ব্লাড ব্যাগ দেশেই উৎপাদন জরুরি। পিভিসি আর ইভিএ দিয়ে তৈরি, অত্যগ্রসর কোনো প্রযুক্তি হওয়ার কথা না (আমার জানায় ভুল থাকতে পারে)। দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশেও বরং রপ্তানি করা যাবে। জাতিসংঘের কোনো সংস্থা বা ইয়োরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বরং এই সক্ষমতা গড়ে তোলা হোক।
11/02/2023 - 3:23পূর্বাহ্ন