ইহাদের বাহ্যিক রূপের হরেক বর্ণনা দেয়া সম্ভবপর। সেই প্রচেষ্টা থাউক। গুণ বিচারে অগ্রসর হই। ইহাদের চরিত্রে চিরুণি তল্লাশ সমাপন শেষেও কিঞ্চিৎ উত্তম কিছুর সন্ধানলাভ ঘটে না। জাতীয় সংকট অথবা যুদ্ধকালীন সময়ে ইহারা সুবিধাবাদী এবং বর্ণচোরা হইয়া পড়ে। নির্যাতন লুটপাট ধর্ষণের মাধ্যমে নিজেদের নোংরা খাসলত চরিতার্থের সর্বৈব সুযোগ ইহারা গ্রহণ করে। ইহাদের কথাবার্তার মধ্যে ধর্মের নসিহত আসিয়া পড়ে বারংবার। নবী এই কহিয়াছেন ঐ কহিয়াছেন বলিয়া আগাগোড়া ধূম্রজালে ফেলিয়া দেওয়া ইহাদের কারিশমা। পাপ ঢাকিবার জন্যে ইহাদের ক্ষণে ক্ষণে ধর্মের শরণাপন্ন হইতে হয়। ইহারা ধর্ষক মনোবৃত্তির। রাষ্ট্র ধর্ষণে ইহাদের আনন্দ ঘটে সর্বাধিক। কলার চোকলার মতো ইহারা দেশ ও নারীকে ঢাকিয়া রাখিতে চেষ্টার কসুর করে না। অতীতকে স্মৃতি হইতে নিক্ষেপ করিবার আহ্বান জানাইয়া জাতীয় ঐক্য বজায় রাখিতে ইহারা বড়ই উদগ্রীব। ইহাদের মুখ হইতে যাহা কিছু নিঃসৃত হয় তাহা সত্যের একেবারেই বিপরীত। ইহারা জাঁহেল। সুযোগসন্ধানী। হত্যাকারি। বেহায়া। মোনাফেক বলিতে কোন যথার্থ উদাহরণ চাহিলে নিজেদের নাম সর্বাগ্রে আসিয়া পড়িবে বিধায় ইহারা কথায় কথায় অন্যদিগকে মোনাফেক বলিয়া আখ্যায়িত করিয়া থাকে। জনতার থুথু উত্তমরূপে হজম করিতে ইহারা পারঙ্গম। ইহাদের দারা পুত্র অন্ধের হাতি দর্শনের এক ভ্রান্ত ধারমার মাধ্যমে জীবন অতিবাহিত করিতে থাকে।
ইহাদের চরিত্রের বর্ণনা করিতে আর মন চাহিতেছে না। বরঞ্চ দু চারখানা বরাহ কতল করিতে মন চাহিতেছে।
মন্তব্য
ঢাকা সময় রাত বারোটা অতিক্রান্ত হওয়ার আগেই আপনার জন্য তাহলে একটা সারপ্রাইজ আছে।
--আমারও!
হ
শুয়ার জবেহ দিতে মঞ্চায়।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
হ
ভালো লিখছেন
এই বরাহদের শিকার করতে হবে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বরাহ শিকার করতে গেলে বরাহকে ঠিকমতো চিনতে তো হবে। আর এই বরাহ যেমন বর্ণচোরা। তাতে তার আরো বিস্তারিত বর্ণনা আর ক্রিয়াকলাপ থাকা দরকার ছিল।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বরাহদের নিয়ে আরো লেখার ইচ্ছা আছে।
নতুন মন্তব্য করুন