সমুদ্রের প্রতি ওর আত্মসমর্পণ দেখে কি যেন হয়। প্যারালেলে না হেঁটে পারপেন্ডিকুলারে পানিতে ঢুকে পড়ি। খানিক পরে বুঝতে পারি পাড় থেকে অনেক দূরে চলে এসেছি। কারো কারো চিৎকার কানে আসে। অনেক দূর থেকে। দিয়াও কি চিৎকার করছে? সন্দীপণের চরিত্রের মতো এই কাজ করব কখনো ভাবি নি। প্রায় দমবন্ধ হয়ে আসে। আমি তাও আশা করি সেই ইদুঁরের মতো, তপ্ত পিচে কষে রক্ত নিয়ে কিচকিচ আওয়াজ করা প্রায় মৃত ইঁদুরের মত আমি আশা করতে থাকি। কেউ এসে বাঁচাবে। স্কুলের জীববিজ্ঞান ক্লাসের কথা মনে পড়ে যায়। পানি গিলতে থাকি। শরীর, করোটি, আড়চোখে তাকানো বিকালের সূর্য, চোখেমুখেকানে ঢুকে পড়া অজস্র জলরাশি আমার ভাবনাকে আরো নিরবিচ্ছিন্ন করে। ক্লোরোফরম দেয়া একটা ব্যাঙ কাটছিলাম। অন্যদের মতো পিন দিয়ে চারপা বেঁধাতে মায়া লাগছিল। উল্টিয়ে কাচি দিয়ে মাঝ বরাবর কিছুদূর কাটার পর দেখি তড়াক করে লাফ দিয়ে ব্যাঙ উঠে পড়ল। পরে আরো দুই চারটা প্রয়োজনীয় লাফ দিয়ে উধাও। ব্যবচ্ছেদ করা অজ্ঞাত সেই ব্যাঙের কথা ভাবতে ভাবতে আমি ডুবে যেতে থাকি।
মন্তব্য
বাহ্, চমৎকার।
ধন্যবাদ
- ঈশ! কী কঠিন লেখারে ভাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালো লাগলো শুভাশীষদা
ধন্যবাদ
বস, ক্লোরোফর্মে ভেজাল আছিল নাকি? একটু ওভারডোজ করলে কিন্তু ব্যাঙ মইরা যাবার কথা, উল্টা পিন ছুটায়া ফাল দিছে আপনার পরাণ পক্ষীর মত। দারুন লাগল লেখাটা, একদম বোম্বাই মরিচের মত ঝাঁঝাঁলো।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হ। ভেজাল ছিল মনে লয়।
প্যারালাল আর পারপেন্ডিক্যুলার এ আইসা আজাইরা কথা মনে পরছিল। চিন্তা করছিলাম, এত ঝামেলায় না গিয়া হাইপোটেনিয়াস বরাবর হাটঁলেইত তাড়াতাড়ি পৌছে যাইব।
-লেখাটা আসলেই খুব কঠিন হইছে শুভাবিশদা। থাম্বস আপ! (এইটার ইমো কেম্নে দেয়?)
===অনন্ত ===
ভাগ্যিস শুভাবিষদা বলেননি।
@ অনন্ত,
হাইপোটেনিয়াস বরাবর হাঁটলে দিয়ার সাথে ধাক্কা লাগত তো।
-বুঝলাম না, প্রায় চার ঘন্টা আগে মন্তব্য করলাম; কিন্তু এখনো প্রকাশ হয়নি! যে মন্তব্য করেছিলাম তা অনেকটা এই রকম- "আরে আমি দেখি আপনার নাম ভুল লিখেছি। আসলেই দুঃখিত, শুভাশীষদা। মাথা মনে হয় পুরাই আউলা হয়ে গেছে।"
-এখন বুঝলাম কেন হাইপোটেনিয়াস দিয়ে হাঁটে নাই। ধন্যবাদ, শুভাবিষ দা।
===অনন্ত ===
আরে আমি দেখি আপনার নাম ভুল লেখছি। আসলেই সরি, শুভাশীষদা। মাথা মনে হয় পুরাই আউলা হয়ে গেছে।
===অনন্ত ===
আরে না। নামটা টাইপ করে লেখা আসলেই কষ্ট।
ভালো লাগলো শুভাবিষদা।
আমারো খুব ভালো লাগলো বিষদা!
জোকস অ্যাসাইড- আসলেই খুব ভালো লেগেছে।
অটঃ আপনে নিজেই ব্যাঙ কাটতেন নাকি? আমি তো অন্যদের টেন্ডার দিয়ে দিতাম, কাটাকাটি ওদের- আঁকাআকি আমার।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
পড়ার জন্য ধন্যবাদ।
একবার মনে হয় কাটতে হয়েছিল। এটা বেশ বাজে একটা ব্যাপার।
নটরডামের কল্যাণে নিজেকে ব্যাং-কাটা এক্সপার্ট দাবী করি।নিদেন ৫-৬ খানা কাটতে হইসিলো। বেশ আনন্দময় একটা কাজ, প্রচুর উপকার আছে, যথা : মন প্রশান্ত করে, হস্ত-চক্ষু কো-অর্ডিনেশন বাড়ায়, পরীক্ষায় নাম্বার ওঠায়, বিমলানন্দে ঘন্টা খানেক সময় কাটানো যায়, ত্বক উজ্জ্বল ও ফর্সা করে, দাঁত ও মাড়ি শক্ত হয়, কাপড় ধবধবে সাদা হয়, বাড়ন্ত বাচ্চাদের পুষ্টি যোগায়, গাড়ির মাইলেজ বাড়ায়.....ট্রাই করে দেখেন স্যার!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
নটর ডেম-কে নটরডাম বানিয়ে দিলেন!!!
শব্দটা ফরাসী। ডাম অথবা দাম-ই আসল উচ্চারণ। কলেজের ফাদার পিশোতো ও আলিয়ঁস এর ফরাসী শিক্ষক তাই শিখিয়েছেন আমাকে।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
তাই নাকি? জানা ছিলনা। এতদিন তাহলে ভুল জেনে এসেছি।
কিন্তু ইংরেজীতে যে ডেইম বা ডেম উচ্চারণ করে, তার কি হবে?
ঐটা ইংরেজি শব্দ ডেম বা ডেইম। নটর মানে our এবং ডাম মানে lady দুইটাই ফ্রেঞ্চ. ইন ফ্যাক্ট আসল উচ্চারণ আরো ডেডলি। নটর না, 'নোথো'! নোথো দাম! কিন্তু পোলাপাইন রে কইলে মাইর খাইতে হবে সম্ভবত।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
বাই দা ওয়ে, 'বিষদা'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! এইটা খুনাখুনি হইসে ইক্কেরে! আমি এখনই ইমরানরে জানাইলাম......
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ধানাই ফানাই বাদ্দিয়া লেখালেখি কর।
এহ্! এখন যে মানুষ কাটো (পকেটে এবং শরীরে)?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
ওই ব্যাটা, তোমার নাম কি ওডিন? তুমি কি ডাক্তার?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
বাহ্! কেন যে গল্পগুলোকে আরও একটু বড় করো না তুমি, আইলসা একটা!
-----------
হে দাশভ, নতুন নতুন ইমো পাইয়া তুমি মুক্তহস্তে দক্ষিণা দিতেছো, লক্ষ্য করিলাম।
তবে,আমাকে নতুন 'কারিশমা' দেখাইতে আসিলে "ঠ্যাং ভাইংগা হাতে ...... " হইবার সম্ভাবনা ব্যাপক, মনে রাখিও।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
ধন্যবাদ .
দূর্দান্ত গল্প! তবে পড়া শেষ করে এই পোড়া মাথায় একটা প্রশ্ন জাগল- ব্যাটা মরল দুঃখে??
কিছু কিছু মুহূর্তে মানুষরে কেন জানি নিশিতে ধরে। ভাববাদী, ভোগবাদী হগলের ক্ষেত্রে এটা সত্য। ভুবনরে অসুন্দর মনে লয়, মানুষ মরবার চায়।
আর আপ্নে সন্দীপন চট্টোপাধ্যায়ের 'আমি আরব গেরিলাদের সমর্থন করি' উপন্যাসটা পড়লে আরো বিস্তারিত ধারমা পাবেন।
এহহহহ, আবার একটা দারুণ গল্প - ভাল্লাগে না এইসব
এরকম দুইলাইনেই এত্তো কথা বলা কেম্নে যায়!
চমৎকার লেখা।
ধন্যবাদ।
mr. 20% ব্য্াপারটা কি
লন
প্রশ্ন আছে।
১। খোমাখাতায় দেখলাম শতাব্দী সেরা আমেরিকান ছোটগল্প পর্তেসেন। পিডিএফ ?? হইলে লিঙ্ক পাঠান যায় ??
২। এই ইমোটিকন গুলা পাইসেন কই ?? কেম্নে দ্যান ??
_________________________________________
সেরিওজা
১। আমি লাইব্রেরি থেকে আনছি। আর পিডিএফের লিঙ্ক খোমাখাতায় দেয়া আছে।
২। এখানে পাইলাম।
কেউ কি গুগল ক্রোম দিয়ে এই লেখাটা পড়ছেন? আমি আগেও লক্ষ করেছি, দাঁড়ির পরে দেওয়া লেখা আমি মাঝে মাঝে পড়তে পারিনা। যেমন উপরে সুহান ভাই এর কমেন্ট আর শুভাদার উত্তরে খালি এক গাদা বাক্স দেখতে পাচ্ছি
ভালো লাগলো শুভাবিষদা।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজ্রুলিস্লাম ভাই, অনেক থ্যাংকস।
আননের ফাইন হওন উচিত...এমন একটা প্লটরে টুকুন বানাইয়া দিলেন...
আনন কিডা?
আমার কাছেও সমুদ্র একঘেঁয়ে মনে হয়। পাহাড় ভালো লাগে।
কলেজে ব্যাঙ কাটতে গিয়ে একটা নির্মম কাজ করতাম আমরা। কাটাকুটি শেষে ব্যাঙ্গের সামনের দুই ঠ্যাং এর পিনদুটো খুলে উপুড় করে রেখে আসতাম। দেখলে মনে হতো জীবন্ত একটা ব্যাঙ হাঁ করে বসে আছে। মানুষ কতো নিষ্ঠুর !
লেখায় (কবে সচল হবো ঠিক নাই। নিজেই তারা বানিয়ে নিলাম )
▀ ▄
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
প্র্যাকটিক্যালে এই ব্যাঙ কাটাকাটি তুলে দেয়া উচিত।
অসাধারণ!!
কেমনে লেখেন এমন ! ভালো লেগেছে খুব।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ।
শোনো
তবুও এ মৃতের গল্প; - কোন
নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
বিবাহিত জীবনের সাধ
কোথাও রাখেনি কোন খাদ।
সময়ের উদবর্তনে উঠে আসে বধু
মধু - আর মননের মধু
দিয়েছে জানিতে;
হাড়হাভাতের গ্লানি কোন বেদনার শীতে
এ জীবন কোন দিন কেঁপে ওঠে নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শূয়ে আছে টেবিলের ‘পরে।
জানি - তবু জানি
নারীর হৃদয় - প্রেম -শিশু - গৃহ- নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় -
আরো এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
ক্লান্ত ক্লান্ত করে;
লাশ কাটা ঘরে
সেই ক্লান্তি নাই,
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ‘পরে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ, বস্।
নতুন মন্তব্য করুন