একটা বিরতিহীন দীর্ঘ বাক্য লেখার চিন্তা মাথায় আসায় লিখতে শুরু করে বুঝতে পারলাম একটানা দীর্ঘক্ষণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না আর আমি ঠিক করে বুঝে উঠতে পারি না কেন শহীদুল জহির কিংবা জয়েস কিংবা ফকনার প্রভৃতি দা জোঁকের মতো একটা দীর্ঘ সুদীর্ঘতম বাক্য লেখার কথা মাথায় আসে তার বদলে বাক্যটিকে অন্যান্য সকল আম লেখকদের মতো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিরতি দিতে দিতে ভরিয়ে ফেলার পর বুঝতে পারি পৃথিবীতে দা জোঁক ক্রমে কমে আসিতেছে।
দা আনবেয়ারেবল লাইটনেস অব থিংকিং
একটা সরাসরি লক্ষ্য না রেখে কাজ করলে তুমি যা করছো তার কোনো মানে থাকবে না। প্রথমেই তুমি একটা গোল ঠিক কর। তারপর তোমার যা যা কাজ সবকিছু সেটাকে কেন্দ্র করে কর। - আব্বার এইসব কথা কান দিয়ে ঢোকে ফয়সালের। আগে নিদেনপক্ষে কিছু ছিদ্রের সন্ধান করে এইসব কথা অবলীলায় বেরিয়ে যেতো। কিন্তু ক্রমাগত এই একই কথাগুলো ফিরে ফিরে আসায় সেগুলো এখন আর বেরোনোর চেষ্টা করে না। বরং মাথার মধ্যে একটা মিশন ঠিক করার চেষ্টাচরিত্র করে। একটা একদম সরাসরি কোনো লক্ষ্য।
দা বুক অফ পাই
৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩২৩৮৪৬২৬৪৩৩৮৩২৭৯৫০২৮৮৪১৯৭১৬৯৩৯৯৩৭৫১
ইত্যাদি ইত্যাদি আরো অজস্র সংখ্যা দিয়ে ভরা বইটা হাতে নিয়ে পড়তে শুরু করে একটা মাত্র যতিচিহ্ন ব্যবহার করে লেখা পৃথিবীর দীর্ঘতম গন্তব্যহীনতায় মুগ্ধ হই।
মার্জনা: মিলান কুন্ডেরার বিভিন্ন বইয়ের নাম উদ্দেশ্যমূলকভাবে পালটানো।
মন্তব্য
প্রথম আর শেষটা বেশি জোস। মাঝেরটাও ভাল্লাগছে।
আপনার এই টুকুন গল্পগুলো আমার বেশ লাগে। অনেকটা খাওয়া শেষে ডেসার্টের মত, বেশি খাওয়া লাগে না, অল্পেই সন্তুষ্টি।
পাগল মন
২ ভালো বুঝি নি। ১ আর ৩ বেশ লেগেছে।
এক বাক্যের টুকুন গল্প, ছোট ছোট বাক্যের টুকুন গল্প, সবই ভালো লাগে!
মন্তব্যের জন্য
এইটা তো সরাসরি অর্থ, আমি ভাবলাম ভিতরে আরো কোনো গিয়ানজাম আছে বুঝি। আসলে বইগুলান পড়ি নাই তো।
বুঝায়ে কওনের জন্য
৩ নাম্বারটায় পাঁচতারা দিতে লগইন করলাম।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
গল্প খুঁজি। পাই না
আমিও।
৩ নাম্বারটা বেসি জুশ...বাকি দুইডাও ভালা পাইছি।
জোঁক মারতে দা ভরসা!
বুক অব পাইয়ের তো দৈনিক নতুন এডিশন আসার কথা।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দা বুক অব পাই টু বি কনটিনিউড্
তিনই ভাল্লাগসে। দুই আমার ও আমাদের সাথে মেলে...
_________________________________________
সেরিওজা
হ, দুই তো আমাদেরই কথা।
আঃ আপনার গল্পের এই ডায়েট কন্ট্রোল .............
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
বেশি মোটা হয়া গেসি। তাই ডায়েট কন্ট্রোল।
বেপক মজা পাইলামচুরফি
পাইলামচুরফি
-এইডা কি বস্তু?
তিন নম্বর পার্ফেক্ট টুকুন গল্প হইসে।
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
একমত।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
হ।
ঠিকই কইছেন, উপদেশ বাণীগুলা এখন আর মাথা থেকে বের হয় না। এটাই কেন জানি ভাল্লাগলো।
অনন্ত
হ, ঐসব আর বাইর অয় না।
কুন্ডেরার দুয়েক্টা গপ অনুবাদ করেন না, একটু আমোদ করে পড়ি...
গপ ভালো পাইছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দেখি, বস্।
নতুন মন্তব্য করুন