অনুবাদ: টুকুন গল্প।৮।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনিদ্রা
ভির্জিলিও পিনেরা

লোকটা তাড়াতাড়ি শুতে যায় কিন্তু ঘুমাতে পারে না। এপাশ ফিরে। ওপাশ ফিরে। বিছানার চাদরের দলামোচা করতে থাকে। একটা সিগারেট জ্বালায়। বই নিয়ে কিছুটা পড়ে। আবার বাতি নিভিয়ে দেয়। কিন্তু ঘুম আসে না। রাত তিনটায় বিছানা ছেড়ে ওঠে। কাছাকাছি এক বন্ধুর বাড়িতে গিয়ে কড়া নাড়ে। জানায় তার অনিদ্রার কথা। উপদেশ চায় বন্ধুর কাছে। হাঁটার পরামর্শ দেয় বন্ধু। এতে শরীর ক্লান্ত হবে। তারপর এক কাপ লেবু-চা খেয়ে বাতি নিভিয়ে শুলেই ঘুম চলে আসবে। বন্ধুর পরামর্শ মতো সবকিছু করে, কিন্তু ঘুম আর আসে না। আবার উঠে পড়ে। এবার যায় এক ডাক্তারের কাছে। ডাক্তার ও এক গাদা পরামর্শ দেয়। সেগুলো মেনে চলার পরেও নির্ঘুম থাকা কাটে না। ভোর ছয়টার দিকে সে পিস্তলে গুলি ভরে। তারপর মাথায় গুলি চালায়। লোকটা মারা যায়। তবুও ঘুমিয়ে পড়া তার আর হয় না।

লেখকের পরিচয়:
ভির্জিলিও পিনেরা কিউবার লেখক। দীর্ঘকাল আর্জেন্টিনায় বসবাস করে কিউবায় ফিরেন ষাটের দশকে। হোর্হে লুইস বোর্হেসের মেন্টর মেসিডিনিও ফার্নেন্দেজ সুযোগ পেলেই মৃত্যু আর ঘুম নিয়ে গল্প করতেন। পিনেরা এর ওপর ভিত্তি করে এই টুকুন ফ্যান্টাসি গল্প লিখেন।

সূত্র
Black Water
The Book of Fantastic Literature
Alberto Manguel
Clarkson N. Potter, Inc.
New York
1983

----

অনুবাদ: টুকুন গল্প।৭।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

Whenever Richard Cory went down town,
We people on the pavement looked at him:
He was a gentleman from sole to crown,
Clean favored, and imperially slim.

And he was always quietly arrayed,
And he was always human when he talked;
But still he fluttered pulses when he said,
"Good-morning," and he glittered when he walked.

And he was rich, richer than a king,
And admirably schooled in every grace:
In fine, we thought that he was everything
To make us wish that we were in his place.

So on we worked, and waited for the light,
And went without the meat, and cursed the bread;
And Richard Cory, one calm summer night,
Went home and put a bullet through his head.

- "Richard Cory" by Edwin Arlington Robinson

এই কবিতাটার কাব্য বা গদ্যানুবাদ করার কথা ভেবেছি অনেক দিন। যথারীতি সেসব করা হয়নি। আজ এই গল্পটা পড়ে কবিতাটার কথা আবার মনে পড়লো।

স্কুলজীবনে বিটিভিতে একটা সিরিয়াল দেখেছিলাম - "রূপকথা নয়"। সেখানে একটা সংলাপ ছিল, "ঘুমায়া নেই, মইরা গেলেতো আর ঘুমাইতে পারুমনা"।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মহাস্থবির জাতক এর ছবি

দাঁড়ান, দাঁড়ান। আপনিতো মাথা খারাপ করে দিলেন। এই কবিতা বা তার অনুবাদ আমি কোথাও পড়েছি। এখন তো মাথায় ঘুরতে থাকবে "কোথায়, কোথায়...?"
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একসময় ক্লাশ নাইন-টেনের ইংরেজী বইয়ে (English for Today)-তে ছিল। কিন্তু কোনো কালেই এই কবিতা সিলেবাসে ছিলনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শুভাশীষ দাশ এর ছবি

পাণ্ডব্দা,

অনুবাদ করে ফেলেন।

----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনুপম ত্রিবেদি এর ছবি

শুভদা, আমি মুক্ষু-সুক্ষু মানুষ, বুজি কম। কিন্তু মনে অইছে আরেকটু রং-রস লাগাইলে ভালু লাগতো ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শুভাশীষ দাশ এর ছবি

পুরা ব্লান্ট।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

শাহেনশাহ সিমন এর ছবি

ঘুমহীনতার যন্ত্রনা যে কি!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শুভাশীষ দাশ এর ছবি

একসময় আমি ইনসোমনিয়ার রোগী আছিলাম। মন খারাপ

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনিন্দ্য রহমান এর ছবি

ঘুমাইতে ভাল্লাগে।
গল্পটা একটু ব্লান্ট লাগল। নাকি এইটাই উদ্দেশ্য?
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

গল্পটা ব্লান্ট। আমি বাংলা করার সময় আরো ব্লান্ট করছি।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দেবোত্তম দাশ এর ছবি

না ঘুমাতে পারার মত কষ্ট আর কিছু আছে বলে মনে হয় না। ভালো লাগলো শুভাশীষ
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

শুভাশীষ দাশ এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভাশীষস্কি দাশভ

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মাসকাওয়াথ আহসান এর ছবি

বাহ। যথারীতি ভাল দোকান।ঢূঁ মারলেই লাভ।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

শুভাশীষ দাশ এর ছবি

মাসকাওয়াথ ভাই,

ধন্যবাদ।

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধৈবত(অতিথি) এর ছবি

আর যাদের সারাক্ষণ ঘুম আসে, বিশেষ করে পড়ার টেবিলে বস্লে ঝিম ধরে, তাদের কি হবে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।