আহ্বান

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: সোম, ১৯/১১/২০১২ - ১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অংক শেখ বালক। তোমার যদি ড্রোন না থাকে, তোমার কথার অর্থ নেই। তুমি যদি না জানো গ্লোবাল পজিশনিং সিস্টেম কীভাবে কাজ করে, যদি না জানো কিভাবে স্যাটেলাইট ইমেজের উপর মাউসের দুয়েক ক্লিকে মুছে ফেলা যায় পুরো একটা জনপদ। তাহলেও তোমার কথার অর্থ নেই।

শুধু তোমার কথার না, অর্থ নেই তোমার গানেরও। অ্যাজটেক বা ইনকারা কী গান গেত কে জানে। তোমার গানও ভুলে যাবে মানুষ। আর যাবেই বা না কেন। যে সব যন্ত্রে তুমি গান গাও, বা গান শোনো, সেগুলো কি তুমি বানাতে পারো? পারে তোমার জাতির কেউ? লজ্জা করে না?

একদিন মানুষ তার জাতপাত সীমানা প্রাচীর ভুলে সত্যিকারেই মানুষ হয়ে উঠবে ঠিক ঠিক। কিন্তু সেই দিন এখনো আসেনি।

যে বর্বরতা ঘটে চলেছে পৃথিবীর আনাচে কানাচে। একে একে প্রতিটি দুর্বল জাতিকেই সম্মুখীন হতে হবে তার। আজ অথবা কাল। জেনে রেখ, হানাদারেরা যখন অস্ত্র হাতে ঝাপিয়ে পড়ে, তাদেরকে ঠেকাতেও হয় সেই অস্ত্র হাতেই। এই উচ্চ প্রযুক্তির যুগে গণিত না জানা মানুষ আর নিরস্ত্রমানুষের মধ্যে আর কোনো পার্থক্য নেই। তারা সব হায়েনার খাদ্য।

যে শিশুটির হাসি দেখে তুমি আপ্লুত হও, জেনে রেখ শুধু মাত্র একদল গণিত জানা মানুষই এমন ব্যবস্থা করতে পারে যেন কোনো ড্রোন এসে কেড়ে না নেয় সেই হাসি। একদল গণিত জানা মানুষই বের করতে পারে কীভাবে ভূপাতিত করতে হয় উড়ে আসা শত্রু মিসাইল।

শান্তির সময়ে গণিত তোমাকে দিতে পারে শুদ্ধতম কবিতা। আর আক্রান্ত হলে নিঃছিদ্র প্রতিরক্ষা।

গণিত তোমার কণ্ঠে যোগ করতে পারে সারবস্তু। নইলে তোমার যাবতীয় হুঙ্কার স্রেফ অর্থহীন আস্ফালান মাত্র। গণিত তোমাকে নিয়ে যেতে পারে মহাকাশে, কিম্বা গহীন সাগর তলের অপূর্ব অজানা জগতে। গণিত তোমাকে করতে পারে শক্তিশালী। দেখিয়ে দিতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার।

গণিত তোমাকে অধিকার বঞ্চিত অবমানব থেকে করে তুলতে পারে একজন সবল মানুষে। দুর্ভাগ্যের বিষয় এটা তোমাকে পরিণত করতে পারে শক্তিশালী অমানুষেও। তুমি মানুষ হবে নাকি অমানুষ হবে সেই প্রশ্ন আসে টিকে থাকার মত শক্তিশালী হয়ে ওঠার পরে। কিন্তু শক্তিহীন অবস্থায় তুমি স্রেফ একজন অক্ষম অবমানব। তুমি বিলুপ্তির পথের যাত্রী।

তবে গণিত শেখা প্রচণ্ড আনন্দময় হলেও, যুদ্ধ জেতার মত শ্রমসাধ্য।


মন্তব্য

তানজিম এর ছবি

দুর্দান্ত ! মনে দাগ কেটে যায় এমন একটা লেখা।

স্যাম এর ছবি

চলুক চলুক হাততালি

তোফায়েল এর ছবি

বিজনেসের স্টুডেন্ট হয়ে পড়াশুনা শেষ করে চাকুরি খুজতে গিয়ে দেখি, ভাল চাকুরির জন্য গণিত জানা লাগবে। ওঁয়া ওঁয়া

অতিথি লেখক এর ছবি

ইচ্ছে করছে আবার নতুন করে শিখি । গুরু গুরু চলুক

ফুল ভলিউম

মৃত্যুময় ঈষৎ এর ছবি

গণিত তোমাকে অধিকার বঞ্চিত অবমানব থেকে করে তুলতে পারে একজন সবল মানুষে। দুর্ভাগ্যের বিষয় এটা তোমাকে পরিণত করতে পারে শক্তিশালী অমানুষেও। তুমি মানুষ হবে নাকি অমানুষ হবে সেই প্রশ্ন আসে টিকে থাকার মত শক্তিশালী হয়ে ওঠার পরে। কিন্তু শক্তিহীন অবস্থায় তুমি স্রেফ একজন অক্ষম অবমানব। তুমি বিলুপ্তির পথের যাত্রী।

তবে গণিত শেখা প্রচণ্ড আনন্দময় হলেও, যুদ্ধ জেতার মত শ্রমসাধ্য। চলুক

যুদ্ধে মানুষ মরতে মরতে কতশূন্য হয়ে গেলে পৃথিবীতে সকল যুদ্ধ শেষ হয়ে যাবে? মন খারাপ


_____________________
Give Her Freedom!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গণিত হচ্ছে একটা ভাষা। এই ভাষা না জানলে বিজ্ঞান বা প্রযুক্তি পড়া যাবে না - শেখা যাবে না। এই ভাষা না জানলে পৃথিবীর বেশিরভাগ সমস্যাকে সমাধানসাধ্য আকারে প্রকাশ করা যাবে না। এই ভাষা না জানলে জ্ঞান-বিজ্ঞানের জগতে মুক হয়ে থাকতে হবে। অথচ যারা আমাদের গণিত শেখান তাদের কতজন এটা যে একটা ভাষা সে'কথা মাথায় রেখে শেখান? আর কতজন ফর্মুলা মুখস্থ করিয়ে বা সমাধানটাই মুখস্থ করিয়ে শেখানোর চেষ্টা করেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্পর্শ এর ছবি

"অথচ যারা আমাদের গণিত শেখান তাদের কতজন এটা যে একটা ভাষা সে'কথা মাথায় রেখে শেখান?"

এটা সত্যই দুর্ভাগ্যজনক। আমি খুব কম গণিত শিক্ষকের সংস্পর্শ পেয়েছি যারা গণিতকে এমন অবজেক্টিভলি দেখতে পারতো। তবে এখন যুগ পালটেছে। কারো এলাকায় ভালো গণিত শিক্ষক না থাকলেও, সে চাইলেই শিখে নিতে পারে সবকিছু। পৃথিবীর সেরা শিক্ষকরা এখন স্রেফ কয়েক ক্লিক দূরত্বে। এটা করা যায় যেকোনো বয়সেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই।

ছোটোবেলায় একা একা গণিত নিয়ে খুব উচ্ছসিত থাকার কারণে, বন্ধু বান্ধবরাই কেমন দূরে ঠেলে দিতো দেখেছি। এখন ছেলেমেয়েরা বন্ধুর জন্য শুধু তার আশেপাশের এলাকাবাসী আর ক্লাসমেট ছেলেমেয়েদের উপর নির্ভর নয়। চাইলেই দূর দূরান্তের আরো কিছু মানুষের সংস্পর্শ তারা পেতে পারে, যারা তার মত একই বিষয় নিয়ে উচ্ছসিত, পরিশ্রমী এবং সাহসী।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

শাফায়েত এর ছবি

দারুণ!! এটার সাথে যোগ করতে চাই "প্রোগ্রামিং ও শিখো, তুমি জানতে পারবে কিভাবে জগতের সবথেকে শক্তিশালী যন্ত্রটা কাজ করে, খালি ফেসবুকে ঘুরে সময় অপচয় করোনা"।

শমশের এর ছবি

গুরু গুরু

নীড় সন্ধানী এর ছবি

পৃথিবীর সবচেয়ে বড় দাবানল ঘটাবার ক্ষমতা আছে একমাত্র গনিতেরই। গনিতের শক্তি অসীম।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অগ্নির এর ছবি

অসাধারন !

অনার্য সঙ্গীত এর ছবি

গণিত জানা মানুষেরা তো কারো ক্ষতি করতে আসে না। মানুষ মারতে আসে জলপাই আর রাজনীতিক। গণিতবিদের কী দোষ? মানুষ আত্মরক্ষার জন্য গণিত শিখবে সে হতে পারে। কিন্তু মানুষের শত্রু কখনো গণিতবিদরা তো নয়! গণিত মানুষকে বাঁচিয়ে রাখে। প্রতিদিন, প্রতিমুহূর্তে।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি
ইয়াসির আরাফাত এর ছবি

জলপাই কখনো নিজেই শাসক, কখনো নেপথ্য শাসক, কখনো রাজনীতিকের হাতের পুতুল।
গণিতবিদেরা জীবনধারণের জন্য রাজনৈতিক চক্রে বন্দী। তারা সরাসরি কখনোই কারো ক্ষতি করতে আসে না বা পারে না, কারণ গণিতের বাইরে তাদের আর কিছুই জানা নেই, না রাজনীতি না অর্থনীতি।

তীরন্দাজ এর ছবি

জেনে রেখ শুধু মাত্র একদল গণিত জানা মানুষই এমন ব্যবস্থা করতে পারে যেন কোনো ড্রোন এসে কেড়ে না নেয় সেই হাসি।

তাহলে অনেক অনেকে এরকম গণিত জানা মানুষ চাই আমি!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নীলকান্ত এর ছবি

বলিয়া লাভ নাই, পোড়া এই দেশে সকলে গণিত শেখে বাপের নয় নিজের টেকা গুনার জইননে।


অলস সময়

অতিথি লেখক এর ছবি

লেখা অসাধারণ লাগলো।
অথচ দেশে বিজ্ঞানেরই শিক্ষার্থী কমছে আশঙ্কাজনক হারে। গণিতের মত মৌলিক বিষয়তো দৃষ্টির আড়ালে।

রামগরুড় এর ছবি

হুম্ম অংক শেখা লাগবে, বুঝলাম -- তবে তার সাথে ড্রোন আর মিসাইলের সম্পর্কটা ঠিক বুঝলাম না।

ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা গণহত্যার শিকার হয়েছিল, তারা কিন্তু অংক কষায় বেশ ওস্তাদ সেই বহুকাল আগ থেকেই।

ইদানিংকালে দুনিয়ার আনাচে কানাচে অনেকেই দেখি বেশ দৌড়ের উপ্রে আছে -- লেখাটা কি তাদের উদ্দেশ্যে কিনা বুঝা গেল না।

অতিথি লেখক এর ছবি

গণিত শেখা জরুরী মুখস্থ নয়। পাণ্ডব দা'র এই লাইনটা দাগ কেটেছে

অথচ যারা আমাদের গণিত শেখান তাদের কতজন এটা যে একটা ভাষা সে'কথা মাথায় রেখে শেখান? চলুক
লেখা দুর্দান্ত হয়েছে স্পর্শ দা

অমি_বন্যা

বন্দনা এর ছবি

দারুণ লিখেছিসরে।

ইয়াসির আরাফাত এর ছবি

চমৎকার লেখা উত্তম জাঝা!

বাবলী  এর ছবি

শান্তির সময়ে গণিত তোমাকে দিতে পারে শুদ্ধতম কবিতা। আর আক্রান্ত হলে নিঃছিদ্র প্রতিরক্ষা।

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া (‌‌Y)

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখাটা খুবই ভালো লেগেছিল। অনেক দিন পর লগইন করার এই সুযোগে সেটা জানিয়ে গেলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।