হঠাৎ কি ভেবে রাজন একটা গল্প লিখে ফেলেন। তারপর একটা প্রধান জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক বরাবর পাঠিয়ে দেন। মজার ব্যাপার কিছুদিন পরে গল্পটা ছাপাও হয়। গল্পে কাহিনী প্রায় কিছুই ছিল না। ঠিক গল্প কিনা সেই নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। তবে পাঠক এই লেখার মধ্যে নানা কিছু পাচ্ছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রতিক্রিয়ার পর প্রতিক্রিয়া সাহিত্য সম্পাদক ছেপে যাচ্ছেন। সাহিত্য পাতায় নতুন লেখা ছাপিয়ে কূল পাওয়া যায় না। একই লেখার এত প্রতিক্রিয়া ছাপছেন দেখে এডিটর সাহেব সেদিন হালকা খোঁচাও দিলেন। সামনের সপ্তাহের সাহিত্য পাতায় একটা মন্তব্যের জায়গা রেখে ভাবলেন-এটাই শেষ। কি ভেবে পুরাতন পেপার ঘেঁটে মূল গল্পটা বের করেন। ঈষৎ ঈষৎ ধুলোয় একটু হাঁফ লেগে যায়। হেলান দিয়ে বসে পেপারটা ভাঁজ করে পড়তে শুরু করেন। গল্পের নাম ল্যাম্পপোস্ট।
মানু পাগলা এক-দুই-তিন ক্লাবের দরজার সামনে রাতে ঘুমায়। পুরানো একটা চটের ছালা গায়ে দিয়ে সকাল-সন্ধ্যা এদিক ওদিক ঘোরে। এলাকায় সবাই তাকে চেনে। কেউ খুব একটা ঝামেলা করে না। এখান সেখান থেকে খাবার পেতেও খুব একটা অসুবিধা হয় না। মাঝে মাঝে কয়েক মাস পাগলামি একটু বেশি ভর করে। তখন এলাকার পিচ্চিরা একটু ভয় পায়। দূরে থাকে। একদিন হঠাৎ অন্যকিছু হয়। মানু পাগলা একদম সুস্থ হয়ে যায়। অগুণতি সুস্থ নগরবাসী পাগল হয়ে চটের ছালা পরে ঘুরতে গেলে নগরে চটের ছালার টান পড়ে। ……
সাহিত্য সম্পাদক সাহেব আর পড়েন না। তাঁর ঘুম পায়। হাই তোলেন।
মন্তব্য
শুভ ভাই, বানান টা কি যথেষ্ট হবে না যথেষ্ঠ হবে?
সুস্থ নগরবাসি ছালা পড়ে হবে না পরে হবে?
আমি নাদান মানুষ, ভুল বলে থাকলে ক্ষমা করে দিয়েন। বরাবরের মত এবারও আপনার লেখা ভাল লেগেছে। শেখার অনেক কিছুই আছে।
যথেষ্ঠ বানান নিয়ে যথেষ্ট ঝামেলায় আছি। আর পরে হবে। ঠিক্কর্লাম। ধন্যবাদ।
আমার ত মনে হয় "পড়ে"ই ঠিক ছিল। "পরে" মানে তো পরবর্তী বুঝায় । এখানে তো ছালা পড়া বুঝাচ্ছো নাকি?
গল্প পড়লাম যদিও মাথার উপর দিয়ে গেল :)।
অগুণতি কি অগুণিত হবে?
পরিধান বানান অনুসারে পরে হয়- যদ্দূর জানি। এই মূহুর্তে অভিধান নাই।
অগুণতি আর অগুণিত দুইটাই চলে।
ধন্যবাদ, বস্।
'অগণিত' বোধ হয়, তাই না?
বুঝি নাই।
তবে, এই লাইনটা ব্যাপক লাগছে।
- মুক্ত বয়ান
ট্যাগে লেখা আছে এবসার্ড। মন্তব্যের জন্য ধন্যবাদ।
মিশেল ফুকো ভর করছে নাকি?
না, জনাব। উনারে পড়বার চেষ্টা করছিলাম। পরে বাদ্দিছি।
আসলে দুর্বোধ্যতার জন্য নয় পাগলামি নিয়ে তার একটা বই আছে সেজন্য বলতেসিলাম আরকি!
-------------
তবে এই গল্পে পাঠকের অনেক কিছু পাওয়ার আছে এইটা মানি।
মানে কী?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মানে হচ্ছে ...... খাড়ান একটু চা খাইয়া আহি।
মানে হচ্ছে ...... খাড়ান একটু চা খাইয়া আহি।
হুম...... মানেটা তাই মনে হল
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
আমার যে কী বিশেষ বৈচিত্র আছে জানিনা! যে লেখা কেউ বোঝে না ওইটা আমি একচান্সে বুঝে যাই। আর যেটা সবাই বুঝে গিয়ে তারিফ করতে আরাম্ভ করে আমি সেখানে ঘাটে বাঁধা নৌকার মতো খাবি খাই।
এই লেখাটা তো কঠিন কিছু না। এইগল্পে শুভাশীষদা ওই জিনিসটা বুঝাতে চেয়েছেন... বুঝলেন না?! আরে অইটা, এখনো বুঝতে পারেন নাই... সমস্যা নাই একটু কইষ্যা চিন্তা করেন, বুইজ্যা ফেলবেন।
আমি তাইলে এইবেলা আসি।
শুভাশীষ জানবেন।
---- মনজুর এলাহী ----
শুভাশীষ জানলাম।
প্রশ্নকর্তা: তুমি কী পড়?
উত্তরদাতা: আমি প্যান্ট পরি।
প্রশ্নকর্তা: কোথায় পড়?
উত্তরদাতা: নাভীর দু ইঞ্চি নিচে।
"পড়া" হচ্ছে পাঠ করা আর "পরা" অর্থ পরিধান করা।
বই পরা যেমন সম্ভব না তেমনি ছালা পড়াও অসম্ভব। তবে ডিম পড়া, পানি পড়া, চাল পড়া সম্ভব।
নতুন মন্তব্য করুন