আমার পরিবার
ক্যারি নোয়লস্
তৃতীয় শ্রেণী, ১৯৫৭:
ক্লাসে প্রতিবন্ধিতা সম্পর্কে পড়ানো হচ্ছিল। এক শিক্ষিকা দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন বাবা অন্ধ হলে আমি কী করতাম।
অন্ধলোক কখনোই প্রতিবন্ধী না- আমি বলি। শিক্ষিকা জোর গলায় বলেন-
অবশ্যই প্রতিবন্ধী। আমি তর্ক করতে থাকি। তারপর একসময় নেমে আসা ভয়াবহ নীরবতা আর অন্যদের করুণা সহ্য করতে না পেরে থেমে যাই। এক নাগাড়ে দৌড়ে মাঠ পেরিয়ে বাসায় ঢুকি। মা আমার জন্য অপেক্ষা করছিল। আজ প্রথম বুঝতে পারি বাবা ছাড়াও আমার পরিবারের লোকেরা অন্যদের চেয়ে ভিন্ন।
সূত্র:
Long Story Short
The University of North Carolina Press
2009
লেখক পরিচিতিঃ
ক্যারি নোয়লস্ আমেরিকার নর্থ ক্যারোলিনার লেখক।
অনুবাদঃ টুকুন গল্প।৩।
মন্তব্য
চমৎকার....................
টুকুন গল্পের নেশা ধরে যাচ্ছে............ আরো বেশী বেশী চাই......
নবীন পাঠক
shahriarsajib@gmail.com
এককথায় অসাধারণ!
----------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
চমৎকার!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বিদেশীগুলান এইগুলা ক্যাম্নে লেখে ?? এতো ছোট্ট, অথচ এতো তীব্র...
_________________________________________
সেরিওজা
গভীর, এইভাবে পারিবারিক দিক থেকে চিন্তা করিনি কখনো। ভালো লাগলো।
চমৎকার!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ব্যাপক
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
-----------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
মাশাল্লা...গল্পের ক্ষেত্রে এত্ত আইলসা আপনে!
আপ্নেরে বড়টা ধরায়া দিয়া আমি ছুডু একটা কর্লাম আর কী।
-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ছোটরা অনেক বেশী honest এবং মুক্ত চিন্তাধারার হয় । আমাদের চিন্তা ধারায় অনেক পরিবর্তন দরকার, যা কিনা আমরা ওদের কাছ থেকে শিখতে পারি ।
''চৈত্রী''
হ
---------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ভাল লাগল।
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আট-ন বাক্যে এতটা অর্থ ধারণ করাও কি সম্ভব!!!
নতুন মন্তব্য করুন