পানি সম্পর্কে কিছু সত্যমিথ্যা

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ২৩/০৩/২০১১ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

।১।

আমি পানি পান করি না। আশেপাশের সবাই বলে, আমি একটা সত্য কথাও বলি না। আমি প্রায় লোকজনকে বোঝাতে যাই, আমি একেবারেই মিথ্যা কথা বলি না।

।২।

পানি জল হয়ে গেলে কিংবা জল পানি হয়ে গেলে জলপানি শব্দটি বৃত্তি হয়ে বসে। এভাবেই জল ও পানির সংগমে সৃষ্ট শব্দের অর্থ অর্থময় হয়।

।৩।

আমাদের সেমিনারে, সিম্পোজিয়ামে, ক্ষুদ্রঋণ নিয়ে বৃহত্তর সমাবেশে কিংবা মেহেরজান নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তাদের সামনে একটা সুদৃশ্য পানির বোতল থাকে। মিথ্যা বলার প্রয়োজনীয় শক্তিটুকু ক্যালরিবিহীন পানিই সেখানে যোগান দেয়।

।৪।

জনৈক পাগল হোটেলে প্রবেশ করলে দোকানের মালিক তাকে বসতে দেন। তাকে বলেন কয়েক গ্লাস পানির মধ্যে একটি গ্লাস বেছে নিতে।

।৫।

বিসর্গতে কান্না। ধনতন্ত্র এনজিওতন্ত্র হয়ে গেলে একজন দুঃখব্যবসায়ী লেখক বিসর্গচারণ করতে থাকেন ধারাবাহিকভাবে।

।৬।

একবার গিয়েছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে করা একটা সিনেমা দেখতে। একাত্তরের যুদ্ধ, মুক্তিযোদ্ধার প্রতি প্রেম। একটা দৃশ্য এখনো মাথায় রয়ে গেছে- পানির মধ্যে চাঁদকে রেখে করা গান।

।৭।

ব্যাকরণ ভালো লাগে না। এমসিকিউতে একটা প্রশ্ন ছিল- নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

ক. আরশোলাকে ভয় পাই
খ. তাকে ডেকে আনো
গ. বেলা যে পড়ে এলো জলকে চল
ঘ. ভিক্ষুককে দান কর

গ এর বাক্যটি বুঝিনি। পরে সেটাই দাগাই।


মন্তব্য

নৈষাদ এর ছবি

২,৩,৫,৬,৯ চলুক চলুক

নাশতারান এর ছবি

৯ কই?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নৈষাদ এর ছবি

৭... সংখ্যা-প্রতিবন্ধি হয়ে যাচ্ছি মনে হয়...।

শুভাশীষ দাশ এর ছবি

আহারে দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

চলুক
-আয়নামতি

শুভাশীষ দাশ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

২ বেস্ট।
৫ পড়ে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি । যদিও আমস্টার্ডামের ডায়েরী, কয়েকটা বিহ্বল গল্প ভালো লেগেছে খুব।

ফাহিম হাসান এর ছবি

আপনার জন্য কবির চরণ-

Water is H2O, hydrogen two parts, oxygen one, but there is also a third thing, that makes water and nobody knows what that is। - D H Lawrence

শুভাশীষ দাশ এর ছবি

ভালোই তো। জানতাম না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

শুভাশীষ দাশ এর ছবি

আপনার লেখালেখির কোনো খোঁজ নাই!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আসিতেছে

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

৫,৬ ভালো। ...বিসর্গতে দুঃখ অবশ্য পড়া হয় নাই, পড়তে হইবো।

শুভাশীষ দাশ এর ছবি

পড়ো। তবে সাথে টিস্যু।

মহাস্থবির জাতক এর ছবি

সেরম!

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

শুভাশীষ দাশ এর ছবি

কঙ্কি!!!

guest writer rajkonya এর ছবি

ভাল লেগেছে সব গুলোই।

পানির মত কঠিইইইন আর কিছুই নেই। ইয়ে, মানে...

শুভাশীষ দাশ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রোমেল চৌধুরী এর ছবি

বেশ বেশ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শুভাশীষ দাশ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।