আমাদের কালের নায়ক আহমদ ছফা

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ৩০/০৬/২০১০ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহমদ ছফার জন্ম আষাঢ় মাসে। জন্মস্থান চট্টগ্রামের চন্দনাইশ থানার গাছবাড়িয়ায়। তাঁর পিতার নাম হেদায়েত আলী। একজন বিদ্যোৎসাহী মানুষ হিসেবে তাঁর সুনাম ছিল। চন্দনাইশ এলাকায় কম্যুনিস্ট পার্টির তৎপরতা শুরু হলে ছফার বাবা ছেলেকে এই পার্টির কর্মীদের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। এমনকি দূরে সভা হলে ছেলেকে ঘাড়ে নিয়ে গেছেন সভাস্থল পর্যন্ত।

প্রাইমারি স্কুলে ক্লাস থ্রিতে পড়ার সময় ছফা তাঁর বাবার জোরাজুরিতে একটা কবিতা লিখেন । কবিতাটি লেখা হয়েছিল রামচন্দ্রকে নিয়ে। ছফার জবানিতে কবিতার দুটো লাইন জানতে পারি।

যেইজন পিতামাতার প্রতি নাহি করে ভকতি
পরকালে হবে তার নরকে বসতি।

উৎফুল্ল পিতা ছেলেকে নিয়ে মসজিদে হাজির হলেন। হাজেরান মুসুল্লিদের সামনে ছফাকে সেদিন রামের কবিতা উচ্চস্বরে পাঠ করতে হয়েছিল। পরে এক প্রবন্ধে ছফা আশংকা প্রকাশ করেছেন, এখন কোনো মসজিদে রামচন্দ্রকে নিয়ে কবিতা পড়া হলে খুনোখুনির বন্যা বয়ে যেত।

হাইস্কুলের শিক্ষকেরা ছফাকে সাহিত্যের নানা রত্নভাণ্ডারের সাথে পরিচিত করান। ছফা গোগ্রাসে সব গিলতে থাকেন। স্কুলশিক্ষক বিনোদবাবুর কাছে আসতেন কম্যুনিস্ট নেতা সুধাংশু বিমল দত্ত। কিছু কিছু পুস্তিকা পড়ে কৃষক-বিপ্লবের কথা জানতে পারেন। কৃষক সমাজের জন্য অপেক্ষমান এক মহান লড়াইয়ের প্রস্তুতির জন্য ছফা একাগ্র হন।

আহমদ ছফার পিতা লোকজনকে বলে বেড়াতেন তাঁর ছেলেটা আগের যুগে জন্মালে পয়গম্বর হত। ছফা বালক বয়েসে পয়গম্বরের মতো ভারিক্কি জিনিস বুঝতেন না। কীভাবে পয়গম্বর হওয়ার হাত থেকে বাঁচা যায় তার ফিকির খুঁজতেন। ছফার বয়স বেড়েছে। মৃত্যু হয়েছে। পয়গম্বরের তকমা সাঁটাতে পারেননি। এর বদলে হয়েছেন লেখক। আমরা কেউ কেউ ছফার লেখা পড়ে তাঁকে মহাত্মা বা মহামতি সাজাই। কেউ বলেন, ধুর এই লোক আস্ত প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক। কেউ বলেন, দেখার চোখ থাকা সত্ত্বেও লোকটা অন্ধ। অপর পারে বসে ছফা এসবে মজা নেন।

আজ তিরিশে জুন। আহমদ ছফার জন্মদিন।

ফিরে: আহমদ ছফাকে নিয়ে সলিমুল্লাহ খান একটি প্রবন্ধ লিখেছিলেন প্রায় একই শিরোনামে। মিখাইল লেরমেন্তভের বিখ্যাত উপন্যাস ‘আ হিরো অফ আওয়ার টাইম’ অবলম্বনে।


মন্তব্য

স্বাধীন এর ছবি

ছফার জন্মদিনে তুমি পোষ্ট না দিলে আর কে দিবে। লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে, আরেকটু দীর্ঘ হলে ভাল লাগতো। যা হোক,

গুরুর জন্মদিনে রইল অশেষ শ্রদ্ধা।

শুভাশীষ দাশ এর ছবি

এটা কেবলমাত্র স্মরণ। তাই কথা বাড়ালাম না। হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন আহমদ ছফা, দরকার আপনার মত সাহসী মানুষের।

ধন্যবাদ শুভাশীষ।

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আনন্দী কল্যাণ এর ছবি

অপর পারে বসে ছফা এসবে মজা নেন।

ঠিক।

শ্রদ্ধা জানাই আহমদ ছফা কে।

সুরঞ্জনা এর ছবি

একটা বই পড়ে মুগ্ধ হয়েছি, 'পুষ্প বৃক্ষ বিহঙ্গপুরান'।
আহমদ ছফার প্রতি শ্রদ্ধা।
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নীড় সন্ধানী এর ছবি

আহমদ ছফার জন্মদিনে শ্রদ্ধা।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাঈদ আহমেদ এর ছবি

আহমদ ছফাকে স্মরণ। আপনার ছফাগিরির ভক্ত তো হয়েই আছি, নতুন করে কী আর বলবো!
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

মাহবুব লীলেন এর ছবি

বেশ কাকতালীয়। মাত্র গতরাতে দ্বিতীয়বারের মতো ছফার যদ্যপি আমার গুরু পড়া শেষ করলাম একটা নতুন পাঠের অভিজ্ঞতা নিয়ে;

৭১ এ ভূগোলে স্বাধীন হওয়া বাংলাদেশের মনস্তাত্ত্বিক সীমারেখা নির্ধারণের জন্য ছফা উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন আব্দুর রাজ্জাকের মহাকাব্যিক জীবনকে আর আব্দুর রাজ্জাক তার মহাকাব্যিক ভাবনাকে স্বেচ্ছায় অনুদিত হতে দিয়েছেন ছফার ভাষায়...

০২

শুভাষীশ ছফাগিরি না লিখলে বোধহয় দ্বিতীয়বার ছফা পড়া হতো না আর এই আবিষ্কারগুলোও হতো না

০৩

বাংলাদেশের মনস্তাত্ত্বিক সীমানা নির্ধারণকারী আহমদ ছফা; শুভ জন্মদিন আপনাকে

শুভাশীষ দাশ এর ছবি

আপনার উপলব্ধি নিয়ে আলাদা পোস্ট আসা দরকার।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন লোন রাইডার।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গাভী বিত্তান্ত, পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরান এর মাধ্যমে আহমেদ ছফার লেখার সাথে পরিচয়।
মরণ বিলাস পড়েছি সর্বশেষ...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

_____________________
বর্ণ অনুচ্ছেদ

সুহান রিজওয়ান এর ছবি

শুভাশীষদা, ছফার উপন্যাসসমগ্র দেখলাম আজ...। কিনে ফেলা উচিৎ কি ??

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

বাংলা সাহিত্যে উপন্যাস রচনায় পোস্ট-মর্ডানিস্ট কম। পোস্ট-মর্ডানিস্ট ঔপন্যাসিক ছফাকে তাই পড়া উচিত।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দুর্দান্ত এর ছবি

শুভ জন্মদিন।

বাউলিয়ানা এর ছবি

বাংলা সাহিত্যে উপন্যাস রচনায় পোস্ট-মর্ডানিস্ট কম। পোস্ট-মর্ডানিস্ট ঔপন্যাসিক ছফাকে তাই পড়া উচিত।

কিন্তু চট্টগ্রামে ছফার বই এর সাংঘাতিক আকাল!

অল্প সময়ের জন্য দেশে গেলে বই যোগাড় করা খুব মুশকিল হয়ে যায় মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।