এবার অন্য প্রসঙ্গে আসি। আর্কাইভ ডট অর্গ নামের একটা ডিজিটাল আর্কাইভ দেখে আমি মুগ্ধ। গুগলবুক ও আমাকে মোহিত করে। কিন্তু মাঝে মাঝে পৃষ্ঠা থাকে না। তখন বিশাল ঝামেলা লাগে। বই পুরানো হলে তার গুরুত্ব কমে যায় না, অনেক ক্ষেত্রে বাড়ে। জানা মতে লেখক মারা গেলে তাঁর মৃত্যুর পঞ্চাশ বছর পর কপিরাইট থাকে না। প্রকাশায়তন সেক্ষেত্রে স্ক্যান করে পুরানো বইয়ের একটা বিশাল আর্কাইভ করে ফেলতে পারে। উইকিতে যেমন স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করা হয়, এখানে ঠিক একই ভাবে কাজ হবে। স্ক্যান ছাড়া টাইপ করে বe করা এক্ষেত্রে কঠিন। কেউ করতে চাইলে আপত্তি নেই। তবে এটা যথেষ্ট সময়সাপেক্ষ। সাথে শ্রম লাগবে। অনলাইনে একদম কিছু না পাওয়ার চাইতে স্ক্যান করা কপি (ভাল স্ক্যান যদি কোন কারণে না হয়) পেলে কষ্ট করে পড়তে আপত্তি থাকা উচিত নয়।
নতুন বইয়ের অনলাইন ভার্সানের দরকার আছে। ব্লগাররা বা বই লেখকরা কেউ ইচ্ছা করে তাঁদের বই অনলাইনে বe হিসেবে দিতে চাইলে ভাল। কেউ দিতে না চাইলে সেটাও ঠিক আছে। তখন কেনা ছাড়া গতি নাই। আবার অন্যদিকে কপিরাইট উঠে যাওয়া বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ বইয়ের বe সংস্করণ থাকা খুব জরুরি। আমাদের ইচ্ছাই এখানে কাফি। কপিরাইট নিয়ে কোন ঝামেলায় পড়া লাগবে না। পুরানো বাংলা বইয়ের একটা বিশাল অনলাইন আর্কাইভ তৈরি করতে উদ্যোগী হলে প্রকাশায়তন একটা অন্য উচ্চতায় উঠে যাবে। দেশের বাইরে যাঁরা আছেন তাঁদের জন্য তাৎক্ষনিকভাবে বাংলা কোন বই সংগ্রহ খুব কঠিন একটা ব্যাপার। তখন প্রকাশায়তন তাঁদের অনেক কাজে আসবে।
উদ্যোগটা শুরু হোক আজ। এখনি।
আমি কপিরাইট উঠে যাওয়া কিছু বইয়ের নাম দিচ্ছি।
১। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ- শিবনাথ শাস্ত্রী
২। রচনাসমগ্র- হরপ্রসাদ শাস্ত্রী
৩। রচনাসমগ্র- রাজা রামমোহন রায়
৪। রচনাসমগ্র- শ্রী দীনেশ চন্দ্র সেন
৫। আত্মচরিত- রাজনারায়ন বসু
৬। রচনাসমগ্র- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৭। রচনাসমগ্র- জীবনানন্দ দাশ
৮। রচনাসমগ্র- অদ্বৈত মল্লবর্মণ
বই আরো অনেক আছে। এই মুহূর্তে এই কয়টার নাম মাথায় আসলো।
আর এ বিষয়ে ভাবনা কি দুর্ভাবনা জানান। কপিরাইট উঠে যাওয়া বাংলা বইয়ের লিস্ট দিতে পারলে খুব ভাল হয়। আশা করে আছি প্রকাশায়তন একটা ভাল বeপাড়া বানাবে।
মন্তব্য
বুদ্ধিটা খারাপ না। ই-বুক খুঁজলে নেটে হুমায়ূন আহমেদ ছাড়া আর অতি অল্প কিছু লেখকের বইই পাওয়া যায়। আনিসুল, ইমদাদুল এদের বই পড়ার অভ্যাসই তো নেই।
আর কপিরাইট উঠে যাওয়া বই মানে তো ক্লাসিক বই। খুব ভালো হয় তাহলে। আমার সময় এবং স্ক্যানার দুটোর একটাও নেই। নইলে এগিয়ে আসতাম গায়ে খাটতে।
আপনারা কেউ করুন, আমি হয়ত বই যোগাড় করে দিয়ে সহায়তা দিতে পারব।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বাংলাদেশে যে কজন সক্রিয় সচল আছেন তারা ব্যাপারটা একটু মাথায় রাখলেই এই কাজটা অনেক এগিয়ে যাবে। আপনি বই যোগাড় করে অনুপম ত্রিবেদি বা কল্পনা আক্তারকে দেন, উনারা পিডিয়েফ করে দেবেন।
এদিকে সন্দেশের মতামত জানাটাও জরুরি।
বাংলাদেশের কপিরাইট মনে হয় মৃত্যুর পরে ৫০ বছর পর্যন্ত। ভারতে মৃত্যুর পর ৬০ বছর। উইকিতে সেরকমই লেখা দেখা যাচ্ছে।
http://en.wikipedia.org/wiki/List_of_countries'_copyright_length
উইকিতে কি PDF পাওয়া যায় পড়ার জন্য? text পড়া খুবই কষ্টদায়ক।
যে কয়টার কপিরাইট উঠে গেছে সেগুলো করতে হবে। উইকিতে পিডিয়েফ বই পাওয়া যায় কিনা জানি না।
ধারনাটাকে সাধুবাদ। কিন্তু বাস্তবায়ন সহজ হবে না। বিনা পয়সায় কাজটা করার মতো মানুষ পাওয়া কঠিন হতে পারে। তবে কাজটাকে অনেকের মধ্যে ছোট ছোট ভাগে ভাগ করে দিলে সম্ভব।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ব্লগ একটা বিনা পয়সার প্ল্যাটফর্ম।
আশা জিইয়ে রাখি। প্রকাশায়তনে অচিরেই একটা পুরানো ক্লাসিক বইয়ের আর্কাইভ গড়ে উঠবে।
বই দেন স্ক্যান কইরা দিতাসি। এক্কেরে PDF বানায়া হাতে ধরায়া দিমু। খালি বইটা দিয়া দেখেন। আর কত DPI-এ করা লাগবো সেইটা জানাইলেই চলবো।
স্ক্যানার লয়া বইস্যা আছি, কামে লাগলে জাগাত বইসা একটা আওয়াজ মইরেন।
===================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কিছু বই অচিরেই হাতে পেয়ে যাবেন আশা রাখি। তারপর আপনার কাজ।
তাহলে অনেকগুলো বই পেয়ে যাবো। আহা কী আনন্দ!
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হ
দুর্দান্ত প্রস্তাব। সাথে আছি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমিও মনে করি স্ক্যান করা বই গুলো উইকি সংকলন এই ঠাঁই নিক। মৌলিক লেখার দিকেই প্রকাশায়তন এর নজর দেয়া উচিত।
প্রকাশায়তন নিয়ে যে ভাবনা চলছে সেটা অবশ্যই ইতিবাচক ।
বোহেমিয়ান
অনুপ দা'র মতো আমার কাছেও ষ্ক্যানার আছে। বই দিলে আর কত DPI করতে হবে বল্লেই করে দিতে পারবো।
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
কয়েকটা বিষয়:
১। টেকনিক্যাল বাধা: পিডিএফ একটা ব্যাকডেটেড টেকনলজি। এর সুবিধা হল এটা প্লাটফরম ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু সমস্যা হল - অনেকটা ছবির মতো করে রাখা বলে সার্চ করা এতে সমস্যা। নতুন ওপেন ফরমেট গুলোর মধ্যে মাইক্রোসফট এক্সএমএল আর ওপেন এক্সএমএল নামে দুটো ফরমেট আছে। সেগুলোরও লিমিটেশন হচ্ছে - কপিরাইট সংরক্ষণ করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে ওপেন ইবুক ফরমেট নামে একটা নতুন টেকনোলজী আসছে। অ্যামাজন কিন্ডল, নুক এগুলোর জন্য এই টেকনোলজী ব্যবহার করা হবে হয়ত।
ফ্ল্যাশ ভিত্তিক পিডিএফ টেকনোলজী ব্যবহার করে এই সমস্যার খানিকটা সমাধান করা যায়।
২।
চা খেয়ে এসে লিখছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একটু কষ্ট করে হলেও বই স্ক্যান করার চেয়ে টাইপ করার পক্ষপাতী আমি। তাতে মানুষের বইগুলো খুঁজে পেতে সুবিধা হবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ক্রসচেকের জন্য একটা ক্ষেত্র দরকার। টাইপ করে পাব্লিশ করা আমিও পছন্দ করি। কিন্তু এতো বিশাল কর্মযজ্ঞে কে কে সান্ধাবে তা নিয়ে সন্দেহ আছে।
এটা সহজ কাজ। আগে করে ফেলি। টাইপ করে উইকিতে দেয়াটাও করতে থাকি।
আর গৌতমদা, টাইপ করা একটু কষ্ট না। রচনাসমগ্র টাইপ করার কথা ভাবলেই জ্বর আসা স্বাভাবিক। রাগিব অনেক বছর ধরে চিল্লিয়ে চিল্লিয়ে কাজ করাতে পারে নাই- এটা মাথায় রাখবেন।
অনেকে ভালো টাইপ করতে পারেন (যেমন- নজরুল ভাই, আমি )। সেক্ষেত্রে তাঁরা লোড বেশি নিলে ভালো হয়। আমি যেমন জগদীশচন্দ্র বসুর লেখা টাইপ করে মাঝে মাঝে উইকিতে দিচ্ছি।
রচনাসমগ্র টাইপ করাও সহজ। একজন না করে একেকজন একেকটা ভাগের দায়িত্ব নিলেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পসমগ্রকে ধরি এবং একেকজন একেকটা গল্প টাইপ করি, তাহলে কি খুব বেশি সময় লাগবে? আমার মনে হয়, এভাবে একটা চেষ্টা করা যেতে পারে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ভাল কথা। আমি মানলাম। এটা মুখ দিয়ে বললে হবে না। একটা ডেফিনিট টার্গেট বানাতে হবে।
এখন কথা হচ্ছে, ক্রসচেক করার বিষয়টা। এটা কিভাবে করা যাবে?
একটা অনলাইন প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি হলে ক্ষতি কি।
প্যারালাল প্ল্যাটফর্মের ব্যাপারে আপত্তি নেই তো! কাজ হওয়াটাই বড় কথা।
উইকিতে সুবিধা হলো সহজেই ক্রসচেক করা যায়। এই পাতাটা দেখতে পারেন। যে কেউ যে কোনো সময় এক প্যারা যুক্ত করে দিতে পারে। আর কী কী কাজ করা হলো সেই লিস্টটাও তৈরি হয়ে যায় সাথে সাথেই। এই যেমন এই পাতাটা তৈরি করেছি আমি। এখন সেখানে কোথাও ভুল থাকলে সহজেই শুদ্ধ করে নেওয়া হবে।
একটা কাজ করুন- আপনি একটা গাইড লাইন দেন। তারপর না হয় এ নিয়ে কথা বলি। আর কোঅর্ডিনেটের দায়িত্বেও আপনি থাকুন। আমরা আছি আপনার সাথে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতমদা,
আপনারে আর নজরুল ভাইরে কমাণ্ডার-ইন-চীফ বানালাম। আপাতত কিছু বই সংগ্রহ করে কয়েকজনকে স্ক্যান করে পিডিয়েফ বানাতে লাগিয়ে দিন।
গাইডলাইন এখানে ঠিক করা হবে। আমি মন্তব্যে জানাবো।
থ্যাংকস।
আপনারা যারা খোঁজাখুঁজিতে অভিজ্ঞ, তারা আমাদের সহায়। আমি অনেকদিন ধরেই ভাবছি রবীন্দ্র রচনাবলী পুরোটা কম্পোজ করে ফেলবো। প্রতিদিন একটু একটু করে। ১ বছরের প্রজেক্ট। হিমুর সঙ্গে একদিন আলাপও করেছিলাম।
অথচ গতকাল দেখি উইকিতে সেইটা আগেই করা আছে। তাহলে আমারটা পণ্ডশ্রম হইতো।
যা যা নাই তা তা বলেন, করতে থাকি একটা একটা করে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই,
১। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ- শিবনাথ শাস্ত্রী
২। রচনাসমগ্র- হরপ্রসাদ শাস্ত্রী
৩। রচনাসমগ্র- রাজা রামমোহন রায়
৪। রচনাসমগ্র- শ্রী দীনেশ চন্দ্র সেন
আপাতত এই চারটা করতে পারেন। কত কষ্ট থেকে আপনারে বাঁচায়ে দিলাম।
আমার স্ক্যানার হচ্ছে CanonScan Lide 25 এটাck text এ স্ক্যান করা যায়। এই সুবিধায় টাইপিং না করলেও তো চলে মনে হয়, কি বলেন.
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
(আগের মন্তব্যতে ভুল ছিল, দুঃখিত)
আমার স্ক্যানার হচ্ছে CanonScan Lide 25 এটাতে text format এ স্ক্যান করা যায়। এই সুবিধায় টাইপিং না করলেও তো চলে মনে হয়, কি বলেনৎ
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আমি মনে করি সচল বা প্রকাশায়তন মৌলিক লেখা নিয়ে বই করুক। পুরানো বা কপিরাইটমুক্ত বই কিঙবা লেখার জন্য উইকি ভালো। এতে উইকির প্রতি মানুষের আগ্রহ-ও বাড়বে (বাঙলা ভাষায় উইকিতে পুরো সমৃদ্ধ ভুক্তি মাত্র ৩০০০-৪০০০!)।
প্রকাশায়তন এখন থেকে পুরোদমে শুরু করলে মৌলিক ও নতুন লেখকদের নিয়ে নিজেই একদিন আর্কাইভ হয়ে উঠবে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
প্রকাশায়তন ব্যানারে না হয়ে আর্কাইভায়তন ব্যানারে এই কাজ শুরু হতে পারে।
প্রকাশায়তন বই প্রকাশ করতে থাউক।
আর্কাইভায়তন সফল হউক।
সবচেয়ে ভালো কথা হইতেছে, আমি ধীরে ধীরে উইকিবান্ধব হচ্ছি। আর কিছুদিনের মধ্যেই উইকিতে আমার হাত পাকবে মনে হচ্ছে। তারপর আসলে অনেক কিছুই করতে পারবো। আমি যেহেতু ঝড়ের বেগে বাংলা টাইপ করতে পারি, একের পর এক বই তুলে দিতেই পারবো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আহা। কি কর্মস্পৃহা।
আপনারে লাল নীল হলুদ বেগুণী আর কি কি য্যানো কালার আছে সব কালারের সেলাম।
বেনভিনুতো চেল্লিনি ইতালির খ্যাতনামা ভাস্কর। চিত্রকর। সংগীতজ্ঞ। লিখেছেন অসাধারণ আত্নজীবনী। অকপট এবং সাহসী স্বীকারোক্তির জন্য বইটা ক্লাসিক হিসেবে পরিচিত। চেল্লিনির নাম শুনেছিলাম লেখক এবাদুর রহমানের কাছ থেকে। তাঁকে সেলাম।
১। বেনভিনুতো চেল্লিনির আত্নবয়ান
শ্রী দীনেশচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী বাংলার পাশাপাশি ইংরাজিতে অনেক লেখালেখি করেছেন। হয়তো কলোনিয়াল আমল ছিল সে কারণে। বাংলা সাহিত্য আস্তে আস্তে শক্তিশালী হয়েছে। কিন্তু বিশ্ব আমাদের সাহিত্যের স্ট্যাণ্ডার্ড বোঝে নাই ইংরাজিতে অনুবাদের অভাবে।
২। শ্রী দীনেশচন্দ্র সেনের ইংরাজিতে লেখা কিছু বই (উৎসঃ আর্কাইভ ডট অর্গ)
ক) বেঙ্গলি প্রৌজ স্টাইল ১৮০০-১৮৫৭
খ) হিস্টরি অভ বেঙ্গলি লেঙ্গুয়েজ এণ্ড লিটারেচার
গ) বঙ্গ সাহিত্য পরিচয় অর সিলেকসানস ফ্রম দা বেঙ্গলি লিটারেচার (ফ্রম দা আরলিয়েস্ট টাইমস টু দা মিডল অভ দা নাইনটিনথ সেঞ্চুরি) পার্ট ওয়ান
ঘ) বঙ্গ সাহিত্য পরিচয় অর সিলেকসানস ফ্রম দা বেঙ্গলি লিটারেচার (ফ্রম দা আরলিয়েস্ট টাইমস টু দা মিডল অভ দা নাইনটিনথ সেঞ্চুরি) পার্ট টু
এই মন্তব্য প্রতিদিন আপডেট হবে। এর নিচে কোন প্রতিমন্তব্য নয়। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
নতুন মন্তব্য করুন