পুষি

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: রবি, ১৬/০১/২০১১ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পুষি

বিড়ালেরা মাও না বলে ম্যাও বলছে বলে চীনে গণহারে বিড়াল মারা শুরু হলে একটা বিড়াল চীন থেকে পালিয়ে আমার বাসায় চলে আসে। নাম দেই পুষি। দুবেলা চারবেলা খেতে দেই। পুষি দেখতে আদুরে। সাদা লোম আর একটু একটু বাদামি ছোপ। পুষি মাছের কাঁটা খায়, দুধ খায়, সোফায় বা বিছানায় উঠে পা উপরে তুলে শুয়ে থাকে। একদিন রাতের বেলা শুতে গেলে পুষির লেজে হাতের চাপ লাগে অনেক জোরে। পুষি ভয়ে ম্যাও না করে মাও করে ওঠে।

আই কল মাই ডগ, ডগ

গির্জার ঘন্টা বাজলে আমার দুপুর শুরু হয়। খেয়েদেয়ে ডগকে নিয়ে বেরোই। ওর ঘাড়ের দগদগে ঘা আস্তে আস্তে শুকাচ্ছে। নচ্ছার ঐ পিটবুলের সাথে ফাইট করতে গিয়ে ডগ প্রায় মারাই যাচ্ছিল। হাসপাতালে নিয়ে যাবার সময় ভেবেছিলাম বাঁচবে না। বেঁচে গেছে। ডগ পার্কে ওকে ছেড়ে দিলে দৌড়ে দৌড়ে চক্কর দিতে থাকে। পিটবুলদের এখন ও এড়িয়ে চলে। পিচ্চি পিচ্চি কুকুরদের আশে পাশে ঘুরে। শুঁকে। পার্কের চেয়ারে বসে দেখতে পাই একটা পিটবুল ওর দিকে যাচ্ছে। অনেক জোরে ডাক দেই, ডগ। অনেক জোড়া চোখ আর পিটবুল আমার দিকে তাকায়।

ফিরে: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটা ছোটোগল্পের নাম পুষি। গল্প বিড়াল নিয়েই। তবে এই গল্পের পুষির সাথে ঐ গল্পের পুষির কোনো সম্পর্ক নাই।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শুভাশীষ দাশ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক উপর দিয়ে গেল।

শুভাশীষ দাশ এর ছবি

সরল বঙ্গানুবাদ। দেঁতো হাসি

পুষি এমনিতে ম্যাও করে। খালি ভয় পেলে মাও। কারণ মাও মানেই দুঃস্বপ্ন। আর ঐ বিড়াল জাদুবাস্তবতার মহাসড়ক দিয়ে আমার বাসায় চলে আসে।

ডগকে ডগ বলা যায় না। তার একটা নাম দেয়া উচিত। মানুষকে যেমন আমরা ডাকি না, এই যে মানুষ। এগুলো সামাজিক কানুন। ডগকে ডগ করে ডাকলে মানুষ অবাক হবেই, এমনকি পিটবুলও।

(অতিথি)  এর ছবি

তাই বলেন! এতক্ষনে হাসলাম। -রু

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

দ্রোহী এর ছবি

গল্পের নিচে বঙ্গানুবাদ যোগ করে দেন।

দেঁতো হাসি

শুভাশীষ দাশ এর ছবি

উপ্রে দিলাম। দেঁতো হাসি

সুপ্রিয় দেব শান্ত (অতিথি) এর ছবি

দ্রোহী ভাইর কথায় সহমত।

শুভাশীষ দাশ এর ছবি

সুরঞ্জনা এর ছবি

বাহ বাহ! হাততালি
বেড়ালটার লেজে চাপা না দিয়ে পাড়া দিলে নিশ্চয়ই একবারে 'মাও-সে-তুং' বলে ফেলতো দেঁতো হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি জলতরঙ্গ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শুভাশীষ দাশ এর ছবি

হো হো হো

পান্থ রহমান রেজা এর ছবি

প্রথমে মাথার উপ্রে দিয়া গ্যালো। পরে তরজমা দিয়া বুঝে নিলাম! হাসি

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

সচল জাহিদ এর ছবি

বিড়ালের মাও আগেই বুঝছিলাম, ডগেরটা তর্জমা দেইখা বুইঝা নিলাম।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

শুভাশীষ দাশ এর ছবি

দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

নেক্সট টাইম শুভাশীষ'দার টুকুন গল্প পড়ে পপি গাইড সিমনরে ধরুম। এই ব্যাটা সবার আগেই বুড়া আঙুল দেখাইছে মানে সে বঙ্গানুবাদের আগেই কাহিনি বুঝছে!

শুভাশীষ দাশ এর ছবি

সিমন কই?

ধুসর গোধূলি এর ছবি
অনিন্দ্য রহমান এর ছবি

বাংলার কল্পম্যাও ঘেউ করে না। ঘেউ করারই কথা। তাও করে না। কলামটলাম লেখে। একদিন ইতিহাস থেকে হারায়া যাবে। ইন্ডিয়া-নেপালে আলাদা বিষয়।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

মন্তব্য মাথার উপ্রে দিয়ে গেল। তরজমা দ্যান। দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।