মোগল রাজপুত্র দারা শুকো সাফাভিদের সাথে টেরম টেরম যুদ্ধে কান্দাহার গেছিলেন।সাথে ছিল ইন্দ্র নামে এক সাধু। এই ইন্দ্র বাবাজী লড়াইর মাঝে ফট করে কান্দাহার দূর্গের সামনে গিয়ে কইলেন বদ্দা ঢুকতি দাউ। ছাদে তামুক খাব।
কৌতুকের বশে সাফাভিদ দূর্গপ্রধান তার দারোয়ানকে বললেন একে ছাদে আসতে দিতে। ছাদে গিয়ে সাধুবাবা সত্যই তামাকের ছিলিম ধরাইলেন। দূর্গের সকলে খ্যা খ্যা করে তা দেখে সে কি হাসি!
দুই দিন পরে তামুকের ছিলিম শেষ করে নামতে গেলে দূর্গের সাফাভিদ বাহিনী তারে কইষা পিটায় আর টুশ করে কল্লা নামায় দেয়। দি এন্ড।
04/01/2023 - 6:58পূর্বাহ্ন
দারার কান্দাহার এটাক নিয়া লেখা লিখতেছিলাম সেইখানেই এই সাধুবাবার গপ পাইলাম তো।
@মন মাঝিঃ আছেন কেমন? বহু দিন হয় আপনার কোন পোস্টও দেখি না, কমেন্টও দেখি না।