হুজুর, পুলিশ, আওয়ামি লীগ, বিএনপি নিয়ে আমার মধ্যে কোনো আগ্রহ নেই। আমি চোখ বন্ধই রাখি। পুনম পাণ্ডেকে চিন্তায় ফিরিয়ে আনতে চেষ্টা করি। সিদ্দিক আবার বাধা দেয়।
ও স্যার, কিছু কন না ক্যান?
তুই মাথা বানা। এইসব হুজুর আর মাদ্রাসার সব তালবিল্লি আমিনির বিরিয়ানি খেয়ে জোশের চোটে পুলিশের সাথে মারামারি করছে। বিরিয়ানি বন্ধ হইলেই সব থাইমা যাবে।
স্যার যে কি কন! কোনো পেপারে তো আমিনির বিরিয়ানির কথা লেখে নাই।
খুব ওস্তাদ হইছস! তুই কি সব পেপার পড়ছস নাকি? আমিনি সৌদি ফান্ডের টাকা এই নয়া তালেবান প্রজেক্টে ঢালে রে ব্যাটা। নে, এইসব বাদ দিয়া নিজের কাজটা কর। ভালো কইরা মাথা বানা।
সিদ্দিকের মনে হয় আমার কথা পছন্দ হয় না। ওর হাতের আঙুলের মধ্যে মাথা বানানোর আরামটা ফিকে হয়ে আসে। চোখ খুললেই পাশাপাশি সন্নিহিত দুটি বৃত্ত ও একটি উপবৃত্ত দেখি বলে চোখ বন্ধ করে পাণ্ডেকে ভাবি।
স্যার, সবাই কয় ইসলাম নাকি যাইবো গা দেশ থেইকা?
কোন আবাল কইছে তোরে এইসব কথা। এইটা কি পাকিস্তান নাকি? তালেবানে কইবো, আর দেশ তালেবানের হাতে চইলা যাইবো? এইসব কথায় কান দিস না, মাথা বানা। আর পেপার উপার পড়া বাদ দে। ঐখানে যতোসব আবর্জনা কথাবার্তা। এই তালবিল্লিগুলা ইসলাম যাইবো গা যাইবো গা কইরা ডর দেখায়, ওগো দলের লোক বাড়াইতে।
আমার কথায় সিদ্দিক খুব একটা আশ্বস্ত হয় না। নিজের মধ্যের রাজনৈতিক জ্ঞানের জোশ ওর হাতের জাদুকে শিথিল করে। আমিও আর বেশিক্ষণ থাকি না। ওকে পনের টাকা দিয়ে বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরাই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি। টিভি ছেড়ে চ্যানেল পাল্টাতে থাকি। রাত বেশি হলে শুতে যাই। সেই রাতে হিজাব পরে পুনম পাণ্ডে স্বপ্নে হানা দেয়।
মন্তব্য
আহা
হিজাব পরে হলেও পুনম পান্ডে যে শেষ পর্যন্ত নিজেকে উন্মুক্ত করার জন্য নিরপেক্ষ ভেন্যুতে পৌঁছাতে পারল তার জন্য অশেষ শুকরিয়া....
০২
মাদাম বোভের (সম্ভবত) খুঁজছিলেন কান্নার জন্য শান্তিপূর্ণ স্থান... (পেয়েছেন কি না জানা নেই)
মৈত্রেয়ী চট্টোপাধ্যায় খুঁজছিলেন আত্মহত্যার জন্য শান্তিপূর্ণ স্থান... (শেষ পর্যন্ত পেয়েছিলেন সিলেটের একটা হোটেলে)
পুনম পান্ডে খুঁজছেন নেংটু হবার জন্য শান্তিপূর্ণ স্থান... (তার মনের ইচ্ছা পূর্ণ হউক। আমেন)
মৈত্রেয়ী চট্টোপাধ্যায়ের ঘটনাটা মিডিয়া মোটামুটি ব্লাকআউট করে দিয়েছিল। কেন, কে জানে! মূল ঘটনাটা কারো কাছ থেকে আর জানতে পাইনি। আমার কানে শুধু তাঁর আবৃত্তি বাজে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হা হা হা
...........................
Every Picture Tells a Story
হিজাব পরা পুণম পান্ডে!! তারপরও যদি নেংটু হতে পারেন খারাপ কি?
সুপ্রিয় দেব শান্ত
হ
খালি কী হিজাবই পরা ছিল না আর কিছু ছিল পরনে?
এক্কেবারে সত্যি কথা। আমাগো দেশ আফগানিস্তান বা ফাকিস্তান না যে এক আমিনী ডাক দিলে দেশে বিরাট কিছু হয়ে যাবে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
কি পরা ছিল নিরপেক্ষ ভেন্যুর উপ্রে নির্ভর করে।
ময়ূরীর কাছে পুনম নস্যি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কেনু?
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ওই অর্ধবৃত্ত বড়ো হতে বেশ সাহায্য করেছে এক কালে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভালো...
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
শ্রীমতি পুনম পাঁড়ে তাঁর ওয়াদা রেখেছেন কী? লারিসা রিকুয়েলমি কিন্তু প্যারাগুয়েকে চাম্পিয়ন না হওয়া সত্ত্বেও তাঁর প্রতিশ্রুতি রেখেছিলেন।
ধৈবত
রাখবেন হয়তো।
পুনম পান্ডে তো এমনিতেই নেংটু। সে শুধু খাহেশের নির্দিষ্ট একটা ভেন্যুতে সামনে একদিন হতে চায়।
আর দাদা,
যেমন সিদ্দিক মিয়া কোনোদিন আমিনীর দরসে হাজির ছিলো না, আমার মনে হয় আপনিও তেমন আমিনির কোনো দরসে হাজির থাকতে পারেন নাই। আমি বলতে চাইছি ওই সকল ছেলেরা কিন্তু বিরিয়ানি থুরাই কেয়ার করে।
ধর্ম মাত্রই মানব-কল্যাণের জন্য।
কিন্তু কত সহজেই ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ধর্মব্যবসায়ীরা।
লীগ সরকারও ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করছে; কাজটা ভালো করেনি তারা।
শিশুকে মাতৃক্রোড়েই ভাল মানায়.................
মোড়ক (হিজাব) উন্মোচন কি হয়েছিল স্বপ্নের মধ্যে?
হিমাগ্নি
নতুন মন্তব্য করুন