বেহায়া

শুভপ্রসাদ এর ছবি
লিখেছেন শুভপ্রসাদ [অতিথি] (তারিখ: শুক্র, ১২/০৩/২০১০ - ১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বোধের ঘরে ভোগের বাসা
পথের সাথে রথের আড়ি
কাছের সুরে বাঁধা এ গান
ইচ্ছে সুদূর দেবো পাড়ি

আকাশ কোথায় মেঘলা এখন
তৈরি আলোর অলীক মায়া
দরাজ গলার গভীর যে গান
উধাও এখন গাছের ছায়া

স্বল্প হাসির কল্পকথা
মানিয়ে চলার শিল্পরীতি
বানিয়ে বলা ঘনিষ্ঠতা
এটাই এখন সংস্কৃতি

এই খরাতেও এক বেহায়া
স্বপ্ন দ্যাখে অঝোর শ্রাবণ
সেই শ্রাবণের আগুন যেন
চেতন আনে জাগায় মনন।


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

স্বল্প হাসির কল্পকথা
মানিয়ে চলার শিল্পরীতি
বানিয়ে বলা ঘনিষ্ঠতা
এটাই এখন সংস্কৃতি

এই কয়টা লাইনের জন্যই পাঁচতারা

...........................
Every Picture Tells a Story

মজনুভাই [অতিথি] এর ছবি

স্বল্প হাসির কল্পকথা
মানিয়ে চলার শিল্পরীতি
বানিয়ে বলা ঘনিষ্ঠতা
এটাই এখন সংস্কৃতি

চরম!!

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তিথীডোর এর ছবি

উত্তম জাঝা!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাহসিন আহমেদ গালিব এর ছবি

ভাল লাগলো

সুরঞ্জনা এর ছবি

বাহ্।
চলুক
.....................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সুমন চৌধুরী এর ছবি

গান যখন সুর দিয়া ফেলেন।



অজ্ঞাতবাস

রিখি এর ছবি

এমন বেহায়াপনায় দোষ নেই কিছু!!

জুয়েইরিযাহ মউ এর ছবি

দারুণ লাগলো।

-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সুদীপ্ত দেবরায় এর ছবি

কবিতা হি্সেবে অসাধারণ । গান হতে পারে খুব ভালো ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।