আজু,সখি মুহু মুহু

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: রবি, ০১/১১/২০০৯ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজু , সখি মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোহার পানে চায় ।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে , চরণ নাহি চলয়িছে ,
বচন মুহু খলয়িছে , অঞ্চল লুটায় ।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায় ।
অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু অনলে তাপয়ি খসয়ি পড়ু পায় ।
ঝরই শিরে ফুলদল , যমুনা বহে কলকল ,
হাসে শশী ঢলঢল- ভানু মরি যায় ।।

কত্তদিন ঘুমাইনি, তারপর রাত জেগে জেগে পরীক্ষার পড়া করতে করতে হা পিত্যেশ করে কবে শেষ, কবে শেষ , কবে শেষ -------- আহ্ শেষ পর্যন্ত শেষ হলো পরীক্ষাটা! বড় আনন্দ হলো রাত জাগার উসিলা-অন্তে। তখন কি ছাই জানতাম, এই গানটা আমায় জাগিয়ে রাখবে এরকম করে??হঠাৎ, এক্কেবারে হঠাৎকরেই কোনো এক দৈবী ইশারায়ই বোধ করি, এমন তীব্র প্রেমজর্জর , কামজর্জর শব্দগুলো আমাকে ডুবিয়ে দিলো একদম। কণিকা বন্দোপাধ্যায়ের কণ্ঠে পুরনো একটি রেকর্ডে গানটা এতো বাজে এসেছে কহতব্য নয়! এটি কে গেয়েছেন জানিনা, তবে আমি খুব বুঁদ হয়ে আছি। আরও বেশি বুঁদ যেজন্যে সেটা হলো, আজ অবধি আমার অশ্রুত এই গান , এই সুর ---আবারও আমার মাথা নত করে দেয়, বুড়োর ব্যাপারে সুমনের "তিনি বৃদ্ধ হলেন" শব্দাবলী কখনই খাটছে না দেখে। আস্তে আস্তে বড় হচ্ছি, বুড়ো হচ্ছিনা কিন্তু - তা বোধ করি ওই ভদ্রলোকের এইরকম লেখবার ক্ষমতার জন্যেই! আর কত বার কবিদের গুরু আমায় এভাবে লঘু করবেন জানিনা, আপাততঃ লঘুচিত্তে বিত্তহীন কিন্তু ফুল্ল একটা ফুরফুরে অনুভূতিতে মনটা ছেয়ে আছে।
আচ্ছা, কেউ কি আমায় এই গানটার একটা আজকালকার ভার্শান, মানে এমপিথ্রি টি দিতে পারে না'কি? বড় আকুল হয়েছি ব্যাকুল করা এই প্রণোদনায়। বন্ধু যারা ছিলো তারা এত দূরে সবাই, দিনগুলোও বদলে গ্যাছে এত, কে আছে কষ্ট করে গানটা খুঁজে দ্যায়??
আহ্ বন্ধুরা তোরা কত্তদূরে, শুধু ভৌগলিকতায়ই নয় জাগতিকতায়ও। তোদের কি আমি আর চিনি আজ, এই গানটা তোদের মর্মমূলে একটুও কি নাড়ায়?
এমন তীব্র প্রেমে ডুবিস্ কি আজও?
আমায় ডুবতে দেখে একটুও কি আদর করে দিস্?
আমার উচ্ছ্বাস ভাগের জায়গাটা কি করে হারিয়ে গ্যালো রে, তারপরেও বলতে পারিস্ - কেন বড় ভালো লাগে এত তীব্র প্রেমে ডুবে থাকতে-----
আর------ তোদের সবাইকে সে কথা চীৎকার করে জানান দিতে?
বড় ভালো লাগে।
আহ্ !


মন্তব্য

দুর্দান্ত এর ছবি

আহা রে কি ব্যাকুল শীত গেল আপনার। এখন নিশ্চয়ই প্রতীক্ষার অন্ত হয়েছে।

s-s এর ছবি

লইজ্জা লাগে লইজ্জা লাগে

ভার্গব চৌধুরি এর ছবি

সত্যিই গানটি অভূতপূর্ব। তবে আমার কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও অসাধারণ লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।