সোমবার। টাইমলি অফিসে ঢুকি। কফি খেয়ে পেপারে চোখ বুলাই। তারপর কম্প্যুটার। মেইলের উত্তর করা। বস সোমবার ঢাকার বাইরে থাকেন। ফোন করেন বিকেল চারটের আশেপাশে। দুপুরে রিসেপশনের মেয়েটাকে নিয়ে বাইরে কোথাও লাঞ্চে যাওয়ার কথা মাথায় আসে। এই কারণে তাকে ফোন করি।
মঙ্গলবুধবৃহস্পতিবার। রবি সোমবারের মতোই। তবে বৃহস্পতিবার অফিসে একটু দেরিতে যাই।
মন্তব্য
[আহহারে 'টুকুন' গল্প রে! কিছুতেই বড় কিছু লিখবে না রে!]
গল্পটা ভালো লাগলো কিনা বুঝতে পারলাম যখন
[একটু সময় দ্যান। একটা বড়গল্প নামামু। :) ]
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বাহ্ গল্প দেখি কিছু কিছু মিলে যায়...
হুম।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বাহ! এ গল্প কোথায় মশাই। এতো সত্যের খুব কাছাকাছি।
কন কী। আমি তো ফিকশনাই।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
শুক্রশনিরকিহইল?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
শুক্রশনি। বার নয়। যেন মুহূর্ত।
:)
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বুধবার আমগো কাছে ঈদ, বাকি সবই একই।
--------------------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
....
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
এটা বুঝছি, কিন্তু তারাইতে গিয়েও তারালাম না... আরেকটা প্লট নষ্ট করায় ধিক্কার...
_________________________________________
সেরিওজা
একটা বড়গল্প লিখছি। :)
-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
আপ্নে একটা জিনিস !!!!!
যে যাই বলুক, আপনার এই "গল্পের স্লিমিং পয়েন্ট" জিনিসটা আমার খুব মনে ধরসে। কম কথায় বেশি চিন্তা করার সুযোগ দেয় পাঠককে। নাহ্, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, সিরিয়াসলি। :)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সহমত, নীতিটা হইলো গিয়া,"কথা অল্প কিন্তু ভাব বেশি।" সে যে ভাবই হুজ্ঞা। :D
অলস সময়
:D
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
"ফিকশন" হয় নাই। বাস্তবের দুর্দশা তুলে ধরার জন্য আপনারে দিক্কার। আর আপনার কমেন্ট খুবই সত্য। "শুক্রশনি। বার নয়। যেন মুহূর্ত।"
অনন্ত
:D
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
এই বার বুঝলাম দুনিয়া জুড়ে অর্থনীতিতে এমন ধ্বস নামলো কী করে। এইভাবে অফিস করলে কোম্পানীর ব্যবসা এক বছরেই লাটে উঠবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আপনাকে নিয়ে সমস্যা। গল্পের আসল জায়গা প্রতিবারই বুঝে ফেলেন। (চিন্তিত)
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
হুম। অফিসে এইসব করে বেড়ান!
ভাবীকে বলে দেবো কিন্তু!
কাকস্য পরিবেদনা
কইয়া দিয়েন না, পিলিজ।
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ইন্টারেস্টিং। :)
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শনিবার আমাদের সপ্তাহের প্রথম কর্মদিবস। অফিসে ঢুকেই দেখতে হবে কমসে দেড়শো মেইল জমে আছে, যার মধ্যে ডজনখানেক প্রাণঘাতী। শুক্রবার বিকেলটা তাই আমার ভালো কাটেনা শনিবারিয় দুশ্চিন্তায়।
আপনার টুকুনগল্প আইডিয়া পাইরেসির চিন্তা ভাবনা করছি :)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই যদি হাল হয়, তাইলে আমিও চাকর হইবার চাই। তয় ব্যথিত বদনে না, কেলানো-হাসি বদনে। খ্যাকজ!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অ| তা'লে এই হল গিয়ে ব্যপার| :)
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
মনে রাখা দরকার, কিছু দূর্ভাগা আছ (আমার মত) যাদের কাছে শনিবারটাও দিন না, বছর!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
'জীবন থেকে নেয়া'
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এমন ক্ষুদ (ক্ষুদ্র) গল্প আর কতদিন চা্লাইবেন? কম খাইতে খাইতে কিন্তু এক সময় শরীরের হাড্ডি স্পষ্ট হইয়া ওঠে।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন