প্রতিদিনের মতো রাতে টিভি খুলে দুর্ঘটনা, র্যাবের গুলি, ভুল চিকিৎসা, গণপিটুনি, ক্ষমতাসীন দলের ছাত্রবাহিনীর তাণ্ডব, যৌতুক, ধর্ষণ, পুলিশি নির্যাতন ইত্যাদি ইত্যাদিতে হতদের সংবাদ শুনি।
‘এইসব খবর শুনতে ভালো লাগে’- একজন হাততালি দিয়ে বলে। আমরা সায় দিয়ে হাততালির আওয়াজ বাড়াই।
নিওলিবারেল বাজার
পাবলিক ধর্ষণের বিবরণ পড়তে ভালোবাসে এটা ‘আমাদের কাল’ পত্রিকার সম্পাদক ভালোমতো বুঝে যান। ধর্ষণ-রিপোর্টার নামের একটা টীম গঠন করেন। বিশেষ বৈঠকে বসে তাদের পরামর্শ দেন ডিসগ্রেস জঁনরার পর্ণোগ্রাফি দেখার। এসব দেখেটেখে টীমের লোকজন লেখায় আরো পাশবিকতা বাড়ায়। জনতা পেপারের কাটতি বাড়িয়ে দেয়। সম্পাদক সাহেব একটা নতুন পাতা বরাদ্দ করে ফেলেন ‘প্রতিদিনের ধর্ষণ’ নাম দিয়ে।
ফিশ ট্যাংক
আমাদের বাসায় ফিশ ট্যাংকের মাছগুলো আস্তে আস্তে মারা যায়। আম্মা মাঝে মাঝে কাঁটাবন থেকে নতুন মাছ নিয়ে আসে। সেগুলোও বেশিদিন টেকে না। আব্বা আম্মাকে শাসায়- কাঁটাবন থেকে আর মাছ কিনবা না কইলাম, খবরদার। আব্বা কিছুদিন পর বাজার থেকে বেশ কয়েকটা কৈ মাছ এনে খালি ফিশ ট্যাংকে পানি ঢেলে ছেড়ে দেয়। দিয়ে বলে- এগুলা নবীগঞ্জের খাঁটি কৈ। আমি অবাক হয়ে গোল্ডফিশ দেখার মতো করে কৈ মাছ দেখি। পরদিন সকালে অ্যাকুরিয়াম থেকে কয়েকটা তুলে এনে আম্মাকে দেয় কুটতে। ছাইটাই দিয়ে আম্মা ঠিকঠাক কেটে ফেলে। গরম তেলে কৈ মাছ দিতেই একটা লাফিয়ে ওঠে।
একাকী
(লিডিয়া ডেভিসের টুকুন গল্পের অনুবাদ)
কেউ আমায় ফোন করে না। সারাটা দিন বাসায় থাকায় অ্যানসারিং মেশিন চালুর কোনো দরকার হয় না। একবার ভাবি- বাইরে কোথাও গিয়ে কিছুক্ষণ নাহয় ঘুরে আসি। ফিরে এসে অ্যানসারিং মেশিনটা তখন চালু করা যাবে।
মন্তব্য
ভালো লাগল।
নিটোল
"নিওলিবারেল বাজার" টা ভাল্লাগলো
খুব ধারালো লাগলো এবারের গল্পগুলি।
সব কয়টাই ভালো লেগেছে। যথেষ্ঠ ফুড-ফর-থটস্ আছে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খাইছে।
টুকরো টুকরো কথা অথচ বক্তব্য বিশাল...
আওয়াজ+ফিশ ট্যাংক>একাকী: অনবদ্য
love the life you live. live the life you love.
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মাঝের কোন একদিন যদি এইসব খবরে কিছু হেরফের বা তারতম্য আসে যেমন ঈদ বা কোন উৎসবের দিনে.....মানুষ নিরানন্দ চেহারায় ঘুরে ফিরে, বিরক্ত চোখে এসে রিমোট ঘাটাঘাটি করে আবার ঘুরে আসতে যায়, যদি এরই মাঝে আবার কিছু জমে.....
ব্লগে ইদানিং এর তার ভিডিও চিত্র বেরুনোর খবর আসে হরহামেশা। বেশিভাগ কমেন্ট পরে সেই লিঙ্ক কই পাওয়া যাবে জাতীয়।
আমাদের গা থেকে পুতি গন্ধ নাকে সয়ে গেছে নিজেরটা তাই আর পাইনা অন্যেরটাও গা সওয়া -
লেখা ভালোলেগেছে বলে আবার এই জাতীয় লেখার রসদ যোগানোর মতো কিছু আসুক তার প্রার্থনা করছিনা তবে হ্যাঁ
""""""""""""""""""আনসারিং মেশিনটার কাছে ঘুরে ফিরে আসি।""""""""""""""
হ
দুর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন