আম্রিকার কার্টুন ২০০৯

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাতে একটা বই পাইলাম। দা বেস্ট পলিটিক্যাল কার্টুনস অভ দা ইয়ার ২০১০ এডিশন। আমি কেরিক্যাচার বা কার্টুন ব্যাপক ভালু পাই। অনেক দিন ধরে শিশির ভট্টাচার্যের ক্যারিকেচারের মুগ্ধ দর্শক।সচলে ঢোকার পর সুজন্দার কার্টুন দেখি আর তবদা খাই। ইঁনারা যে কি খান? আঁকে কেমতে এমন? বিদেশি কার্টুনিস্টদের মধ্যে লুরিকে আমার ভীষণ পছন্দ।

২০১০ সাল আম্রিকায় কি কি ঘটছে তার ছুতানাতা এই বইয়ের কার্টুনে ধরা আছে। ওবামার একবছর। মাইকেন জ্যাকসনের মৃত্যু। স্টিমুলাস প্যাকেজ। এআইজি’র বোনাস কেলেংকারি। জিএমের লালবাত্তি। আম্রিকায় চাকুরি খালি নাই। দি গ্রেট ডিপ্রেশন ভার্সান দুই। পালিনের পালানো। বরাহ জ্বর। গে’গো বিয়া। ডিক চিনি। আন্তর্জাতিক বিষয় আনতে গেলে কার্টুনিস্টরা মায় হেজিমোনির প্যাঁচে পড়ে। তাও কিছু আসছে। পোপ ও কনডম। ইরান আহেমেদিনিজাদ। মুম্বাইয়ে বোমাবাজি।

বই থেকে স্ক্যান করে কিছু কার্টুন আপ করলাম। কপিরাইট কুপিরাইট লইয়া ভাবি নাই।

ফিরেঃ ছবিগুলা ঠিকমতো আপ করতে পারতেছিলাম না। নিধির বাপ নজ্রুল ইসলাম ভাই চোথা দেওনের পর পারলাম। উনারে সেলাম।

ওবামার এক বছর

কারে থুইয়া কারে লই

মে লিংকন হো গিয়া

ইতিহাস মাইনা চল মিয়া

মধ্যপ্রাচ্যের শান্তি !!!

মাইকেল জ্যাকসন ১

মাইকেল জ্যাকসন ২

মাইকেল জ্যাকসন ৩

মাইকেল জ্যাকসন ৪

মাইকেল জ্যাকসন ৫

Stim 1

ইস্টিমুলাছ

AIG 6

এ আই জি মামুগোর বুনাস খাওন

AIG 3

আমার বুনাস কই?

GM 1

GM= গেলাম মামু

GM 2

গদাম

JL 2

উইণ্ডোজ ইরর

GD 2

দা গ্রেট ডিপ্রেশন ভার্সান দুই

SP 1

খবরে প্রকাশ- পালিন পালাইসেন

SF 1

গট ফুলু?

SF 3

তাইলে হেরডা বরাহ জ্বর না

G M 1

সুনা, চলু বিয়া করি

DC 1

ডিক চিনি ভয় খায়

P C 1

পোপ ও কণ্ডোম

ধপাস

ইরান আহেমেদিনিজাদ

IA 1

হেজিমোনিজাদ

মুম্বায়ে সন্ত্রাস


মন্তব্য

তাসনীম এর ছবি

মজা পেলাম। ধন্যবাদ আপনাকে কার্টুনগুলোর জন্য।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শুভাশীষ দাশ এর ছবি

তাসনীম ভাই,

থ্যাংকস।

রুম্মান এর ছবি

হেভভি

শুভাশীষ দাশ এর ছবি

সাইফ তাহসিন এর ছবি

দারুন সোব কার্টুনের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে পোষ্টে উত্তম জাঝা!, মাইকেল জ্যাকসনের ৪ লম্বরটায় সবচেয়ে মোজাক পাইছি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শুভাশীষ দাশ এর ছবি

সাইফ ভাই,

আমার পোস্টে পরথম কমেন্টাইলেন। বহুত থ্যাংকস।

অতিথি লেখক এর ছবি

কার্টুনের খুটিনাটি বুঝি না। সবগুলা কার্টুনই বেশ চমৎকার। মাইক্রোসফটের কার্টুনটায় বেশি মজা পাইছি।
"Press OK to terminate the employment"
পোষ্টের জন্য ধন্যবাদ।

- বুদ্ধু

শুভাশীষ দাশ এর ছবি

পলিটিক্যাল কার্টুন আঁকিয়েরা আসলেই অসম্ভব চীজ।

ফরিদ এর ছবি

জটিল!!

ছফাগিরি ৮ কবে আসবে,স্যার?

শুভাশীষ দাশ এর ছবি

ছফাগিরির কিস্তি আট নামাতে মাসখানেক লাগতে পারে।

আকতার আহমেদ এর ছবি

চলুক

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

নৈষাদ এর ছবি

কার্টুন গুলি ভাল লাগল। ধন্যাবাদ আপনাকে।
দু'টা অবশ্য বুঝি নাই (কী বলতে চাইল?)

শুভাশীষ দাশ এর ছবি

কোন দুইটা?

বর্ষা এর ছবি

চলুক

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

সিরাত এর ছবি

হেজেমোনিজাদ?! হাসি

এআইজি বোনাস। দেঁতো হাসি

ভালই লাগলো, তয় একটু ওভারডোজ হইয়া গেসিল। স্লাইডশো হইলে বেটার হইতো।

শুভাশীষ দাশ এর ছবি

পোস্টে সেলাইড্‌ সো কেমতে করে?

সুবিনয় মুস্তফী এর ছবি

বেশ লাগলো। পলিটিকাল কার্টুন যারা পছন্দ করেন, তারা www.cagle.com বুকমার্ক করে রাখতে পারেন। দারুন সংগ্রহ সেখানে।

আর gocomics.com-এ বাৎসরিক অল্প কিছু সাবস্ক্রিপশন ফি দিলে প্রতিদিন সকালবেলা ওরা চমৎকার সব পলিটিকার্টুন মেইল করে পাঠিয়ে দেয়।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

শুভাশীষ দাশ এর ছবি

আপনার লিংকের জন্য ধন্যবাদ।

অছ্যুৎ বলাই এর ছবি

মাইকেল জ্যাকসন ৪ বেস্ট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

সুন্দর পোস্ট,ধন্যবাদ ।
---রঙপেন্সিল

অনিন্দ্য রহমান এর ছবি

মুম্বাইয়েরটা বেশি ভালো লাগসে ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

সুহান রিজওয়ান এর ছবি

গুল্লি
... তয় সাইজ একটু বড় হইসে শুভাশীষদা, আরেকটু কম দিলে পার্তেন।

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

নিধির বাপের পরামর্শ নিছিলাম। উনারে জিগান।

সাইজ আমার ঠিকই তো মনে লইতাছে।

মাহবুব লীলেন এর ছবি

দারুণ

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

স্নিগ্ধা এর ছবি

কার্টুন ভালো লাগলো, শুভাশীষ হাসি

শুভাশীষ দাশ এর ছবি

আরে দিদিভাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শুভাশীষ দাশ এর ছবি


আপনার খোমাখাতায় "হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দর
কমল ..." নাচখানা আমি দারুন লাইক্করছি। দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।