উটকোবিতা -১: বৃষ্টিদুপুর

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ২৩/০৬/২০১০ - ১১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এসব তো কবিতা নয়। একেবারেই উটকো কিছু যেন। কবিতা কি সবার হয়? নাকি হতে আছে? তবে কত অনুভুতি যে সবার মনেই আসে। কে তার ঠিকুজি রাখে! অবশ্য ঠিকুজি না রাখলে কী হবে, কিছু বোকা লোক ঠিকই তার ফর্দ করতে বসে। আমারগুলো না হয় সেই বোকার ফর্দই হোক]

বৃষ্টিদুপুর

তোমায় নিয়ে আজ দুপুরে হঠাৎ করেই স্বপ্ন এলো,
রংধনুরং মেঘের ভেলায়
বৃষ্টি এলো।
সৃষ্টি হলো ঘাস-মাটিতে অচেনা সুখ
নির্জনতায় মনের পাতায় সেই প্রিয়মুখ।

ছায়ায় ঢাকা ছাদপাঁচিলে কফোঁটা জল
কফোঁটা জল জানলাকাচে অশ্রুসজল,
কফোঁটা জল সবুজ পাতায়
বেঞ্চে রাখা লেখার খাতায়,
আর কফোঁটা মনের কোণে
সিক্ত চোখে সঙ্গোপনে।

নোনা স্বাদে ভিজিয়ে গেল হৃদয়খানি
টাপুর-টুপুর বাজলো নূপুর বৃষ্টি পানি।

বানান কৃতজ্ঞতা: অতন্দ্রপ্রহরী ও যাযাবর ব্যাকপ্যাকার


মন্তব্য

সুরঞ্জনা এর ছবি

চলুক
..............................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বুনো মনে হয় বেশ কিছু বানান ধরিয়ে দেবে চিন্তিত
তবে বলে যাই, স্বপ্ন দেখে বৃষ্টি নামান যাচ্ছে বুঝি ইদানিং? ভালই তো! তা হলে একটু আমাদের শহরে এসেন, আমরা ইদানিং ভরা মৌসুমেও বৃষ্টি নামার অপেক্ষায় চাতক হয়ে থাকি! ইয়ে, মানে...

ভাল লাগল স্বপ্ন-বৃষ্টির কবিতা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্পর্শ এর ছবি

থ্যাঙ্কু হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মহাস্থবির জাতক এর ছবি

উটকোবিতার পর ছাগুবিতার অপেক্ষায় আছি।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

স্পর্শ এর ছবি

ঠিকাছে, লিখবো। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নীল রোদ্দুর এর ছবি

কবিতা এবার সচলে
কবিতা যখন প্রকাশ হয়, তখন পড়ে পাঠকে। হাসি

একাকীত্বের অভিসারে

একাকীত্বের অভিসারে আমি ছুটে গেছি
সেই তুমুল বর্ষার মাঝে,
ভেজা মনে হাটু গেড়ে
জল মেখেছি আঁজল ভরে,
পূজারিনীর ভঙ্গিতে।
প্রার্থনার সুরে গেয়েছি প্রানপণে,
প্রানহীন অস্তিত্বের বন্দীশালা যাক ভেঙ্গে।

আমায় একটুখানি ঠাঁই দেবে
জীবনের প্রানোচ্ছল প্রানহীন প্রতি স্তরে?
তোমার বুকের পাঁজরে?
আমি তোমাকেও ভেজাবো,
আমার তীব্র প্রার্থনার বৃষ্টি জলে।
.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

স্পর্শ এর ছবি

সুন্দর হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সিরাত এর ছবি

ম্যাথমেটিকালি বুঝান তো দেখি কবিতাটা! চোখ টিপি

স্পর্শ এর ছবি

Mathematics is poetry itself!
এ বিষয়ে আমার চিন্তা নিয়ে গতকাল এটা লিখলাম। পড়ে দেখতে পারেন ইন্টারেস্টিং মনে হলে হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

অন্যরকম।বেশ ভালো লাগলো।

[বিষণ্ন বাউন্ডুলে]

স্পর্শ এর ছবি

ধন্যবাদ হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ লাগলো!
আমার মনটাও ভিজে গেলো। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্পর্শ এর ছবি

ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুহান রিজওয়ান এর ছবি

ভাইয়ের আইকিউএর য্যামন তল পাই না- কোবতেরও তেমন তল পাইনে...

_________________________________________

সেরিওজা

স্পর্শ এর ছবি

সিরিজের নাম অতলকবিতা দেওয়া যাইতো! চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনন্দী কল্যাণ এর ছবি

ভাল লাগল বোকার ফর্দ হাসি

স্পর্শ এর ছবি

ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

বাহ্ বাহ্ ! কবিতায় স্পর্শের ঘ্রাণ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ রণদা!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মর্ম এর ছবি

যদিও উট নাই, কোবতে ভাল লেগেছে পড়তে। উট না থাকাতেই তো বৃষ্টির দেখা পাওয়া গেল, ওটাই বড় কথা! চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভাল্লাগছে... আজকে বেশ মেঘলা মেঘলা দিন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্পর্শ এর ছবি

এখানেও... হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পল্লব [অতিথি] এর ছবি

ওয়াও!!! একেই বলে কবিতা!!! পুরোপুরি কাব্যিক... সাধু সাধু... হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।