কৃষ্ণ

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: বিষ্যুদ, ২০/১১/২০০৮ - ১২:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঋতুপর্ণের গল্প বলার ভঙ্গি আমাকে সব সময়ই টানে। ওঁর ছোট ছোট দৃশ্যপটে অদ্ভুত ডিটেইলসে জীবনকে তুলে ধরার ক্ষমতা মোহান্বিত আর ঈর্ষাকাতর দুই ই করে। তারপরেও কুশীলবের তালিকা দেখে বহুদিন গড়িমসি করেছি এই ছবিটা দেখা নিয়ে। গত পরশু থম্ ধরা মেঘমেদুর আকাশের মন ভার নিয়ে ঠান্ডা আর অন্ধকারকে সঙ্গী করে দেখলাম... ...... .......

প্রতিটা শব্দ, শ্বাস, কথা , সুর আর মুহুর্তকে অনুভব করলাম।
জানিনা কেন, অনেক দিন ..... .............. আসলেই অনেক দিন পর আবার আবিষ্ট করে রাখলো ছবিটা । শেষ হবার পর বেশ কিছুক্ষণ ছিলাম , থম্ ধরে আকাশের মতো আমিও। হঠাত চম্ কে উঠে দেখি চোখের জল গড়িয়ে কখন বুকের কাছটা ভিজিয়ে দিয়েছে। এই প্রথম বারের মত মনে হলো:

মুছে কি হবে, থাক্ না ওই সময় টুকু, একান্তই আপনার হয়ে!

Get this widget | Track details | eSnips Social DNA

রেইনকোট সিনেমার প্রিল্যুডে গান টি শোনা যাবে এখান থেকে
শিল্পী - শোভা মুদগাল
বাণী- ঋতুপর্ণ ঘোষ

প্রভাতে কি মনে হ'লো আজ
গোকূলে ফিরিছে মথুরা রাজ
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?
মনোহর বেশ ছেড়ে নন্দ রাজ
শিরঃচ্যুত করে সুন্দর তাজ
ভূমি প'রে রাজদন্ড ফেলে আজ
ফের কেন বাঁশরী বাজাও?
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?

কোন্‌ সে অনন্য গীত গায় পিক কোকিল
রাজপাট করে ধূলির শামিল
বিরহ লাগি ফের হৃদয় আকুল
রাজ কাজে মন না লাগাও
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?

পুরনারী সারি ব্যাকুল নয়ন
কুসুম শয্যা লাগে কন্টক শয়ন
মাঝরাতে মাধবের জগত অশরণ
আধ রাতে সারথি ডাকাও?
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?

ধীরে ধীরে পহুঁছিলে যমুনার তীরে
শুনশান পনঘট মৃদুল সমীরে
খান খান মাধব বিরহ মদিরে
তারে কেন ভুলিতে না পাও?
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?

তোমারই রাধা আজ পরঘর নারী
দুগ্ধ নবনী ঘৃত দিনভ র তারই
বিরহাশ্রু মুছি পেয়ে গেছে পারই
ফের কেন বেদনা জাগাও?
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও?
মথুরা নগরপতি কেন তুমি গোকূলে যাও??

নভেম্বর ২০, ২০০৮। বৃহস্পতিবার বিকেল ৫টা ।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

"রেইনকোট" সিনেমা-টা অনেক প্রত্যাশা নিয়ে দেখেছিলাম, মোটামুটি ভালও লেগেছিল। তবে সবচেয়ে ভাল লেগেছিল এর সঙ্গীত- যতদূর মনে পড়ে- দেবজ্যোতি মিশ্র ছিলেন এর সঙ্গীত পরিচালক।

গানটা আমার খুবই প্রিয়, তবে আমি শুনেছি হিন্দী ভার্সনটা। আপনি এখানে যেটা দিলেন, সেটা মনে হয় বাংলা, কথাগুলো দেখে বলছি। শোনা হয়নি আগে, তবে এখন শুনে ফেলব।

ss এর ছবি

না, গানটি হিন্দিতেই, বাংলা আমার ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত বাংলা করেছেন তো গানটার! চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নাহ্... এইবার সময় কইরা ল্যাপটপটা সারাই করতেই হইবো... গান শুনতে পারতেছি না লিঙ্ক থেকে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

এখনো ঠিক করান নাই! আচ্ছা, এরপর যেদিন দেখা হবে, ওইদিন আরেকটা ট্রাই মাইরা দেখবনে। বাড়ির পাশে দুই'দিন থাকলেন, বুদ্ধি কইরা ল্যাপটপটা নিয়া আসলেই হইত।

কনফুসিয়াস এর ছবি

ছবিটা আমারও খুব প্রিয়। আমি গানটা বাংলায় শুনবো বলে আগ্রহ নিয়ে ক্লিক করলাম, দেখি হিন্দিটাই। মন খারাপ

ঋতুপর্ণের গল্প বলার ভঙ্গি আমাকে সব সময়ই টানে। ওঁর ছোট ছোট দৃশ্যপটে অদ্ভুত ডিটেইলসে জীবনকে তুলে ধরার ক্ষমতা মোহান্বিত আর ঈর্ষাকাতর দুই ই করে।

কথা সত্য। আমি উৎসব আর শুভ মহরৎ দেখে বারে বারে মুগ্ধ হই।
এই ছবির মূল গল্পটা অবশ্য ও হেনরীর ( তাই-ই তো, নাকি?)
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

s-s এর ছবি

কনফু, গল্পটা চিরচেনা গিফট অফ দ্য ম্যাজাই- ই কিন্তু ছোটগল্প সুনিপুণ ভাবে বলার ক্ষমতা সবার থাকেনা। আমি বলা যায় ধীরে ধীরে গল্পটায় ডুবেছি। সেটা পুরোপরিই ঋতুর বলার মুনসিয়ানা। অজয়ের নীচুলয়ের অভিনয় এই ছবির বিশেষ সম্পদ বলে মনে করি। ঐশ্বর্যের নিষ্পাপতা এবং চোখ আর শারীরিক কাজে সেটা ফুটিয়ে তোলাও কখনও কখনও ও হেনরীকে ছাড়িয়ে শুধুই ঋতুপর্ণের ক্রিয়েশন হয়েছে, সেটাও, সবচাইতে বড় কথা অভিনয় কখনই গল্পটাকে ছাড়িয়ে যায়নি, সব সময়ই পরিপূরক হয়ে থেকেছে, আবিষ্ট করে শেষ পর্যন্ত গল্পটাই , এজন্যই হয়তো আবার অনেকদিন পর আবার দেখতে ভালো লাগবে ছবিটা।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

নির্বাক এর ছবি

গানটাতো ভালই, অনুবাদটাও ভাল হয়েছে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

হাসান মোরশেদ এর ছবি

অনেক শুনেছি, কিন্তু সিনেমাটা শেষ পর্যন্ত দেখা হয়নি ।
হিন্দী বুঝিনা কিন্তু সেঁজুতির এই অনুবাদ তো দুর্দান্ত হয়েছে ।
কেমন ধ্রুপদ আঙ্গিকের ছোঁয়া শব্দ বাছাই ও বাক্য নির্মানে । দারুন!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমার মত ইংলিশ সাবটাইটেলে দেখুন। হিন্দী আমিও বুঝিনা।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

s-s এর ছবি

আমি হিন্দি দেবনাগরী অক্ষর একবার পড়া শিখেছিলাম, চর্চাবিহনে ভুলে গেছি প্রায় সবটাই, মোরশেদ, বলতে ঢোকা হিন্দি তে কিন্তু সংস্কৃত শব্দ প্রচুর, বাংলার মতই। কিছুটা ধ্রুপদ আঙ্গিকেই হয়তো গানটা করা যেহেতু বিশ্বসাহিত্যের গল্পের চিরন্তন আবেদন বজায় রাখতে হবে, তাই বোধ করি শুদ্ধ ভাষার সঙ্গীত পরিচালকের পছন্দ ছিলো। আর আমার অনুবাদের ব্যাপারে আপনি খুবই উদার দেখা যাচ্ছে হাসি , ধন্যবাদ, অনেক হাসি
এ প্রসঙ্গে আরো বলি , মালয়ালাম ভাষায় করা একটু দুর্দান্ত ছবি দেখছি, এটিও মডার্ণ ক্ল্যাসিক , ভাষার দূরত্বটুকুকে মেনেই ,নাম বাণপ্রস্থ , আমরা লস্ট ইন ট্রানস্লেশন ( আক্ষ রিক অর্থেই হাসি ) হওয়ার হাত থেকে বাঁচাতে সাবটাইটেল ভালোই কাজ দিচ্ছে। আপনি সাবটাইটেলে নিশ্চিন্তে রেইনকোট দেখতে পারেন।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পুরুষ পাঠকদের প্রতি। "রেইনকোট" দেখছেন এমন একজন নারী দর্শক খুঁজে বের করুন এবং তার কাছ থেকে মুভিটি সম্পর্কে honest opinion নেবার চেষ্টা করুন। যদি সত্যি তিনি তা বলেন (সত্য বললে আপনি বুঝতে পারবেন), তাহলে আপনি একটু অবাক হয়ে যাবেন আপনার জানার ঘাটতি দেখে।

সবার প্রতি। আমরা অল্প বয়সে মোহকে এবং বেশি বয়সে পারস্পারিক নির্ভরতাকে ভালোবাসা বলে ভুল করি। ভালোবাসা এর চেয়ে ভিন্ন কিছু। বিশ্বাস না হয় "রেইনকোট" আরেকবার দেখুন।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতন্দ্র প্রহরী এর ছবি

ষষ্ঠ পান্ডব লিখেছেন:
আমরা অল্প বয়সে মোহকে এবং বেশি বয়সে পারস্পারিক নির্ভরতাকে ভালোবাসা বলে ভুল করি।
কী অসাধারণ একটা কথা বললেন!

অনেক আগে দেখেছিলাম সিনেমাটা। আপনার কথা শুনে আবার দেখতে ইচ্ছা করছে। দেখব ভাবছি।

তানবীরা এর ছবি

সিনেমাটা ভালো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুশফিকা মুমু এর ছবি

wow গানটা খুবি ভাল লাগল হাসি আর বাংলায় করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ কারন আমি হিন্দি বুঝিনা, আবারো বলছি গানটা খুব খুব ভাল লাগল হাসি মুভিটা দেখতে হবে হাসি
তবে সরি জিজ্ঞেস করার জন্য গোকূল মানে কি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গোকূল হইলো মথুরার পূর্ব ও দক্ষিণ কোণে অবস্থিত যমুনা নদীর বামতীরবর্তী পূণ্যস্থান। নন্দ এই স্থানে বাস করতেন। কৃষ্ণ ও বলরাম এখানে বাল্যকাল অতিবাহিত করেন। পূতনাবধ, শকটভঞ্জন প্রভৃতি অলৌকিক কাজ এখানেই সংঘটিত হয়। কৃষ্ণলীলাক্ষেত্র বলে গোকূল বৈষ্ণবদের পূণ্যতীর্থ।

(এবার বলেন তো গোকূল মানে কি?)

তথ্যসূত্র: সুধীরচন্দ্র সরকার সংকলিত পৌরাণিক অভিধান
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

s-s এর ছবি

নজরুল ভাইয়ের মতো জটিল না করে সোজা করে বলি মুমু তোমাকে হাসি,

গোকূল হচ্ছে গোয়ালাদের গ্রাম বা কম্যুনিটি মহল্লা।
কৃষ্ণ (নন্দ, কানাই , কানু এগুলো সবই ওর অন্যনাম, মথুরার রাজা হওয়ার পর মথুরা রাজও বলা হতো ওকে) গোকূলেই বড় হয় আর সেখানেই রাধার সাথে তার প্রথম দেখা। মথুরার রাজা হয়েও রাধাকে ভুলতে না পেরে ও তাকে দেখতে কেন ফিরে যাচ্ছে গোকূলে সেই রকম একটা হাহাকার মাখা প্রশ্ন ছড়িয়ে আছে গানটাতে, রাধাকে, যে কি'না আয়ান ঘোষের বউ এখন, পুরোনো প্রেম ভুলে গেছে, কেন ও এখনও দেখতে যাচ্ছে সেটাই প্রশ্ন হাসি!
আর ছবিটার সাথে গানের সম্পৃক্ততা টা এত বেশি কেন যে বুকের মধ্যে ধাক্কা মারে বা চোখে জল এনে দেয়, সেটা না হয় সাসপেন্স ই থাক, অন্তত: তোমার ছবিটা দেখা পর্যন্ত হাসি!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা... মজা করতেছিলাম... আপনে দিলেন তো পানি ঢাইলা... তবে ভালো করছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধ্রুব হাসান এর ছবি

নিঃসন্দেহে ভালো ছবি, দু'বার দেখেছি। আমার এক বন্ধু এটার কালারিষ্ট হওয়ার কারনে দ্বিতীয়বার দেখা। অনুবাদের জন্য ss(special security ফোর্স নাকি?) কে ধন্যবাদ চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।