অনুবাদ: টুকুন গল্প।৯।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ৩১/০৮/২০১০ - ১১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডানা
বেন লুরি

লোকটা এক নারীর প্রেমে পড়ে। গিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়েও করে।

এরপর কিছুদিন পার হয়। একদিন বাথরুমের পাশ দিয়ে যাবার সময় ভেতরে তাকিয়ে দেখে তার স্ত্রীর পিঠে এক জোড়া সাদা ডানা।

ডানা? লোকটা অবাক হয়ে বউয়ের দিকে তাকায়, তোমার ডানা আছে এটা জানতাম না।

একটু হেসে তার স্ত্রী বলে, এটা নিয়ে কথা না বলি। তারপর আস্তে করে বাথরুমের দরজা টেনে দেয়।

রাতে খাবার সময় লোকটা জিজ্ঞেস করে, এগুলো কীসের? কিভাবে এলো?

তার স্ত্রী একটু পরে বলে, এগুলো ঠিক ডানা নয়। আর এর বেশি আমি তোমাকে বলতে পারবো না।

লোকটা বিরক্ত হয়। হতাশ বোধ করে। রেগে ওঠে। তার স্ত্রী কেন তার কাছ থেকে কথা লুকাবে? তার অফুরন্ত ভালোবাসা পাওয়ার পরেও এই ঘটনায় লোকটা অন্যরকম বোধ করে।

সময় যায়। লোকটা গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত হয়ে পড়ে। অফিসের মেয়ে সেক্রেটারির সাথে দেহজ সম্পর্ক হয়। রাত করে বাসায় ফিরে কোনরকমে ঘুমাতে চলে যায়।

এরপর স্ত্রীর পেছনে আর কখনো ডানা দেখা যায়নি।

একদিন সকালে সে উঠে দেখে তার স্ত্রী হাপিশ। পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজা হয়। একটা কোন চিহ্ন কিংবা কোন চিঠি কিছুই খুঁজে পায় না। সব আগের মতোই আছে। কাপড়, গাড়ি-সবকিছু। কেবল তার স্ত্রী উধাও। এর কোনো মানে সে বুঝতে পারে না।

তারপর কি কারণে যেন উঠানে চোখ পড়ে। বেরিয়ে লনের দিকে তাকায়। এর পরে সরাসরি আকাশে।

তখন মাথায় বুদ্ধিটা আসে।

যন্ত্রটা বানাতে কিছুদিন সময় লেগে যায়। এক কী দুই মাস। হাতের সাথে বেঁধে, গগলস্‌ পড়ে, আস্তে আস্তে নাড়াতে নাড়াতে সে উপরের দিকে ওড়া শুরু করে।

প্রথমদিকে বাতাস খুব কম ছিল, আশেপাশে কিছু পাখি উড়ছিল। আরো উপরে ওঠার পর নিজেকে অনেকটা বাতাসে উড়তে থাকা পাতার মতো মনে হতে থাকে। আরে ঐতো মিসেস কিল্কেনন, উনি প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ। আরে টেস্টি ফ্রিজের ম্যানেজার রডনিকে দেখা যাচ্ছে। অনেক কাল আগে দেখা জুলিয়া বার্থের সাথে ও দেখা হয়। ঐ যে ঐখানে ফ্লোরিডার লুসিয়াস। আরে এই লুসিয়াস!

লোকটা আকাশে ভেসে চলে আর খুঁজে ফিরে। আশেপাশে অন্যান্যরা উড়ছে। তাদের দৃষ্টি নিজ নিজ ওড়াপথে। তারপর একটা ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে ঠিক বোঝা যায় নি। লোকটা হঠাৎ দেখতে পায় তার স্ত্রী আকাশ থেকে খাড়া নিচের দিকে পড়ছে। লোকটা তাকে ধরার জন্য নিখুঁত ডাইভ দেয়।

সে যন্ত্রের সাহায্যে যতো জোরে সম্ভব নিচের দিকে ডাইভ দিয়ে নামতে থাকে। একটু পরেই নিচের স্থলাঞ্চল দৃষ্টিসীমায় চলে আসে, সাথে তার স্ত্রী। একদম শেষ মুহূর্তে স্ত্রীকে সে ধরে ফেলে।

সূত্র

Vestal Review
Winter 2010

---

অনুবাদ: টুকুন গল্প।৮।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তারপর?

শুভাশীষ দাশ এর ছবি

আশা কর্তে পারি, সেফলি ল্যান্ড করছে।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রণদীপম বসু এর ছবি

গল্পটা পড়ে কী বুঝলাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শুভাশীষ দাশ এর ছবি

এগুলা টুকুন ফ্যান্টাসি।

বোঝাবুঝির ঝামেলা নাই। দেঁতো হাসি

-------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

এখনো মাথার উপর দিয়ে উড়ছে... ধরতে পারছি না... শুরুটা নিয়ন্ত্রনেই ছিল... শেষটা পুরো এলোমেলো এখনো... তবে দারুন ক্লাসিক...

--------------------------------------------
ধূসর স্বপ্ন, rupokc147 এট gmail ডট com

শুভাশীষ দাশ এর ছবি

হ।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মাহবুব লীলেন এর ছবি

ঠিক্কথা
উড়তে হয় পরের বউ নিয়ে
নিজের বউ নিয়ে উড়তে গেলে ধপাস

শুভাশীষ দাশ এর ছবি

হক্কথা

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সুহান রিজওয়ান এর ছবি

জিব্রাইলের ডানা'র কথা মনে পড়ে গেলো। ...

এই গল্পটা আমার বেশ লাগসে, যদিও শেষ্টা পছন্দ হয় নাই।

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

শেষের দিকে উড়াধুড়া।

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

প্রাঞ্জল বর্ণনা, ভালো লাগলো !

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

প্রথমে বুঝতে পারি নাই, পরে লিলেনদার কমেন্ট পইড়া পুরা পরিস্কার।

উড়তে হয় পরের বউ নিয়ে
নিজের বউ নিয়ে উড়তে গেলে ধপাস

দেঁতো হাসি

অনন্ত

শুভাশীষ দাশ এর ছবি

দেঁতো হাসি

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সুরঞ্জনা এর ছবি

এই গল্পটা আমি অফিসে বসে পড়েছি ফোনে,
শুধু মাত্র এটা জানাতেই লগ ইন করা যে গল্পটা অসাধারণ লেগেছে।
অসাধারণ।

অনেক ধন্যবাদ, পোস্টের জন্যে।
হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দ্রোহী এর ছবি

উড়তে চাই। কেউ কি বউ ধার দেবেন?

হাসি


কি মাঝি, ডরাইলা?

শুভাশীষ দাশ এর ছবি

এইরকম নেকবান্দা পাইবেন কই? দেঁতো হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ধৈবত(অতিথি) এর ছবি

মার্ভেল কমিক ক্যারেক্টার অ্যাঞ্জেল এর বেড়ে ওঠার কাহিনীর সাথে মিল লাগল খানিক। উপরের লিঙ্কে 'ফিকশনাল ক্যারেক্টার বায়োগ্রাফি' দেখুন, কাছাকাছি প্লটে স্ট্যান লি কিন্তু ভালই গল্প ফেঁদেছিলেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।