সকালে যা হয়, যে যার মতো কাজ বা অকাজ আরম্ভ করতে চায়। যখন কাউকে নাম ধরে ডাকার ব্যাপার আসে তখন সমস্যাটা ঠিক করে বোঝা যায়। ডাকতে গিয়ে অন্যজনের অতি পরিচিত নামটা মাথায় আসে না। সমস্যা আরো প্রকট হয় যখন নিজের নামটা মাথা থেকে বেমালুম গায়েব হয়। এদের কেউ কেউ ফোন ধরে স্বভাবসিদ্ধ গলায় বলে ফেলে মি. … স্পিকিং। অপরপ্রান্ত থেকে তৎক্ষণাৎ প্রশ্ন আসে, কে বলছেন? ফোন রেখে দেয়া তখন উপায় থাকে না। নিজের নামটা মাথায় না আসায় পার্স থেকে যাবতীয় এক দঙ্গল কার্ড টেবিলের ওপর ফেলা হলে প্রতিটা কার্ডে নিজের নামের জায়গায় একটা অমানবিক শূন্যতা স্পষ্ট হয়। পৃথিবী গ্রহে ব্যক্তির নাম ভিত্তিক যাবতীয় ডাটা বেমালুম গায়েব হয়ে গেছে- এই কথা আস্তে আস্তে বুর্জোয়াসকল সকাল সকাল আবিষ্কার করে ফেলে। ফলে হৈচৈ শুরু হয়। টেলিভিশন চ্যানেল এসব হৈচৈ কে জোরালো হৈচৈ করে দেয়। বিকেলের মধ্যে টিভির পর্দায় আমেরিকার চুয়াল্লিশতম প্রেসিডেন্ট জনাব … হাজির হন। মানব জাতির এই সাম্প্রতিক ভেজাল নিয়ে নাতিদীর্ঘ বক্তৃতা শেষ করেন একটা স্মার্ট কথা বলে- নাম না থাকায় আমার খুব একটা সমস্যা হচ্ছে না। মি. ব্ল্যাক প্রেসিডেন্ট বললেই সবাই চিনে ফেলছে। এর মধ্যে কমিউনিকেশন এক্সপার্টরা টিভি পর্দায় হাজির হতে থাকে। বহিরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য পরামর্শ দেয়া হয়।
অন্যান্য দেশের মতো বাংলাদেশের বুর্জোয়ারাও হৈচৈ অব্যাহত রাখে। এদিকে রিকশাওয়ালা, ইটভাটার লালাভ শ্রমিক, দেহোপজীবিনী, অটোচালক, ঠেলাওয়ালা, পানবিক্রেতা, বাজারের তরকারিওয়ালা সহ একশ্রেণীর প্রলেতারিয়েত বিকেল গড়িয়ে সন্ধ্যা কী রাতে ও এই সমস্যা মালুম করে না। পরবর্তী দিন, পরবর্তী মাস, পরবর্তী বছরেও। আগের মতোই সবাই তাদের একই নামেই ডেকে চলে। ঐ।
-----
সাম্প্রতিক পাঠ: জাপানি লেখক কোবো এবি-র গল্প ‘দা ক্রাইম অফ এস. কার্মা’; লন্ডন রিভিয়্যু অব বুকসের এগারো ফেব্রুয়ারি ২০১০ সংখ্যায় মিখাইল লেরমেন্তভের ‘আ হিরো অফ আওয়ার টাইমস্’ নিয়ে লেখা জেমস্ উডসের সমালোচনা।
মন্তব্য
ভাল্লাগছে প্লটটা...
কি মাঝি, ডরাইলা?
হুম
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
শ্রেণী পরিচয়ে নয় লিঙ্গ পরিচয়েও মানুষ "ঐ" হয়ে যায়। বাংলাদেশের মেয়েরা বিয়ের পর নিজের নাম হারিয়ে ফেলে অমুকের বউ, তমুকের মা হয়ে যায় - সম্বোধনের ক্ষেত্রে "ঐ"। শহরাঞ্চলে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সত্য তবে লিঙ্গভিত্তিক "ঐ"-এর মোট সংখ্যা এখনো বিপুল।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ঠিক কথা। আমার ঠাকুমার নাম ভুলে গেছিলাম। অনেকক্ষণ ভেবে তারপর মাথায় আসলো।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
গল্পের থীমটা সুন্দর। ভাল লাগসে।
অনন্ত
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
খুবি সুন্দর রূপকধর্মী লেখা। পড়ে ভাল লাগল।
আসলেই পাশ্চাত্যের ধণতান্ত্রিক সমাজ ওখানকার সাধারণ মানুষকে এমনভাবে বশ করে রাখে যে ওরা বিলাসবহুল জীবনযাপন ছাড়া অন্য কিছুর চিন্তাই মাথায় আনতে পারে না। নিজের গন্ডির বাইরে কি হচ্ছে তা অনেকেই জানে না।
আর যেই শ্রেণীগোষ্ঠিকে সবাই 'ঐ' বলে ডাকে, তারাও পেটের শান্তি আর মাথা গুজার ঠাই খুজতে এত ব্যস্ত যে অন্য কিছু ভাবার সময়ই নেই তাদের। আমার মনে হয় দুই দলই আসলে দূখী।
- নীলরতন
ঠিকাছে।
তবে প্রতিটা মানুষের আইডেন্টিটি গায়েব হয়ে যাওয়ায় একটা সাধারণ শ্রেণী তৈরি হয়। ঐ শ্রেণী। ভেদাভেদ ভুলে সবাই এক গোত্রে আসে। ইউফোরিয়া।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
দারুণ।
যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।
মন্তব্যের জন্য থ্যাংকস্।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বলার জন্য আলাদা একটা ভঙ্গি নিচ্ছেন। ভাল লাগছে।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
ভঙ্গি গুরুত্বপূর্ণ না বক্তব্য? (গল্পের বক্তব্য অবশ্যই ভালো)
__________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
টুকুন গল্পগুলোর ভঙ্গি প্রায় একই। আর এই গল্পটা বেশ ক্লিশে।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ভয়াবহ প্লট, বলার ধরণটাও ভয়াবহের কাছাকাছি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তবে এই গল্পটা ক্লিশে। আইডেন্টিটি হারানোর কনসেপ্ট অনেক জায়গায় ব্যবহার হয়েছে। এখানে সেটা মানব প্রজাতির করে দেয়া হয়েছে কেবল।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
দারুন লাগলো।
কবে যে এইরকম ঝাঁকানি দেয়া গল্প লিখতে পারবো?
বড় হয়ে
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
তাহলে এই জনমে আমার আর হচ্ছে না।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বাহ্!
সুমিমা ইয়াসমিন
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ভালোই লাগল।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বাহ ন্যাচেরাল টনিক টাইপের ভালো লাগলো। থ্যাঙ্ক্যু।
-------------------------------------------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
হা হা হা
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বা:
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বেশ ভালো...
_________________________________________
সেরিওজা
গল্প লিখো না দেখি অনেকদিন।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
চমতকার প্লট ও লেখা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
চরম!
আপনার টুকুন গল্পগুলো খুবই উপভোগ করছি।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
কন্সেপ্টটা খুব ভালো লাগলো...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
নতুন মন্তব্য করুন