ডিয়ার আ্যলেন গ্রীনস্প্যান
তোমার পশ্চাত দেশে কেন গদাম করে দু'টো লাথি মারা হবেনা , তার কোনো কারণ কি তুমি আমাকে দেখাতে পারো?
পৃথিবীর এই কুতসিত তম গ্লোবাল রিসেশনের নব্বই ভাগ দায় আমি তোমার ঘাড়ে চাপালাম।
তুমি যেদিন মরবে, আমি উতসব করবো।
প্লীজ, তুমি মরো। পৃথিবী থেকে একটা জঞ্জাল দূর হোক!
মন্তব্য
একটু বিস্তারিত বলবেন প্লীইইইজ।
এই যে এলান গ্রীনস্প্যান , ইউনাইটেড স্টেটস অফ ভয়ংকর আমেরিকার দৌলতখানার প্রধান তত্বাবধায়ক ।
গ্রীনস্প্যানকে বিষয়ে বলছেন পল ক্রুগম্যানঃ
ধন্যবাদ সেঁজুতি ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গ্রীনস্প্যানের ঘ্যানঘ্যানানি শুনতে পারেন এখানে, তার স্বীকারোক্তি স্টুপিড ইডিয়ট একটা।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
কত লোকের যে সর্বনাশ করলো এই লোকটা এখন তার "যা করেছি ভুল করেছি" শুনতে সত্যিই গর্ভস্রাবের মতো লাগছে। আজকে আরো পাঁচশো লোক চাকরি হারালো এ দেশে।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
নতুন মন্তব্য করুন