অনুবাদ: টুকুন গল্প ।১৩।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ১২/০৪/২০১১ - ১০:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভবঘুরে
চেস্টার হাইমস্‌

উষ্ণ ও পরিষ্কার সেই রাতে ভরা চাঁদ সাইন নদীকে আরো সুন্দর করে তোলে। এক আমেরিকান ওয়াইন সহ রাতের খাবার খেয়ে নদীর তীরে হাঁটতে বেরিয়েছে। তার হাতে সিগার। আশেপাশের ছায়ায় টের পাওয়া যাচ্ছে যুগলদের উপস্থিতি। সারি সারি ক্যাম্পার গাড়ি রাস্তায় ওপর চুপচাপ শুয়ে আছে। হঠাৎ করে সাহায্যের জন্য একটা চিৎকার সবকিছুকে ছাপিয়ে শোনা গেল। পাগলের মতো দৌড়ে এল ছেঁড়া জামাকাপড়ের এক ভবঘুরে। চ্যানেলের পানিতে ডুবে যেতে থাকা একটা কুকুরকে দেখিয়ে বলতে লাগলো- "আমার বেচারা কুকুরটা, ডুবে যাচ্ছে। অথচ আমি সাঁতার পারি না।"

আমেরিকান তখনি কোট খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়। ভবঘুরে তাকে বাধা দিয়ে বাকিসব ভালো জামাকাপড় ছেড়ে পানিতে ঝাঁপানোর জন্য অনুরোধ করে। তার জন্য এতো ভালো জামাকাপড় নষ্ট হলে কুকুরটা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আর এতো রাতে কাপড় খুললে কেউ খেয়ালও করবে না। দোনামনা করে আমেরিকান ভদ্রলোক জাঙ্গিয়াটা রেখে বাকি সব জামা ছেড়ে পানিতে লাফ দেয়। ভবঘুরে তখনি কাপড়-জামা নিয়ে সরে পড়ে আর কুকুরটাকে পাড়ে চলে আসার জন্য হুইসেল বাজায়। হতাশ সাঁতারুর দিকে হেসে হাত নেড়ে ভবঘুরে তার কুকুরের পেছনে ছোটে। সাইন নদীর অন্য একটা পাড়ের কাছাকাছি একটা গণশৌচাগারে স্নান করে, দাড়ি কামায়। চুরি করা জামাকাপড় পরে ফুলানো মানিব্যাগ নিয়ে একজন ধনী আমেরিকানের মতো করে সে রাস্তায় বেরোয়। মালিকের নির্দেশ মেনে কুকুর তার মালিকের সাথে বেশ দূরত্ব রেখে রেখে চলতে থাকে। ভবঘুরে একসময় গিয়ে হাজির হয় মর্মাঁতের ভিড়ে- ঢুকে পড়ে পর্যটক, শিল্পী, গোয়েন্দা, নারীর কোলাহলের মধ্যে। ভবঘুরে অসর্তকতার সুযোগে এক চাল্লু মেয়ে তার কাপড়-চোপড়, টাকা সব ছিনিয়ে নেয়। একজন আমেরিকানের বন্ধুর প্রতি সহমর্মী হয়ে মেয়েটা এই কাজ করে। আমেরিকানটার দেখা মিলেছে সাইন নদীর তীরে। এক ভবঘুরে আর তার অতি দক্ষ কুকুর দ্বারা ডাকাতির শিকার হওয়ার এক উদ্ভট গল্প শুনিয়েছে সেই প্রায় নগ্ন আমেরিকান।

বহি
Pow Wow
Charting the Fault Lines in the American Experience— Short Fiction from Then to Now
Edited by: Ishmael Reed with Carla Blank
Da Capo Press
2009

--

অনুবাদ: টুকুন গল্প। ১২।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভাষা এতো আড়ষ্ট কেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শুভাশীষ দাশ এর ছবি

একটা খটোমটো পেপার লিখতেছি। মাঝখানে এটার অনুবাদ কর্লাম। ঐটার প্রভাব এইটাতে চলে আসছে। তাও হালকা চ্যাঞ্জাইছি। হাসি

লাবিন রহমান এর ছবি

উপকার করার আগে ১০০ বার চিন্তা করে পানিতে নামুন

শুভাশীষ দাশ এর ছবি

মুস্তাফিজ এর ছবি

ঐ রকম একটা কুকুর আর সেই রকম একটা মেয়ে, দুইটাই দরকার।

...........................
Every Picture Tells a Story

শুভাশীষ দাশ এর ছবি

হো হো হো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... আমেরিকান

______________________________________
পথই আমার পথের আড়াল

শুভাশীষ দাশ এর ছবি

ফারুক হাসান এর ছবি

গল্পটা জোশ। শুরুতে অবশ্য একটু আড়ষ্ট লাগলো পড়তে।

শুভাশীষ দাশ এর ছবি

আবারো হালকা চ্যাঞ্জাইছি।

সুপ্রিয় দেব শান্ত (অতিথি) এর ছবি

পাণ্ডব দার সাথে সহমত। আপনার অন্যান্য লেখার মতো এটার ভাষা সাবলীল ছিলনা।

সুপ্রিয় দেব শান্ত

শুভাশীষ দাশ এর ছবি

সুহান রিজওয়ান এর ছবি

কুফা গল্প। প্রথমবার পড়ার পরে কারেন্ট চলে গেস্লো... দেঁতো হাসি

আমার কাছে কিন্তু ভাষা আড়ষ্ট মনে হলো না। তবে চমকটা ভালো লাগে নাই। অনেক অনুমানযোগ্য হয়ে গেছে।

... সাইন নদী কোথায় ?? সিন নদী কি ??

অনিন্দ্য রহমান এর ছবি

ভালো তো ... 'টিট' ফর ট্যাট হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শামীম এর ছবি

শেষের "অসতর্কতার" গল্পটা জানতে ইচ্ছে করলো --- ছোট গল্পের শেষে বোধহয় এমন কিছু "আকাঙ্খা" জাগিয়ে রাখাটাই স্বাভাবিক।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ধৈবত(অতিথি) এর ছবি

চিন্তিত হুম। নতুন টেকনিক শিখলাম। এখন দরকার একটা কুকুর না হয় একটা সাঁতার জানা চাল্লুমার্কা পিচ্চি ছেলে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।