পৃথিবী এখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরে

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ১২/১০/২০১০ - ৫:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাহুল অফিস থেকে বেরোয় সাড়ে তিনটার দিকে। চৌদ্দগ্রামে ফ্যাক্টরিতে একটা কাজে যেতে হচ্ছে এই দুপুরে। বস শালার মাথায় কোনো বায় উঠলে আর ছাড়ান নাই। এদিকে গাড়ির হ্যান্ডব্রেকটা ঠিকঠাক কাজ করছে না কয়েকদিন ধরে। কাজের চাপে গাড়ি গ্যারাজে নিয়ে যাবার সময় ম্যানেজ করা মুশকিল। সায়নের ইদানীং কিছু বাজে বাতিক হয়েছে। অফিস থেকে দেরিতে ফিরলে কিংবা কোনো পার্টি থাকলে রাতে ফিরতে দেরি হলে বেশ বদমেজাজ দেখায়। অথচ টাকার ব্যাপারে আকর্ষণ থাকলেও মেয়েঘটিত ব্যাপারে রাহুলের কোনো আকর্ষণ নেই। রাহুলের এই আশ্বাস সায়নের কানে খুব একটা যায় বলে মনে হয় না। রাহুল মনে মনে একটা থিয়োরি বানায়- বউরা পৃথুলা হয়ে গেলে স্বামী নিয়ে তাদের মনে সন্দেহ বাড়ে। চৌদ্দগ্রামে যাচ্ছে সেটা এখনো সায়নকে জানানো হয়নি। ফোন করতে গিয়ে ভাবে- পৌঁছে তারপর না হয় করি।

সায়ন একটা মাল্টিন্যাশনালে কাজ করতো। কিন্তু পরে চাকরি ছেড়ে দেয়। ওর অফিসে ফারহান বলে একজন সায়নকে সহকর্মীর চেয়ে বেশি নজরে দেখা শুরু করে। সায়ন এসব রাহুলকে জানায়। রাহুল সেই সময়ে কিছু বাজে কথা বলে। অবশ্য রাহুলের ধারণা বেশি বাজে কিছু না। সায়ন রাগের মাথায় চাকরি ছেড়ে দেয়। রাহুলের তখন বেশ দামি ভাড়া ফ্ল্যাট ছেড়ে কিছুটা কম দামের ফ্ল্যাটে আসতে হয়। সায়ন প্রথম প্রথম কারণে অকারণে চাকরি ছাড়া নিয়ে রাহুলের ওপর রাগ দেখাত। রূপ আসার পর সব থেমে যায়। ছেলেকে নিজেকে ব্যস্ত হয়ে পড়ে। রূপের বয়স এখন চার।

ঢাকার রাস্তায় জ্যামে ও গরমে গাড়ির এসি ঠিকমতো কাজ করে না। ঘড়িতে সাড়ে পাঁচটা। চৌদ্দগ্রামের ফ্যাক্টরি এখনো প্রায় নব্বই কিলোমিটার দূরে। জ্যাম ছাড়া রাস্তা পাওয়ার পরপরই রাহুল গাড়ির স্পিড বাড়ায়। একশ চল্লিশের বেশি তুলতে এখনো সাহস পায় না। এসি বন্ধ করে গাড়ির কাচ তুলে দিলে আশেপাশের বাতাস মুখে চোখে চশমায় অকস্মাৎ হামলে পড়ে। পরে থিতু হয়। সামনের বাঁকটা একটু বেশি থাকায় স্পিড কমিয়ে একশতে আনতে না আনতেই একটা বড় ট্রাকের সাথে রাহুলের গাড়ির হেড-অন কলিশন হয়। গাড়ির উইন্ড্‌শিল্ড ভেঙে রাহুলের শরীর আঘাত করে ট্রাকে। সেখান থেকে নিকটস্থ একটা গাছের গায়ে।

রাহুল ঐ অবস্থায় দেখতে পায়- পৃথিবী আর তার মানুষজন এখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরে নিশ্চল দাঁড়িয়ে আছে।

ফিরে: এই গল্পের শিরোনাম রিয়ু মুরাকামির ‘দা ওয়ার্ল্ড ইজ ফাইভ মিনিটস্ ফ্রম নাউ’ গল্প থেকে। রিয়ু জাপানি ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার। তাঁকে বলা হয় জাপানি সাহিত্যের ম্যারাডোনা।


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

ঘটনাপ্রবাহ ঠিক বুঝি নাই।

শুভাশীষ দাশ এর ছবি

মন খারাপ

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সাইদ এর ছবি

আমার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে

শুভাশীষ দাশ এর ছবি

শুনে ভালো লাগলো। হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

কাজী মামুন এর ছবি

বাহ!!
অল্পকটা লাইনে এত্ত গল্প!

(ঢাকা চিটাগাং রোডে ১০০'র বেশি স্পীডে গাড়ী চালানোটা যে কোনো সময়ই বিপদজনক।)

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

শুভাশীষ দাশ এর ছবি

হ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

কুলদা রায় এর ছবি

গল্পটা সবে জমে উঠেছিল। কিন্তু হুট করে শেষ করে দিলেন কেন? লিখুন সবটুকু।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

শুভাশীষ দাশ এর ছবি

ক্ষমতা সীমিত। মন খারাপ

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দুর্দান্ত এর ছবি

রাহুল কি আত্মহত্যা করল?

শুভাশীষ দাশ এর ছবি

না।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

বেশ দামি ভাড়া ফ্ল্যাট "চেড়ে"

টাইপো।

শুভাশীষ দাশ এর ছবি

বানান আর টাইপো ঠিক্কর্লাম। ধন্যবাদ।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

নাশতারান এর ছবি

আমি যা বুঝলাম: এখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরের পৃথিবীতে সায়ন রূপকে নিয়ে বসে রাহুলের দেরি করার পেছনে কোনো কল্পিত প্রণয়কে দায়ী করছে। সে জানে না পাঁচ মিনিটে পৃথিবীটা বদলে গেছে। তাদের কমদামি ফ্ল্যাটও ছাড়তে হবে অচিরেই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

বাহ্‌। বেটার হাফ দৃষ্টিকোণ।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মহাস্থবির জাতক এর ছবি

আমার তো বরং মনে হলো দৈহিক মৃত্যু ঘটেছে নায়কের বা রাহুলের। সে এখন আছে পাঁচ মিনিটের দূরত্বে এবং ক্রমেই সে সরছে, সরবে আরো দূরে। এই দূরের রেখা মৃতদের জন্যে অনতিক্রম্য, কারণ যাত্রাটি একমুখী। বেদনা!
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

শুভাশীষ দাশ এর ছবি

ভালো ব্যাখ্যা।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

সুহান রিজওয়ান এর ছবি

এই গল্পটা খুব বেশি ভাল্লাগে নাই।

অন্যকথাঃ বস, আপনি আকারে ছোট কিছু বিদেশি গল্পের লিঙ্ক বা পিডিএফ পাঠাতে পারেন ?? অনুবাদে হাত পাকাতে চাচ্ছি...

_________________________________________

সেরিওজা

নাশতারান এর ছবি

আকারে ছোট কিছু বিদেশি গল্পের লিঙ্ক, পিডিএফ আমাকেও দেতে হবে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

এখানে কিছু পাবেন।

আমাজনের এই পাতার বেশ কিছু বই আমার সংগ্রহে আছে। এগুলো হার্ড কাভারের পেপারব্যাক। স্ক্যানানো বা ছবি তোলা মুশকিল। মন খারাপ

আমি দা নিউ ইয়র্কারের গ্রাহক। ওদের অনলাইন আর্কাইভে (১৯২৫-২০১০) ম্যালা ছোটগল্প। খনি একটা। কিছু কিছু গল্প স্ক্রিনশট মেরে আপনাদের পাঠাবো। হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

শাহেনশাহ সিমন এর ছবি

ইটা রাখলাম হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অদ্রোহ এর ছবি

আমিও দিলাম বুকিং...

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অনিন্দ্য রহমান এর ছবি

কানেকশন কাট হয়ে গেলে দূরত্ব শব্দটা মিসনোমার ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

কথা ঠিক।

মিসনোমার GRE শব্দ। দেঁতো হাসি

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

শাহেনশাহ সিমন এর ছবি

বিটিভি'র 'এ সপ্তাহের নাটক' এর স্ক্রিপ্ট সারসংক্ষেপ পড়লাম মনে হলো ইয়ে, মানে...
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।