ভবঘুরে
চেস্টার হাইমস্
আমেরিকান তৎক্ষণাৎ কোট খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। ভবঘুরে তাকে বাধা দেয়, তাকে বাকিসব ভালো জামাকাপড় ছেড়ে পানিতে ঝাঁপানোর জন্য অনুরোধ করে। তার জন্য এতো ভালো জামাকাপড় নষ্ট হলে কুকুরটা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। তাছাড়া এখন রাত; কাপড় খুললে কেউ খেয়ালও করবে না। একটু দ্বিধা করে আমেরিকান ভদ্রলোক জাঙ্গিয়াটা রেখে বাকি সব জামা ছেড়ে পানিতে লাফ দেয়। ভবঘুরে তখনি কাপড়-জামা নিয়ে সরে পড়ে আর কুকুরটাকে পাড়ে চলে আসার জন্য হুইসেল বাজায়। হতাশ সাঁতারুর দিকে হেসে হেসে হাত নেড়ে ভবঘুরে তার কুকুরের পেছনে ছোটে। সাইন নদীর অন্য একটা পাড়ের কাছাকাছি একটা গণশৌচাগারে স্নান করে, দাড়ি কামায়। চুরি করা জামাকাপড় পরে ফুলানো মানিব্যাগ নিয়ে একজন ধনী আমেরিকানের মতো করে সে রাস্তায় বেরোয়। তার নির্দেশ অনুসারে তারা দুজনে একসাথে এটা বোঝা না যাওয়ানোর জন্য কুকুর তার মালিকের সাথে বেশ দূরত্ব রেখে রেখে চলতে থাকে। ভবঘুরে একসময় গিয়ে হাজির হয় মর্মাঁতের ভিড়ে- পর্যটক, শিল্পী, গোয়েন্দা, নারীর কোলাহলের মধ্যে। ভবঘুরের অসর্তক আচরণের জন্য ধরা খায়। একজন তৎপর মেয়ে ভবঘুরের কাপড়-চোপড়, টাকা সব ছিনিয়ে নেয়। মেয়েটা এই কাজ করে একজন আমেরিকানের সাথে বন্ধুত্বের কারণে, সহমর্মী হয়ে। সে ঐ আমেরিকানের সাক্ষাৎ পেয়েছে সাইন নদীর তীরে। এক ভবঘুরে আর তার অতি দক্ষ কুকুর দ্বারা ডাকাতির শিকার হওয়ার এক উদ্ভট গল্প তাকে শুনিয়েছে সেই আমেরিকান।
বহি
Pow Wow
Charting the Fault Lines in the American Experience— Short Fiction from Then to Now
Edited by: Ishmael Reed with Carla Blank
Da Capo Press
2009
--
মন্তব্য
নতুন মন্তব্য করুন