অনুবাদ: টুকুন গল্প।৬।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ০৪/০৮/২০১০ - ৪:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সর্বমোট
গ্রেগরি বার্নহাম

জীবদ্দশায় ব্যবহৃত ফ্রিজের সংখ্যা ১৮;
পচা ডিম ছুঁড়ে মারা ১;
হাতের আঙ্গুলে আংটি ৩;
ভাঙ্গা হাড়ের সংখ্যা শূন্য;
পার্পেল হার্ট অর্জন শূন্য;
বউয়ের কাছে অবিশ্বস্ত থাকা ২;
বড় গলফের গর্তে বল ঢোকানো শূন্য; ছোট গলফের গর্তে ৩;
একটানা সর্বোচ্চ পুশ-আপ দেয়ার রেকর্ড ২৫;
কোমরের মাপ ৩২;
সাদা চুল ৪;
বাচ্চাকাচ্চা ৪;
বিজনেস স্যুট ২; সাঁতারজামা ২২;
এ পর্যন্ত টানা সিগারেট ৮৩;
কুকুরের পশ্চাদ্দেশে লাথি মারার সংখ্যা ৬;
কোনো কাজ করতে গিয়ে ধরা খাওয়া ৬৪;
পোস্টকার্ড পাঠিয়েছি ৮৩১; পেয়েছি ৪১৬;
আমার তত্ত্বাবধানে মৃত স্পাইডার প্ল্যান্ট ৩৪;
ব্লাইড ডেট ২;
জাম্পিং জ্যাকের সংখ্যা ৯৮২,৩১৬;
মাথাব্যথা ১৮৪;
চুমু দিয়েছি ২১,৬০২; খেয়েছি ২০,০৪১;
বেল্ট সংখ্যা ২১;
চরম খারাপ অবস্থায় পড়েছি ৬; মোটামুটি অবস্থায় ৮৩৮;
বাপ-মা’র কাছে দিব্যি কেটেছি ৮৩৮;
গির্জার ক্যাম্পে সপ্তাহ কাটানো ১ বার;
নিজের বাড়ি শূন্য; ভাড়া থাকা বাড়ি ১২;
প্রশংসাপত্র দিয়েছি ৪,০৫১; পেয়েছি ২,২৪৯;
বিব্রতকর পরিস্থিতি ২,২৫৮;
বেড়াতে যাওয়া স্টেট ৩৮;
ট্রাফিক টিকেট ৩;
বান্ধবী ৪;
খেলার মাঠে পড়ে যাওয়া ৩;
মাংকি বার ২;
সি সঅ ১;
স্বপ্নে উড়াউড়ি ২৮;
হোঁচট ৯;
সারমেয় ১; বিড়াল ৯;
অলৌকিক কিছু দর্শন শূন্য;
কাউকে অপমান করেছি ১০,০৩৮; অপমানিত হয়েছি ৮,৯৬৩;
রংনাম্বারে ডায়াল করা ৭৩;
নির্বাক হয়ে পড়া ৩৩;
ইলেকট্রিক সকেটে আটকে থাকা ১;
পাথর দিয়ে পাখি হত্যা ১;
বাতাসের ঝাপটায় পড়ে যাওয়া ১২;
নিজের পিঠে হাত রাখা ১৮১;
নিজের মৃত্যু কামনা করেছি ২;
পা ফেলার আগে চিন্তা করেছি ৪৫৮;
বই পড়তে গিয়ে ঘুমিয়ে পড়া ৫১৩;
পুনরায় জন্মলাভ করা শূন্য;
চোখে একটা জিনিস দুইটা করে দেখা ২৮;
ডেইজাভ্যু অভিজ্ঞতা ৪৩;
নার্ভাস ব্রেকডাউন ১;
গিলতে গিয়ে গলায় আটকানো : মুরগি ৪, মাছ ৬, অন্যান্য ৩;
বাবা-মার কথায় পাত্তা দেইনি ২৩,৯৭৮;
লনের ঘাস কেটেছি ৩,৫৭৫ মাইল;
বালব বদলানোর কাজ ২৭৩;
শৈশবকালের বাসার ফোন নাম্বার ৩৮৪-৬২১-৫৮৪৪;
ভাই সাড়ে তিন;
মেয়েদেরকে জায়গা করে দিয়েছি ৫;
অতিক্রান্ত সিঁড়ির ধাপ সংখ্যা –উঠতে ৭৪৫,৮২১, নামতে-৭৪৩,৬০৯; টুপি খুইয়েছি ৯;
পত্রিকার গ্রাহক হওয়া ৪১;
সী সিকনেস ১;
নাক দিয়ে রক্ত পড়া ১৬;
সংগম করা ৪,০১৩;
মাছ ধরা ১;
দা স্টার স্পেঙ্গল্ড ব্যানার শোনা ২,৪১০;
বাচ্চা হাতে নেয়া ৯;
কী বলতে হবে ভুলে যাওয়া ৬৩১;

সূত্র

হার্পার ম্যাগাজিনের জুলাই সংখ্যা - ১৯৮৯;

----

অনুবাদ: টুকুন গল্প।৫।


মন্তব্য

দ্রোহী এর ছবি

কয়েকটা সংখ্যা দিয়ে একজন মানুষের পুরো জীবনটা তুলে আনার আইডিয়াটা অসাধারণ।

লেখক-অনুবাদক পরিষদে পাঁচভুট।


কি মাঝি, ডরাইলা?

শুভাশীষ দাশ এর ছবি

Flash Fiction জঁর মানেই ঝাক্কাস সব আইডিয়া।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

স্পর্শ এর ছবি

চুমু দিয়েছি ২১,৬০২; খেয়েছি ২০,০৪১;

ইয়ে, দেওয়া আর খাওয়া কি আলাদা প্রক্রিয়া? অভিজ্ঞ কেউ আমার কনফিউশন দূর করেন। ইয়ে, মানে...

যাই হোক। সংখ্যা তো ব্যাপক!
প্রতিদিন একটা করে চুমু দিলেও ৬০ বছর লাগবে প্রায়!!!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ভবঘুরে [অতিথি] এর ছবি

মাত্র একবার করে...! খেলবোই না তাহলে...... খাইছে

শুভাশীষ দাশ এর ছবি

দাঁত দেঁতো হাসি

চুমু তো আর প্রতিদিন একটি রুমাল না। চিন্তিত

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনিন্দ্য রহমান এর ছবি

অলৌকিক কিছু দর্শন শূন্য
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

ভালো লাইন পিক করছেন।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

জি.এম.তানিম এর ছবি

বউয়ের কাছে অবিশ্বস্ত থাকা ২;

সাঁতারকাটার জামা ২২;

এই দুইটা লাইনে একটু আড়ষ্ট লাগছে।

চুমু দিয়েছি ২১,৬০২; খেয়েছি ২০,০৪১;

পরেরটা কি "পেয়েছি" হবে?

বাকিটা দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শুভাশীষ দাশ এর ছবি

Number of times unfaithful to wife

বাংলা যেটা করছি এরচে অন্য কিছু মাথায় আসছে না।
অন্যটা সাঁতারজামা করলাম।

পেয়েছি দেয়া যায়, খেয়েছি কনসেপ্ট দলছুট দাদার। দেঁতো হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

দারুণ!!
মেঘনাদ সচলায়তন

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

বাউলিয়ানা এর ছবি

হা হা... সরল গানিতিক জীবনী!!

শুভাশীষ দাশ এর ছবি

----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

অসাধারণ
লা জবাব
এত ছোট ছোট পরিসংখ্যান দিয়ে এভাবে মানুষের মন ছুয়ে যাওয়া যেতে পারে,,, এই ভাবনাটাই দারুন

শুভাশীষ দাশ এর ছবি

আইডিয়া দুর্দান্ত।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

হরফ এর ছবি

বাহ, দারুণ তো। চুমু "দেওয়া-নেওয়া"টা কি হ্যাভ/হ্যাভ বিন কিসড গোছের সমস্যা? "খেয়েছি-পেয়েছি" চলবে কি?
-------------------------------------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

শুভাশীষ দাশ এর ছবি

ঐ গোছেরই।

চলতে পারে।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

নিজের মৃত্যু কামনা করেছি ২

পুরাই সুপারম্যান।
রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সুহান রিজওয়ান এর ছবি

লেখক একটা মাল...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

অদ্ভূত!!!

অতিথি লেখক এর ছবি

সেইরম একটা আইডিয়া। জোশ।
-----------------------------------মানিক

শুভাশীষ দাশ এর ছবি

রিক্তা, সুহান, অতিথি লেখক, মানিক-

মন্তব্যের জন্য ধন্যবাদ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধৈবত(অতিথি) এর ছবি

ধাত্তার্মায়রেবাপ! আমার নিজের অনূদিত একটা কৌতুকের কথা মনে পড়ে গেল খাইছে । এইধরণের পরিসংখ্যান দিয়ে মজার মজার সব কৌতুক বানানো সম্ভব কিন্তু।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।