কবির স্মৃতিশক্তি শক্ত নয়। ডায়েরি লেখার অভ্যাস কোনোকালে ছিল না। তবে কিছু কিছু ডায়েরি আছে। সেখানে দৈনন্দিনের ছিটেফোঁটা প্রবেশ ও নেই। আছে অন্যান্য কবিদের কবিতার লাইন। মাঝে মধ্যে নিজের কিছু কবিতা। কবিতার কাটাকুটি সাপলুডু। ডায়েরিগুলো পাতা এভাবেই শেষ।
শৈশব কৈশোর সব ফ্যাকাশে মেরে গেছে। প্রেম যা এসেছিল সেগুলোর শিহরণ মগজে নেই। স্মৃতিচারণে লেখকেরা অনেক বেশি ফিকশনাল হন। কবি সেই পথে যেতে চান না। যা কিছু মনে আছে সেগুলোর একটা তালিকা তৈরি করেন। তারপর নির্মেদ গদ্যে সেটা আনতে থাকেন। এই দীর্ঘ গদ্য লেখার পরে খেয়াল করেন প্রতিটা রিপু কীভাবে তাঁকে কাত করেছিল সেই বিবরণ একটা প্রকাশযোগ্য গদ্যে পরিণত করা ছাড়া অন্য কোনো প্রসঙ্গ আসেনি।তবে কথাগুলো লিখে কবি কিছুটা নির্ভার হন। প্রকাশকদের ধন্যবাদ দেন মনে মনে। বইয়ের নাম ও ঠিক করে ফেলেন। রিপুর দণ্ডকারণ্যে।
মন্তব্য
কবি খুব ভালো ও নির্মেদ গদ্যই লিখে ফেলেছেন, কিন্তু গদ্যটা একটা কবিতা হয়ে গেছে:)
নিক ভালু পাইলাম।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
আমি গদ্য লিখতে পারি না।
গদ্য লিখা আমাকে দিয়ে হবে না।
ধন্যবাদ।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
প্রকাশক চাপ দিলে ঠিকই লিখতে পারবেন।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
রিপুতাড়িত পদ্য হয় না? গল্পটা মজার।
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কবি ধরেন পদ। আর রিপু পদার্থ।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
হুম।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
রিপু কী?
রিপু হলো শত্রু। ষড়রিপু হলো ছয় শত্রু। তবে এরা সিম্বলিক। কাম (lust) ক্রোধ(anger) লোভ(greed) মোহ(illusion) মদ(arrogance) মাৎসর্য(envy)।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
মদের ইংরেজি এ্যারোগেন্স মানি না
আমাদের বন্ধু রিপনকে আমরা আদর করে রিপু ডাকতাম।
কি মাঝি, ডরাইলা?
প্যান্টের পেছন দিক ছিঁড়ে গেলেও দেখতাম, "রিপু" করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওটা "রিফু"
কি মাঝি, ডরাইলা?
অনেকে তো শুনি 'দুপুর'কেও 'দুফুর' বলে। তো রিপু'রে রিফু কৈতে সমস্যা কী!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রিপুতাড়িত না হলে কবি হিসাবে সফল হওয়া যায় না।
কি মাঝি, ডরাইলা?
মানে কী? পাছাছ্যাদা প্যান্ট না পড়লে কোবি হওয়া যায় না, এরকম কিছু!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেকটাই।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
.হুম বেশ
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
হুম।
-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
আপনার অন্য গল্পগুলির তুলনায় এইটা মাজুল মনে হইলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
নতুন মন্তব্য করুন