সচল হতে পেরে আমি অনেক খুশি। আমার লেখা যাঁরা কষ্ট করে পড়েন বা মন্তব্য করেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রমা আমার লেখার প্রুফ দেখে। সাথে মাতব্বরি ফলায়। তাকে অনেক শুভেচ্ছা।
সচল একটা পরিবার। এই পরিবারের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হোক এটাই আমার প্রত্যাশা।
মন্তব্য
অভিনন্দন আপনাকে অতিথি থেকে পরিবারে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
থ্যাংকস।
এত জেরে (পরে) বুঝলেন?
অভিনন্দন।
তবে আমি যখন সচল হই এমন কোনো মেইল পাই নাই।
পূর্ণ সচলত্বের আনন্দে এইবার একটা লম্বা ঘুম দেন।
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আমি একটু সুলু।
অভিনন্দন
তানভীর ভাই,
থ্যাংকস।
অভিনন্দন জানাই!
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ঠিকাছে
অভিনন্দন। অনেক দিন বিরতির পর বেশ কিছু নব্য সচলের আনন্দিত মুখ দেখে বেশ ভাল লাগছে। লেখা যেন আবার বন্ধ না হয়ে যায়। সচল থেকো, ভাল থেকো।
অনেক ধন্যবাদ, স্বাধীন ভাই।
অভিনন্দন ছফাশীষ
বস, অনেক থ্যাংকস।
আররে জটিল তো। ভালু ভালু বিয়াপক ভালু।
অনেক অনেক অভিনন্দন।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক থ্যাংকস।
অভিনন্দন। আপনাকে সচল হতে দেখে ভালো লাগলো।
আপনার ছফাগিরি সহ সিনেমা নিয়ে পোস্টের অনেকগুলিই পড়া হয়েছে, ভালোও লেগেছে - শুধু আলসেমি করে সে পোস্টে জানানো হয় নি।
সব পোস্টের ভালো লাগা এই পোস্টে একটা পাঁচ দিয়ে, আর মন্তব্যের ঘরে জানিয়ে দিলাম।
সচল থাকুন, সচল রাখুন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শ্রীম কথিত ...... এই একটা জায়গায় কিন্তু কমেন্ট করছিলেন।
সব্বোনাশ ! স্মৃতি ঝাপি থেকে দিলেন নাকি পরিশ্রম করে বের করলেন ?
যাই করুন, অভিনন্দন !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপনে ক্যান আমার লেখায় কমেন্ট করেন না হেইডা লইয়া বউয়ের লগে কথা কইতেছিলাম। গতকাল।
হা হা... আজকাল আমার মন্তব্য করার পুরা ব্যাপারটাই একটা চমৎকার ড়্যান্ডম প্রসেস হয়ে গেছে। নানাবিধ দৈবচলকের প্রভাবে হঠাৎ হঠাৎ মন্তব্য করা হয়ে যায় !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই মাত্র খুঁজে বের করলাম- আরেকটা লেখায় আমার মন্তব্য আছে, ম্লান মনোরম মনোটোনাস...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এইডা ভুইলা গেসিলাম।
...
চালায় যান। আপনের লেখা মন দিয়ে পড়ি।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
জেনে ভাল লাগল।
আরে! এক দিনে তিনজন! অভিনন্দন, অভিনন্দন!
ধন্যবাদ, বস্।
অভিনন্দন
----------------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ধন্যবাদ।
অনেক অনেক শুভেচ্ছা!...
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
ওক্কে
ভালো একটা লেখক বের হইসিলো... সেই লোকও বিদায় নিলো এই দফা।
এক্কেরে ঠিক্কইছেন।
অভিনন্দন শুভাশীষদা!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধইন্যাপাতা
ছফা টাইপের লেখা আরো দিবেন সেই প্রত্যাশা থাকলো। সচল হওয়ায় অভিনন্দন।
লেখা দিব। তবে সচল হওয়ার কিছু শীতনিদ্রা থাকবেই।
সচল পরিবারে স্বাগতম!
হিমু,
ধন্যবাদ।
অভিনন্দন ও শুভেচ্ছা।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
থ্যাংকস।
অনেক অভিনন্দন!
ধন্যবাদ
অভিনন্দন শুভাশীষ'দা!
শুভেচ্ছা নিরন্তর----
আপ্নেরে অনেক শুভেচ্ছা। খালি অন্যদের আমারে (শুভাশীষ) বিলান।
..
অভিনন্দন।
শুভাষীশ নামের মধ্যেই সব শুভ ধারণ করে রাখছেন দেখি!
আপনাকে অনেক শুভাশীষ জানাচ্ছি।
কয়েকদিন আগেও স্বাধীন ভাইয়ের সাথে আলাপ করছিলাম তোমার সচলত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে। অভিনন্দন।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
খাইছে। অনেক ধন্যবাদ, দোস্ত।
অভিনন্দন
আপ্নের লেখা আমি পড়ি। তয় মন্তব্য করা হয় নাই। আপনার কিছু কিছু লেখা আমার রেঞ্জের বাইরে।
আপ্নের একটা ভিডিও আপ্নেরে আবার দেখাই।
- প্রমা কে? আপনার পরিবার?
তাইলে একটা প্রশ্ন করতাম! অভিনন্দন নাহয় প্রশ্নটার পরেই জানাইতাম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ।
আর আপ্নের প্রশ্নটা বুঝছি।
সচল পরিবারে স্বাগতম!
-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
থ্যাংকস।
অভিনন্দন শুভাশীষ দাশ
আপনি আগে ফরাসি এক্সট্রিমিস্ট বনাম এক্সট্রিমিস্ট মুভি নিয়ে পর্ব লিখেছিলেন, ওটা আর এগিয়ে নিয়ে গেলেন না কেনো?
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পাবলিক আমার সিনেমা নিয়ে লেখা পড়ে না। কি করুম কন।
সচলত্বের অভিনন্দন।
--------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
অনেক ধন্যবাদ।
অভিনন্দন ব্র্যাকেটমুক্তিতে
আপনি কেমন আছেন?
লুইজিয়ানার মানুষদের সচল বানাবে না, এইটা একটা কথা হইলো? জানুয়ারী মাসের মধ্যে আপ্নারে সচল না বানাইলে কি ধরপাকড় শুরু করতাম দেখতেন খালি!
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
খাইছে। আপ্নে দেহি আম্রিকায় আমার এলাকার লুক। তা বদ্দা, কেমুন আছেন?
অভিনন্দন রইল।
ধন্যবাদ
সচলত্বের অভিনন্দন আপনাকে।
আপনি চন্দনাইশের লোক, আমার এবং ছফাভাইয়ের প্রতিবেশী জানতাম না। খুশী হলাম জেনে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
শুনে আমার ও ভাল লাগল। আপনি সচলে কম লেখেন কেন?
অভিনন্দন, অনেক অভিনন্দন দাদা।
থ্যাংকস
ইউ ডিজার্ভ ইট! স্বাগতম।
আরে ......
সচলত্বের অভিনন্দন
ধন্যবাদ।
বস, সর্বনিম্ন সময়ে সচল হইয়া যে দৃষ্টান্ত স্থাপন করিলেন, তার জন্যে শুধু অভিনন্দন জানাইলে কম হয়, তাই সেই সাথে আরো কিছু দিতে মন চাইতেছিল, কিন্তু এই মূহুর্তে কিছু আইতাছে না মাথায়, তাই পেন্ডিং থুইলাম, পরে আইসা দিয়া যামু।
আর আপনার লেখা পড়লে মনে হয়, ভারে না, কাটতে হয় ধারে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এই মন্তব্যের জন্য আপনারে খাওয়ানো দরকার। লুইজিয়ানা আসেন একবার।
অভিনন্দন অভিনন্দন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ, গৌতমদা। উইকিযুদ্ধের আপডেট দেন বস্।
অভিনন্দন! হাইবারনেশনের অপপ্রচারটা মিথ্যা প্রমাণিত হোক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দেখি গুরু।
অভিনন্দন ও শুভেচ্ছা।
শেখ আমিনুল ইসলাম
ধন্যবাদ।
অভিনন্দন।
আরো বেশি বেশি লিখবেন, এই প্রত্যাশায়।
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
আপনারে তাড়াতাড়ি সচল বানানোর দাবি জানায়ে গেলাম।
অভিনন্দন।
...........................
Every Picture Tells a Story
বস্, থ্যাংকস।
বস্, থ্যাংকস।
অভিনন্দন দাদা...
------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অনেক ধন্যবাদ।
ভাইয়া অনেক অনেক অভিনন্দন। ইয়ে, সাইফের সাথে সাথে আমাকেও দাওয়াত দেন- আমারো একই কথা।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
যান। আপ্নেরে ও দাওয়াত দিলাম। আয়া পড়েন।
আপনাকে সচল হতে দেখে গুণমুগ্ধ পাঠক হিসেবে আমি ভয়াবহ খুশী। চালিয়ে যান বস, আরও দারুণ সব লেখার অপেক্ষায় থাকলাম।
অনেক থ্যাংকস, বস্।
খুব ভালো খবর। আমার নিজেরই আনন্দ লাগছে ভীষণ। লেখা কমাবেন না।
মধুবন্তী মেঘ
আপনার আনন্দ লেগেছে জেনে আমার খুব আনন্দ লাগছে। আপনি ও লিখতে থাকুন। অচিরেই সচল হবেন।
আমি সচল ক্যান হাচল ও হব না বোধহয়। কি জানি.... লেখা পড়তেই তো ভালো লাগে। লিখতে আর পারলাম কই।
ভালো থাকুন।
মধুবন্তী মেঘ।
অভিনন্দন।
এখন থামবেন না কিন্তু...
আসতে থাকুক মননশীল সব লেখা
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
কে কারে কি কয়? আপ্নে নিজে লেখেন না কেন? ব্লগে সব লেখাই মাস্টারপিস হতে হবে এমন কোন কথা নেই। লিখতে থাকুন।
অভিনন্দন। থামবেন না।
ধন্যবাদ।
অভিনন্দন!
ধন্যবাদ।
প্রাণঢালা অভিনন্দন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
অনেক ধন্যবাদ।
স্বাগতম
শেখ নজরুল
শেখ নজরুল
ধন্যবাদ।
অনেক অভিনন্দন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ।
অভিনন্দন।
যাও বাচ্চা সো রহো........
আপ সোহি বোলা। মে সোনে যাতি হু।
অভিনন্দন অভিনন্দন (তালিয়া)
এইবার একটা দীর্ঘ শীতকালীন ঘুম দেন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হ। ঘুমামু। এত লেখলে চলে!!
আহারে, বড়ো ভালো লোক আছিলো ! তারও সচল-দশা-প্রাপ্তি ঘটলো ! আর কি তেমন লেখা পামু ! হা হা হা !
অভিনন্দন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভালু লুকগুলারে ধইরা সচল বানায়া অচল কইরা ফেলতাছে।
সচলাভিনন্দন !!!!
... এই উপলক্ষে গপ্পো নামায়া দ্যান কয়েকটা...
_________________________________________
সেরিওজা
আগে ঘুমায়া লই।
অভিনন্দন।
ধন্যবাদ
আপনার সচল হওয়া উপলক্ষে
ত্রিভুজের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
তিরিভুজের লাইগা কিসু কাঁঠালপাতা আনসিলাম। হেরে কইয়েন।
আপনার সবগুলো লেখাই খুব আগ্রহ নিয়ে পড়ি। তাই আশা করি সচল হবার পরেও 'সচল' থাকবেন
আর অনেক অনেক অভিনন্দন শুভাশীষদা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনাকে অনেক ধন্যবাদ।
অভিনন্দন জানায়া গেলাম! বহুত তো খাটুনি গ্যাছে... এইবার জিরায়া নেন!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
প্যান্টালুন খুইলা যাওনে শুক্লাকাঁথার মইধ্যে হুইয়া আছি। অহন উঠুম না।
এইতো লাইনে আইসেন... আর উইঠেন না... শুক্না কাথা ভিজ্যা গেলেও না...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
শুভেচ্ছা এবং অভিনন্দন।
সন্ধ্যা
থ্যাংকস।
আপনাকে অভিনন্দন জানানোর জন্যেই লগইন করলাম। আপনার লেখা "ছফাগিরি" এখনো শেষ করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে তবু সচলে পড়া কিছু প্রিয় লেখার তালিকায় এইটি থাকবে নি:সন্দেহে।
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ।
সচলে যে কত পূর্ণ সচল আছে তা এই পোষ্টে না আসলে জানতে পারতাম না। এত সচলের কাউকেই এখন তেমন একটা দেখি না। সেই সময়টি বোধহয় সচলের গোল্ডেন টাইম ছিলো, সেখানে থাকতে না পেরে সত্যি মিস করেছি। শুভাশীষ দা বোধহয় এখন আর লেখেন না সচলে?
আমি জানি না আমার এই মন্তব্য শুভাশীষ দার চোখে পড়বে কি না? সচলের সব পুরানো লেখা আশি সময় পেলে খুঁজে খুঁজে পড়ি। আর এদের মাঝে আপনার অসংখ্য লেখা আমি পড়েছি। আপনার লেখায় মুগ্ধ হয়েছি, কিছু প্রশ্ন জমেছে কিন্তু সেগুলো জানানোর কোন পথ দেখিনা। তারপরও আশাকরি আপনি ফিরে আসবনে, অামাদের মতো নতুনদের অনেক মহৎ সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিবেন। ভালোথাকবেন শুভাশীষ দা, আপনার অপেক্ষা থাকলাম সচলে।
-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।
নতুন মন্তব্য করুন