একটা পাথর। পড়ে আছে বাড়ির সামনেই। স্থির। বাতাসে দোলে না। গতকাল বেরোনোর সময় পাথরে লেগে আমার পায়ের বুড়ো আঙ্গুলের নখের দফারফা। ব্যথা দেয়ার অদম্য প্রাণশক্তি দেখে তাকে মৃত ভাবি না। নাম ও বদলাই না কখনো। ডাকি ভোকাট্টা নামে।
একখানা মেঘ। মাঝে মাঝে উড়ে যায় আমার বাড়ির ওপর দিয়ে। আমি দেখি। অনেক সময় না দেখে শুয়ে কল্পনা করি। মেঘের মধ্যে আমি জীবন আর মৃত্যু দুটোই পাই। আমার মধ্যকার থিকথিকে দুঃখ মেঘকে দিলে তার গাঢ়ত্ব বাড়ে। পরিচ্ছন্ন হয়ে পরিশেষে নাম ধরে ডাকি। ভালোবাসি।
নামের দোহাইঃ কার্সন ম্যাককুলেরস্ এর বিখ্যাত ছোটগল্প ‘A Tree. A Rock. A Cloud’ অনুসারে এই ব্লগরব্লগরের শিরোনাম।
মন্তব্য
বাঃ।
খুব সুন্দর!
দিদিভাই, ধন্যবাদ।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
আপনার লেখা অন্যদের চেয়ে একেবারেই আলাদা, স্বতন্ত্র। আমার ভাল লাগে।
জয়_
কন কী!!
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ভাল লাগলো
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিলো কী করে!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মিয়া এইটা আমি সেদিন খুব খুঁজছিলাম পাইনি কেন জানি! তবে এইটা আমার খুব প্রিয় একটা পোষ্ট, হোক সেটা আপনার ভাষায় ফালতু ব্লগর ব্লগর
নতুন মন্তব্য করুন