অনুবাদ: টুকুন গল্প।৭।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: শুক্র, ০৬/০৮/২০১০ - ৬:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রেমের কবিতা
লন অটো

মেয়েটির জন্য তিনি একটা কবিতা লিখেন। ভালোবাসা দিবসের প্রেমের কবিতা। তার মনের আকুতি কবিতার ভাষার একদম ঠিকঠাক ফুটেছে। কাব্যগুণ আর রূপক ব্যবহারে দুর্বোধ্য হয়ে যায় নি। তিনি কবিতাটি বারবার আবৃত্তি করলেন। এতো ভালো মানের কবিতা আগে কখনো লিখতে পারেননি। তাই খুব আনন্দ হলো।

রাতে মেয়েটার ঠিকানায় পাঠিয়ে দিবেন। হাতে পাওয়ার সাথে সাথে খুলে দেখবে। কবিতার সৌকর্যে মুগ্ধ হবে। তার পাঠানো অন্য চিঠিগুলোর সাথে যত্ন করে রেখে দিবে। কাউকে দেখাবে না। একান্তে নিজের কাছে রাখবে। মেয়েটার এই ব্যাপার ভদ্রলোকের খুব পছন্দ।

নিজের সুন্দর হাতের লেখায় লিখে কবিতাটি মেয়েটার কাছে পাঠিয়ে দিলেন। একটা কপি রাখলেন নিজের সংগ্রহে। মাথায় এলো- এই এতো ভালো কবিতা দেশের নামীদামী সাহিত্য পত্রিকাটিতে পাঠানো প্রয়োজন, এরা এখনো তার লেখা ছাপায়নি। কিন্তু উৎসর্গে মেয়েটির নাম। এইরকম ছাপা হলে তিনি কিছুটা বিব্রত হবেন আর তাঁর স্ত্রী সমস্যা শুরু করে দিতে পারে। তাই পাঠানোর আগে উৎসর্গের নামটা খসিয়ে দেন। এবার কবিতাটার একটা কপি নিজের বউকে ও দেয়া যায়। তারপর মাথায় এলো ইংল্যান্ডের একজনের কথা, ভদ্রমহিলা তার কবিতার সমঝদার। একটা কপি তাকেও পাঠানো যায়। ভ্যালেন্টাইন দিবসের একটু পরে গিয়ে পৌঁছাবে। তাতে কী! মহিলা ভাববেন ভদ্রলোক ভালোবাসা দিবসের কথা ভেবে তাকে কবিতা পাঠিয়েছে।

সূত্র
A Nest of Hooks
Lon Otto
University of Iowa Press
1st edition (November 1978)

--

অনুবাদ: টুকুন গল্প।৬।


মন্তব্য

আয়নামতি [অতিথি] এর ছবি

ভদ্রলোক দেখি প্রেমেও গণতন্ত্রকে জায়গা দিলেন!
ফাজিল একটা...আপনি কিন্তু ভুলেও এমনটা করবেন না খবরদার!!!
.....আপনার টুকুন গল্পগুলো এতো অসাধারণ হয় ভাইয়া, মুগ্ধ না হয়ে উপায় থাকেনা। বিশেষ করে ঐটা'একটা গাছ, পাথর আর মেঘ' এর গল্প। আমি প্রায় এসে পড়ে যাই...খুব বেশি ভালোলাগার পোষ্টে আমি কোনো মন্তব্য করিনা, কেবলই পড়ে যাই। আমার ক্ষমতা থাকলে শুধুমাত্র ঐ একটা গল্পের অসাধারণ অনুবাদের জন্য আপনার স্ট্যাচু গড়ে দিতাম লিবার্টির পাশে...ক্ষমতাহীন মানুষ কেবল পারে কথার ফুলঝুড়ি উড়াতে আর পারে শুভেচ্ছা উজাড় করে দিতে...জানবেন তার দুটোই দ্বিধাহীন ভাবে করে গেলাম। আরো লেখুন। শুভেচ্ছা নিরন্তর।

শুভাশীষ দাশ এর ছবি

(গলা খাঁকারি)

অনিন্দ্য রহমান এর ছবি

বদ্দায় ফ্লাশ মারতাছে আর মারতাছে ...
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

বাউলিয়ানা এর ছবি

ওরে...সিরাম গল্প চলুক

তবে আমার একটু অবজার্বেশন হচ্ছে, শেষের প্যারায় কয়েকটা লাইনের বিচ্যুতি। যেমনঃ

হঠাত মাথায় এলো- এই এতো ভালো কবিতা নামীদামী সাহিত্য পত্রিকাটিতে পাঠানো প্রয়োজন, এরা এখনো তার লেখা ছাপায়নি। উৎসর্গে থাকবে মেয়েটির নাম। অবশ্য এটা ছাপা হলে তিনি কিছুটা বিব্রত হবেন আর তাঁর স্ত্রী সমস্যা শুরু করে দিতে পারে। নাহ্‌, পাঠানোর আগে উৎসর্গের নামটা খসিয়ে দেন।

নামীদামী সাহিত্য পত্রিকাটিতে
- হতে পারে
দেশের নামীদামী সাহিত্য পত্রিকাতে

"নামীদামী" শব্দটার সাথে নির্দিষ্ট একটা পত্রিকা যায় কি চিন্তিত

হাসি

শুভাশীষ দাশ এর ছবি

কিছুটা এডিট মার্লাম।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

শেখ নজরুল এর ছবি

কবিদের বৌ'রা কী সন্দেহপ্রবণ!

শেখ নজরুল

শেখ নজরুল

শুভাশীষ দাশ এর ছবি

এইরকম কবিদের

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধৈবত(অতিথি) এর ছবি

হা হা হা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।