আঁকটোবর

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: রবি, ৩০/১০/২০২২ - ৬:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁকটোবর ফুরিয়ে যাবার আগেই তুলি হাতে নিলাম। কোল্ড প্রেসড কাগজে কালির ওয়াশ।

ছবি: 
03/04/2008 - 11:53পূর্বাহ্ন

মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাহ্! দারুন তো

স্পর্শ এর ছবি

ধন্যবাদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

নীড় সন্ধানী এর ছবি

আপনার হাত তো রীতিমত পেশাদার আঁকিয়ে। আমি পাহাড়ের রেখা আঁকতেই হিমশিম খাই।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্পর্শ এর ছবি

কী যে বলেন! এটা রীতিমত ফাঁকিবাজি করে আঁকা পাহাড়।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অল্প দিয়ে অনেক বিশাল কিছুর প্রকাশ... দারুণ হয়েছে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।