গ্রীড ইজ বেটার। চারিদিকে শুরু হয় ব্যাপক মাত্রায় বেসরকারীকরণ। রাষ্ট্র তার রাষ্ট্রীয় দিনগুলো নগদ টাকার বিনিময়ে ভাড়া খাটায়। পুনর্মিত্রতার রাজনীতি দিকে দিকে মাথাচাড়া দেয়। ইতিহাস থেকে গণহত্যা, গণধর্ষণের মতো নারকীয় সত্যগুলিকে মুছে ফেলার জন্য তৈরি হয় নানারকম কমিশন। শিক্ষা ও স্বাস্থ্যকে দুর্মূল্য পণ্যে পরিণত করে ফেলে ব্যবসায়ীরা।
গ্রীড ইজ দা বেস্ট। নারী, মদ, অর্থের প্রতি লোভ মোহ বাড়ানোর নানারকম প্রণোদনায় সুইঙ্গিং কালচার আইনগত বৈধতা পায়। রাতে বাসায় ফিরে বিশেষ প্রয়োজনে নিজের বউ না পেলেও পরের বউয়ের অভাব পড়ে না। তবে সুন্দরী বউগুলো ফুরসৎ ফেলার সময় পায় না বলে একদিন তারা সবাই মিলে নিওলিবারেল গণিতের বিরুদ্ধে মামলা করে। মামলার রায় আইনি জটিলতার মুখে পড়ে।
মন্তব্য
লেখার বিচারক হিসেবে বিব্রত হইলাম
। আগে নাহয় এইটা দেখে আসি, তারপর এটা-ওটা-সেটা একটু পড়ে আসি। এটাও কিছু ঘাটতে হবে, সবশেষে এইখান। তারপর না হয় এ পোস্টটা আরেকবার পড়া যাবে।
ধৈবত
পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই।
পড়লাম বিকল্প থাকলেও পড়ত হয়
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
গ্রীড(greed) বুঝতে যাইয়া গল্পের গ্রিড(grid) এ আটকাই গেছি
অতীত
জটিল ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
গল্প, নাকি লাউড থিঙ্কিং...!!
গল্প ঠিক আছে...।
এক ধরণের লাউড থিঙ্কিং।
ধরন
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সবই বিজ্ঞান!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
খাইছে... বিরাট ইতিহাস
______________________________________
পথই আমার পথের আড়াল
হ। পলিটিকস্ অব রেকন্সাইলেশনের ওপর বেশ কিছু বই উল্টাতে গিয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে।
মামলা করে কোনো লাভ হবে না। আইন-আদালত সবই সিস্টেমের অংশ। ইতিহাসের অব্যাহত ধারার গতি (দ্রুতি ও অভিমুখ) পাল্টানোর জন্য বিপ্লবের বিকল্প কিছু নেই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ।
ইজ গ্রীড গুড?
প্রত্যেক প্যারার প্রথম লাইনে শিহরণ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হুম। পুরা ব্যাবস্থাটাই জটিল। প্রশ্ন হইল শেষ বিচারে নিজে কোনটা হমু। শিকার নাকি শিকারী?
লোভ থাকলে শিকারি, না থাকলে শিকার।
ডুপ্লি ঘ্যাচাং
রাতে বাসায় ফিরে বিশেষ প্রয়োজনে নিজের বউ না পেলেও পরের বউয়ের অভাব পড়ে না। তবে সুন্দরী বউগুলো ফুরসৎ ফেলার সময় পায় না বলে একদিন তারা সবাই মিলে নিওলিবারেল গণিতের বিরুদ্ধে মামলা করে......হুমমম
<অদ্ভুত সেই ছেলেটি>
হ
সত্য কথন।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ভাইরে! লেখাটা "ওরে খাইসে রে!!" হইসে! বেশি জোস!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কয়কি!
বেশ জটিল
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
দারুন !
কি ধরনের জটিলতা ? "বউগুলো ফুরসৎ ফেলার সময়" পেলে বিচারকগুলির অসুবিধা কি ?
মনমাঝি
অসুবিধা আছে। ফুরসৎ না দেয়াতেই আসল সুবিধা।
আপনি তো দিনকে দিন ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছেন দেখি!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি তো মনে কর্সি জারগনওয়ালা নামগুলো না চিনলেও নিওলিবারেল গণিতের প্রভাব সবাই অল্পবিস্তর বোঝে।
কিছুটা জটিল, তবে মর্মার্থটা সরল,বড়ই সরল .....
-অর্ফিয়াস
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
সত্য কথন শব্দের প্রাচুর্য চায় না। আবারো প্রমানিত।
অসাধারন।
নতুন মন্তব্য করুন