সে
[নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই সিরিজের সূচনা। দুই হাতে লেখার এক্সপেরিমেন্ট! যথারীতি আব্জাব গল্প। বিশেষত্ব হচ্ছে আমি ঘন্টায় কয়টা গল্প লিখতে পারি এটা তার একটা স্ব-পরীক্ষা। গল্পের মান সম্পর্কে তাই কোন নিশ্চয়তা দিতে পারছিনা। হিসাবের জন্য মোবাইলে টাইমার অন করেছি। টিক্ টিক্ টিক্ ... গল্প শুরু হলো!]
প্রথমে সে ছিলো না।
তারপর সে এলো।
এক অচিন আলোয় উদ্ভাসিত হলো চারিদিক। প্রশান্তির শীতল বাতাস বইতে থাকলো প্রতিটি প্রাণে।
তারপর সে চলে গেলো।
একটা প্রাচীন কুহকে স্তব্ধ হলো চরাচর। অস্তিত্বের প্রয়োজনে অন্ধকার পুষে রাখা কোনো উপাসনালয়ের নিসঙ্গ কোনে প্রার্থনার মৃদু ছন্দ তুললো কোনো ঘামার্ত পূজারি।
তারপর সে আবার এলো।
প্রেয়সীদের কন্ঠে এলো হাসি আর সুর।
তারপর সে আবার চলে গেলো।
সব বাদ্য থেমে গেলে বেয়াড়া প্রেমিকরা বাজাতে চাইলো তাদের প্রেমিকাদের।
ঠিক তখনই সে ফিরে এলো।
সকল সজীব আর নির্জীবদের মধ্যে ঘটে গেলো আবারো কিছু পৌনঃপুনিক ঘটনা।
তারপর সে আবার চলে গেলো।
তারপর আবার এলো।
তারপর আবার চলে গেলো।
কিছু বিহ্ববল পূজারি, কিছু হাস্যমুখর প্রেয়সী, কিছু বেয়াড়া বাদ্যোন্মুখ প্রেমিক আর আমরা সিদ্ধান্ত নিলাম, যেকোনো মূল্যে আমাদের একটা আইপিএস কেনা লাগবেই।
মন্তব্য
- কৎখন লাগলো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইয়ে, বেশি লেগেছে। ৮ মিন
বুড়া হচ্ছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
মাঝে মাঝে বড় হাসফাস লাগে। দেশ হিসাবে বাংলাকে যেসব কারনে আমার অসহনিয় মনে হয় তার মধ্যে একারনটা অন্যতম! :-<
বাংলাদেশ তো আরো অনেক কারণেই অসহনিয় । তবুও ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করতে চাই।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ভোগান্তি যে কী পরিমান, তা না দেখলে-না ভুগলে আসলেই বোঝা যায় না।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কি যে অবস্থা। জেনারেটর নষ্ট। আজকে একঘন্টায় ২১ বার কারেন্ট আসছে গেছে। আর সাপ্লাইয়ের কারেন্ট তো থাকেই না।
আপনার দুই হাতে লেখা আবার শুরু হয়েছে দেখে আনন্দ পাইলাম। এইজন্যই জ্ঞানীরা বলে চাকরি করার উচিত না। ক্রিয়েটিভিটি নষ্ট হয়। B-)
কথা সত্য চাকুরী করলে ক্রিয়েটিভিটির বারোটা। কিন্তু মিয়া দিলা তো খবর ফাঁস কইরা এখন তো যতো ক্রিয়েটিভই লিখিনা কেন! মেয়ে পটাতে পারবো না।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
৮ মিনিটে এর চেয়ে ভালো জিনিস সম্ভব না।....
না না ....লেখা যথার্থই ভালো হয়েছে। মারহাবা!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
আরিব্বাহ্, তুমি মিয়া আট মিনিটে যা লিখসো, আমার পেটে গ্রেনেড মারলেও, আট ঘন্টাতেও তা বাইর হইত না। তুমি আসলেই একটা বস!
তোর স্ট্রাইক রেট কমতাছে রে...আগে তো এই সময়ে আরো মজাদার কয়েক্টা গল্প লিখতে পারতি...
আমি নিজে আট মাসেও এমুন গল্প লিখতে পার্তাম না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
মিয়া এই মিরপুরে আইসা থাকলে বুঝতা।
এই লেখাটা কতো মজাদার!
মজার গুতায়ইতো আমার হাল খারাপ হয়ে যাচ্ছে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
নাকি ইদানিং পাঠিকাকূলের অভাব
জব ছেড়ে দিছিস, এখনতো মজাই মজা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ভাল লাগল...
তাহসিন গালিব
কতদিন পর আবজাব!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
মাত্র মিনিটে এমন জিনিস!
(গুরু)
হুম। আইপিএস!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ব্যাপক...
চালান গুরু...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
দারুন
ঢাকার বাইরে চলে যান । বিদ্যুতের অবস্থা অনেক ভাল । আর বিদ্যুৎ যখন থাকেনা তখন বাতাস গায়ে লাগান যায় । ঢাকায় এইসব জিনিসের খুব অভাব
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কি রোম্যান্টিক লাগছিলো...
আইপিএস- এর কথা ক্যান কইতে গেলেন?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনে এখন অন্য ডিভিশনের প্লেয়ার। আবজাবত্ব ফিরাইয়া আনার চেষ্টা কইরা লাভ নাই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনারে আমি খাইসি!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
দুই হাতে প্রশংসা বিলাইয়া গেলাম। চাকরি গেসে ভাল হইসে। এখন বসে বসে খালি আবজাব লিখেন।
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
ধুরো মিয়া। চাকরি যাবে কেন!! ছাইড়া দিসি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
মিনিট গুনে গুনে গল্প লেখা?
দারুন তো
আমি তো মাস গুনে গুনে ও পারিনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পুরোনো সাবান নতুন মোড়কে-টাইপ লাগলো !!!
তুমি আই.পি.এস. ছাড়া থাকো কেমনে??? :O
নতুন মন্তব্য করুন