কমরেডের কোন কাজ নেই। জগতে তাঁর গোত্র কমতে কমতে এখন বিলীনপ্রায়। আজকাল মৃত্যু ছাড়া তাঁদের নাম কখনো পত্রিকায় আসে না। সাম্যবাদ কোকাকোলার বুদবুদের মত উবে গেছে। ব্লু-ব্লাড, প্রতিভাবান, কর্পোরেট একে অন্যের পিঠ চুলকিয়ে লাল করে ফেলে। কমরেড অবলীলায় দেখেন। শিল্পবিকাশ ঘটাতে গিয়ে কর্পোরেটরা হতদরিদ্রদের চিন্তাহীন শ্রমমেশিন বানায়। দরিদ্র কৃষক প্রান্তিক জন হতে হতে একসময় আত্মহননে নামে। কমরেডের কোন উপায় থাকে না। বিপ্লব কাঁথা গায়ে ঘুমিয়ে পড়ে। কমরেডের ডায়েরির একটা পাতা আবারো অর্থহীন কথায় পূর্ণ হয়।
লেখা শেষে তাঁর খুব চায়ের নেশা জেগে ওঠে। চেয়ার থেকে উঠে হেঁটে রান্নাঘরে যান। লাইটের সুইচটা অন করেন। গতরাতের এঁটো প্লেটের ওপর অনেক তেলাপোকা খাবার সাঁটতে ব্যস্ত ছিল। কিছু কিছু ভয় পেয়ে গর্তে লুকিয়ে পড়ে। বাকিরা চোখকান খোলা রেখে কাজ চালাতে থাকে। ইদানীং রান্নাঘরের কিছু তেলাপোকা বুঝে গেছে কমরেডের হাতে বিপদের আশংকা নেই।
(প্রথম খসড়া)
মন্তব্য
হ
নীড়পাতা.কম ব্লগকুঠি
হ
আফসোস
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হ
কবিতা হয়ে গেলো যে, বস!!
কন কী।
কড়া!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আচ্ছা !!
ঠিকাছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ, কমরেড।
আরেকটা অসাধারণ কাজ। খসড়াতেই...
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
কমরেড লাইনে আসেন, কথা আছে।
হ। ঠিকাছে।
ভালোহইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ।
অ-নে-ক ভা-লো লা-গ-ছে--------(লেখা দেখে মনে করবেন না আবার কোষ্ঠকাঠিন্য থেকে লেখা, কঠিন ভালো লাগা থেকে লেখা, একটু বুইঝেন!)
ফারাবী
অ-নে-ক ধ-ন্য-বা-দ
এইটার খসড়া ভালৈসে। এবার একটা পূর্ণাঙ্গ গল্প চাই...
_________________________________________
সেরিওজা
দেখি লিখব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এঁটোখোর তেলাপোকার রুপক এ চমৎকৃত হলাম। অসাধারন
স্বজাতিতে ভয় কিসে? কমরেড -- স্রেফ তেলাপোকার মত টিকে আছে।
না, তেলাপোকা তো অনেক দক্ষতার সাথে স্বচরিত্রে টিকে আছে।
কমরেডদের এখন দুঃসময়, তা বোঝা গেল।
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
হ।
নখদন্তহীন কমরেড এখন খালি বইসা বইসা দ্যাখে। বেচ্চারা। কমরেডের এখন তার "কমরেড" নামটাই ভুলে যাওয়া উচিত। তাইলে সুখে থাকা যায়।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
এদের গদাম দেয়ার জন্য কমরেডদের জেগে ওঠা প্রয়োজন। জাগো বাহে।
পছন্দ হয়েছে খুব।
.....................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
থ্যাংকস।
খসড়াই এইরকম!
চূড়ান্তটার জন্য সাগ্রহে অপেক্ষা করছি!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ
এইজন্যই তো এদের বলা হয় কমঅনিষ্ট (যাহাদের বেশি অনিষ্ট করার ক্ষমতা নাই)
হ
স্কুল জীবনে খবরের কাগজে একজন মানুষের নাম পড়তাম যিনি নিজের নামের সাথে সব সময় কমরেড লাগিয়ে রাখতেন, এখনো লাগান। তার এক সদস্যবিশিষ্ট পার্টির নাম তখন শুধু পত্রিকার পাতায়ই দেখা যেত। এখন সেই পার্টির নামটাও বদলে অনেক সুশীল নাম হয়ে গেছে। কমরেড অবশ্য আমার জ্ঞানের কাল থেকেই সুশীল। দুর্জনেরা বলেন কমরেড নাকি মগবাজারের বিরিয়ানীও খান। তার যা এক-আধটু কর্মকাণ্ডের কথা পত্রিকায় আসতো তাতে বিরিয়ানীর গল্প সত্যি বলে মনে হয়।
গল্পটা পড়ে আমার কেন যেন সেই কমরেডের কথা মনে পড়ে গেল। যদিও এই গল্পের কমরেড আর আমার বলা বিরিয়ানীখোরের অবস্থান এক নয়।
অণুগল্প হিসেবে এটা ঠিক আছে। পার্টিতে ঠাঁই না পাওয়া অথবা ভিন্নমতের জন্য পার্টি থেকে বিতাড়িত অথবা পলিটব্যুরোর বাকিদের মত পার্টিকে পাঁতিবুর্জোয়া লেজুড় বানাতে অরাজী কমরেডরা এমনই আছেন।
পারমাণবিক বিস্ফোরণের পরও হয়তো তেলাপোকা টিকে থাকবে, তার অভিযোজন ক্ষমতা অমনই। কমরেডের অভিযোজিত হবার উপায় কম হতে পারে। কারণ, চিন্তায় বিশ্বাসে প্রগতিশীল না হলে, মার্ক্স-লেনিনের কথাকে আসমানী কিতাবের মত করে দেখলে বিলুপ্তই হতে হবে। প্রগতিশীলতা মানে তেলাপোকার মত বাঁচা নয়, বরং পৃথিবীটাকে মানুষের উপযুক্ত করে গড়ে তোলা - নিজেরা মানুষের মত বাঁচা।
পুনশ্চঃ বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেল।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাণ্ডবদা,
কমরেডদের ব্যঙ্গ করবো কি বরং নিজেকেই কমরেড মনে হয়।
ব্যাঙ্গ অব্যহত থাকুক ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ঠিকাছে...
হুমম
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
দ্রোহী, সিমন-
ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন