি,


ওদের ঘরে মনে হয় কোন আরবী লেখা টানানো নেই...

চমৎকার লেখার জন্য জাঝা


অলমিতি বিস্তারেণ

স্পর্শ এর ছবি

হা হা হা!!
কি যে কউ !
কমেন্টএর জন্য ধন্যবাদ! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অচেনা কেউ এর ছবি

আজকে দিয়ে মোট ৪ বার পড়া হল লেখাটি।বেশি কিছু বলার নাই, অসাধারণ হয়েছে।আমার মাথায় এর চেয়ে আর কিছু মনে আসছেনা ভাই !!!

স্পর্শ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ভাই!!
আমার পড়াশুনা কম। যা মনে আসে লিখি সাহস করে।
এইসব কাচা লেখা কেউ পড়ে জানলে খুব ভাল লাগে! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- আমার নানী আর দাদা দু'জনেই চতুর্থ চিঠি পাওয়ার আগেই...

আমার অবস্থা তিন নাম্বারে এসে ঠেকেছে, তাও কয়েক কোটি বছর আগে। বুড়া হয়ে গেলামরে- আজও বধুয়ার খোঁজ পাইলাম না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

হুম বেশি বস পাবলিকদের অবশ্য আগে আগে পাকে!! দেঁতো হাসি

আর ব্যাপার না বধুয়ারাও বুড়ী হইতেসে!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চিঠি-ফিটি কোনও ফ্যাক্টর নয়। বয়সে তরুণ অনেককেই জানি, যাদের পেকে গেছে মনের চুল, মনের সবক'টি দাঁত পড়ে গিয়ে হয়ে পড়েছে ফোকলা থুত্থুড়ে বুড়ো হো হো হো

বয়স বিষয়ে সুকুমার রায়ের হযবরল থেকে উদ্ধৃতি:
... তোমার যেমন বুদ্ধি! আশি বছর বয়েস হবে কেন? চল্লিশ বছর হলেই আমরা বয়েস ঘুরিয়ে দিই। তখন আর একচল্লিশ বেয়াল্লিশ হয় না - উনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে বয়স নামতে থাকে। এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়েস বাড়তে দেয়া হয়...

আহা! এমন যদি সত্যি হতো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্পর্শ এর ছবি

হুম এইরকম অনেককে আমিও দেখেছি!!

আহারে আসলেই যদি এরকম একটাজগতে থাকতাম !! মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

এই লেখাটার আমার অনেকদিন মনে থাকবে। কতো সুন্দর। কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর! কত সুন্দর!

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্পর্শ এর ছবি

কি যে কউ মিয়া!! লজ্জা দেউ !!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ এর ছবি

একটি টেস্ট কমেন্ট ! দেখিতো পোস্ট হয় কিনা! প্রক্সি ইউজ করতেসি। অফিসে ব্লক করসে ত তাই! মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

আপ্নের এই লেখাটা মাথা থেকে যাচ্ছে না। আমি যদি এরুম করে লিখতে পারতাম। আপাতত ৩৬০ তে ট্রাই চালাচ্ছি। কিন্তু কিছুই হচ্ছে না।

টেস্টিং:

সিগ্রেট খাওয়া শিখেছি এসএসসির প্রি-টেস্ট পরীক্ষার পর। বৃহস্পতিবার মাঝ রাতে অল্টারনেট সিনিয়র কয়েকজন ব্লকে আসতেন। তারা খাওয়ার পড় কিয়দংশ পেতাম ভাগে। সেইটা নিয়ে দৌড়ে হাউসের পিছন। খুক- খুক দুইটা টান। মায়াময় একটা গন্ধ। তারপর আবার সাত দিন অপেক্ষা। তারপর আবার সেই গন্ধ, সেই খুক খুক। তখন থেকেই থেকে শুরু। সাত দিন এর পরিবর্তে প্রতিদিন। প্রতিদিনের পরিবর্তে প্রতিবেলা। কলেজে প্রত্যেকবার সেই ঘ্রাণটা পেতাম।

এখন আরও অনেক বেশী খাই। কিন্তু সেই সময়ের সেই গন্ধটা পাইনা। কোনদিন পাবো। সেই অপেক্ষায় আছি। পেতে আমাকে হবেই।

---------------------------------

শুভাশীষ দাশ এর ছবি

খুবই ভালো।

শুভাশীষ দাশ এর ছবি

মুগ্ধ হয়ে পড়লাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।