জানেন হয়তো- টাকা দীর্ঘদিন ধরে শব্দ না হয়ে অর্থ হয়ে বসে আছে। আমার চাকরি; প্রতিদিনকার একই রুটিনে ফার্মগেটের মুখ ও মুখোশের মধ্যে হারিয়ে যাওয়া। তারপর নয়টার ঠিক আগে আগে নিজের কাজের টেবিলে গিয়ে এক কাপ চা উইথ আ মৃত পিঁপড়ার দেখা পাওয়া। দীর্ঘতর সব হাই হজম করে পাঁচটায় আবার মুখোশদের দলে ঢুকে পড়া। শেষমেষ বাসায় ফিরে গোগ্রাসে কিছু খেতে খেতে টিভিতে দুই নেত্রী ও অন্যান্য অপ্রয়োজনীয় সব খবর দেখা। এরপর রাত। তরতাজা অন্য একটা দিনের মুখোমুখি হই পরদিন।
দিন শুরু হওয়ার আগের রাতে একটা রাজনৈতিক স্বপ্ন দেখি। নির্বিকার একটা রোদের দুপুরে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন দুই ভদ্রমহিলা ও এক ভদ্রলোক। তাঁদের দলের নাম যথাক্রমে কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ ও অকাজের মধ্যে পার্থক্য বুঝাতে ব্যর্থ হন প্রথম জন। দ্বিতীয় ভদ্রমহিলা ক্ষমতার সংজ্ঞা পদার্থবিদ্যার ভাষায় দিতে পারেন না প্রয়োজনীয় বিজ্ঞানশিক্ষার অভাবে। তৃতীয় জন প্রজাপতি ব্রহ্মের মতো একটা বর্ণ শুধু উচ্চারণ করেন খালি। দ না বলে বলেন হ।
মন্তব্য
গল্প ভাল লেগেছে । তবে শেষ লাইন টি বোধগম্য হল না । চালিয়ে যান ।
হ মানে হিলারি।
এইত্ত বুঝছি ...। হে হে ।
আর শিরোনাম কাজ, ক্ষমতা, শক্তি....দুইটাই অসম্ভব লাগলো! হ্যাটস অফ।
আর শিরোনাম কাজ, ক্ষমতা, শক্তি ... দুটো'ই অসাধারণ লাগলো।
হ
হ।
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্য না পড়লে বুঝতামই না, হ তে কি বুঝাচ্ছে। সচলে অনেকের মন্তব্যেই এই 'হ' কে দেখি, 'হিলারি'র ফ্যান নাকি সবাই
হ
হ
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
নতুন মন্তব্য করুন